নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটাই আমি,এখানেই আমি। যে ছেলেটা নির্লিপ্ত হাসি দিয়ে জীবন দেখে। শুকনো খড়ের মাঝে জীবন না খুজে,দ্বীধাহীন,স্বপ্নহীন,রাস্তায় হাঁটে ধুলো উড়িয়ে। সেটাই আমি,আমার মধ্যে আমি স্বতন্ত্র জীবন যাপন করে থাকি -অভ্র নীল

অভ্র নীল ১

প্রতিবাদ অবিরাম

অভ্র নীল ১ › বিস্তারিত পোস্টঃ

★★★★★★ আমাদের বাবা ★★★★★★

০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫

আমার এ লেখাটা আমাদের মত যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তাদের জন্য যে তা নয় বরং এ লেখাটা ঐ সকল ছেলে-মেয়েদের জন্য যারা বাবার টাকার উপর এখনো আজান দেন বা তাদের টাকায় ফুর্তি করেন.....


বাবার টাকার উপর চলতে খুব মজা তাইনা?কোন চিন্তা নেই,কোন ভাবনা নেই,শুধু আবদার করা আর সাথে সাথে সব হাজির হয়ে যায়।আর যা হাজির করতে পারেনা তার জন্য মুখ ফুলিয়ে না খেয়ে চলে মান অভিমানের পালা-পর্ব!!

আচ্ছা,চোখটা বন্ধ করে একটু ভাবুন তো, আপনারা যারা বাবা নামক মানুষটাকে টাকার মেশিন ভাবেন তারা বাবার কতটুকু আবদার পূরণ করেন??
মানুষটা মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন খাটাখাটনি করে আপনাকে খাওয়াচ্ছে...কই তিনি তো কখনো বলেননি যে আমি আর পারবোনা এসব!!
,
যে বাবা নিজের রিক্সা ভাড়া আপনাকে দিয়ে নিজে পায়ে হেটে পথ পাড়ি দেয় যেনো আপনার কোন কষ্ট না হয়,,কই?? কখনও কি তাকে একবারও বলেছিলেন যে বাবা আমি হেটে যেতে পারবো তুমি না হয় রিক্সায় যাও!
,
খুবতো বাইকের শখ করেন!!তাইনা???
যে বাবা ঘন্টার পর ঘন্টা পাবলিক বাসের জন্যে রাস্তায় দাঁড়িয়ে থাকে আর বাস পেলেও সিট না পেয়ে এ বয়সে রড ধরে ঝুলে অফিসে যায় তাকে কি কখনও বলেছিলেন যে বাবা তোমার এভাবে অফিসে যেতে কষ্ট হয়না?তুমি না হয় একটা ইস্কুটি কিনে নাও!
তিনিতো পারতেন এতো কষ্ট না করে এসব কিনে নিতে..কিন্তু কেন নেয়না জানেন???
কারণ টাকা বাঁচিয়ে  আপনাদের মত অপদার্থদের জন্যে কিছু একটা করার জন্য।
,
আজ আপনার এই ড্রেস লাগবে কাল ঐ ড্রেস লাগবে,জুতা লাগবে আরো কত কিছু!!!!
আচ্ছা যে মানুষটার কাছে এত কিছু আবদার করছেন তারতো এত বিলাসিতা নেই!!!
আপনাদের আবদার পূরণ করতে গিয়ে তার যে জুতা ক্ষয় হয়েছে,খেয়াল কি করেছেন কখনো?
,
আপনাদের শখ পূরণের জন্যে যে তিনি নিজের শখগুলো কবর দিয়েছেন তা কি কখনও ভেবে দেখেছেন?
,
বাবা বন্ধুদের সবার DSLR আছে...আমারও লাগবে...যেভাবে পারো কিনে দাও তা না হলে আমি মুখ দেখাতে পারবোনা!!! পড়াশুনা সব ছেড়ে দিবো!!ইত্যাদি ইত্যাদি!!!
আরে ভাই দাড়ান.... এইসব বসন্তের কোকিলদের জন্যে এই কথাটা বলার আগে কি ভেবেছেন আপনি যাকে এসব বলে হুমকি দিচ্ছেন সেই মানুষটি তো আপনাদের জন্যে এতো খাটাখাটনি করছে...!
আপনি সব ছেড়ে দিয়ে অমানুষদের সাথে মিশে নিজেও একটা অমানুষ হয়ে যাবেন তখন যাকে বন্ধুদের মুখ দেখাতে পারবেননা বলে হুমকি দিচ্ছেন সেই আপনার বাবা, সে সবার কাছে কিভাবে মুখ দেখাবেন...???

যাই হোক,,,, সব সময় আবেগ চলেনা.....
কিছু কিছু সময় আবেগকে বিবেকের কাঠগড়ায় দাড় করাতে হয়...
দেখুন চেষ্টা করে তাহলে জীবনের আসল অর্থ খুঁজে পাবেন...

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.