নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটাই আমি,এখানেই আমি। যে ছেলেটা নির্লিপ্ত হাসি দিয়ে জীবন দেখে। শুকনো খড়ের মাঝে জীবন না খুজে,দ্বীধাহীন,স্বপ্নহীন,রাস্তায় হাঁটে ধুলো উড়িয়ে। সেটাই আমি,আমার মধ্যে আমি স্বতন্ত্র জীবন যাপন করে থাকি -অভ্র নীল

অভ্র নীল ১

প্রতিবাদ অবিরাম

অভ্র নীল ১ › বিস্তারিত পোস্টঃ

জিরো থেকে হিরো (মোস্তাফিজনামা)

২২ শে জুন, ২০১৫ বিকাল ৩:২১


কিছুদিন আগে মোস্তাফিজুর রহমান যখন পাকিস্থানের বিরুদ্ধে টি২০ খেলেছিল I তার পরদিন যুমুনা টিভি তার একটি সাক্ষাত্কার প্রচার করেছিল I সেখানে গ্রামের এই সহজ সরল ছেলেটি এমন ভাবে কিছু কথা বলেছিল ,

" আমি বল করার সময় মনে মনে আল্লাহ রে ডাকলাম আর বললাম , আল্লাহ রে ! আমি যেন আফ্রিদির উইকেটটা পাই I আর ওমনি তার পরের বলে পাইয়া গেলাম I তখন খুব খুশি লাগছিল !! I

" আমরা শেরাটন হোটেলে যাবার পর অনেক মানুষ মাশরাফি ভাই, মুশফিক ভাইয়ের কাছে অটোগ্রাফ নিতে আসে I আমার কাছে কেউ আসেনা I আমি শুধু চেয়ে চেয়ে দেখি আর আল্লাহরে ডাকি , আল্লাহ রে ! আমার কাছে যদি কেউ একটু অটোগ্রাফ নিতে আসত I


:::: যে মোস্তাফিজ একটা অটোগ্রাফ দেবার জন্য আক্ষেপ করেছে এবং আল্লাহ রে ডাকছে I সেই মোস্তাফিজের একটা অটোগ্রাফ নেবার জন্য এখন সমগ্র বিশ্বের মানুষ লাইন ধরবে I কারণ , মোস্তাফিজ প্রথম অভিষেক ম্যাচে দুই ইনিংসে যে কয়টা উইকেট নেবার অধিকারী , সেটা সমগ্র বিশ্বের আর কারো নেই I আল্লাহ চাইলে জিরো কে হিরো বানাইতে সময় লাগেনা !!!

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪২

আরণ্যক রাখাল বলেছেন: ভবিষ্যতে আরও উজ্জল হবে ওর ক্যারিয়ার

২২ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

অভ্র নীল ১ বলেছেন: ইনশাআল্লাহ।

২| ২২ শে জুন, ২০১৫ বিকাল ৪:২১

কম্পমান বলেছেন: মোস্তাফিজ কে উদ্দেশ্য করে বলছি, আপনি অনকে ভাল খেলেছেন, তাই প্রশংসা পাচ্ছেন, কিন্তু অহংকার আনবেন না।। আপনার জন্য দোয়া করি, ভবিষ্যতে আরও উজ্জল হবে।

২২ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

অভ্র নীল ১ বলেছেন: সহমত।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.