![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠাশ!!!
খুব জোরে চড়ের শব্দে আমরা সেদিকে তাকিয়ে পড়লাম।দেখলাম এক যুবক একজন বৃদ্ধ রিক্সা চালকের ছেড়া শার্টের কলার চেপে ধরে আছে। যুবকের আনুমানিক বয়স ২৮ হবে। তার সাথে আলট্রা মর্ডান এক মেয়ে আছে।
ধারনা করা যায় মেয়েটি তার গার্লফ্রেন্ড!
.
বৃদ্ধ লোকটি কলার ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করলো কিন্তু পারলো না,উল্টো সেই যুবক কিল ঘুসি মারা শুরু করলো।আমরা দৌড়ে কাছে যেতে যেতে বৃদ্ধর নাক ঠোট ফেটে ব্লিডিং শুরু হয়ে গিয়েছে।সাদা দাড়ি রক্তে লাল হয়ে গিয়েছে।
কাছে গিয়ে আমি বৃদ্ধ রিক্সাচালককে জাপটে ধরে যুবকের কাছ থেকে সরিয়ে আনলাম এবং বন্ধু যুবককে ঠিক এভাবেই সরিয়ে নিলো।
বন্ধু যুবককে জিজ্ঞেস করলো,
--"ভাই কি হয়েছে? উনাকে মারছেন কেন?"
যুবক বললো,
--"আরে ভাই! বইলেন না! আমি আমার গার্লফ্রেন্ড রে নিয়ে রাস্তার পাশে বাইকের উপর বসে ছিলাম আর ওই হালায় হুদাই আইসা রিক্সা বাইকের পিছে লাগাই দিলো! হালায় মনে হয় গাঞ্জা টাঞ্জা খাইয়া আইছে!"
আমি বৃদ্ধকে কিছু জিজ্ঞেস করতে যাবো তখনি বৃদ্ধ অজ্ঞান হয়ে পড়ে গেল।পাশেই ফার্মেসিতে পাঁজাকোলা করে ধরে নিয়ে গেলাম।
.
কম্পাউন্ডার নাকে মুখে ব্যান্ডেজ করে চোখে মুখে পানি দিতে লাগলো।বৃদ্ধর শোয়া অবস্থায় জ্ঞান ফিরলো। তাকে আরেক বন্ধু জিজ্ঞেস করলো,
--"কি চাচা! কি খাইছেন? আঠা না গাঞ্জা যে হুদা জায়গায় মাইরা দিলেন?"
বৃদ্ধ কিছু বলতে যাবে তখনি আবার ওই যুবক তেড়ে উঠে বললো,
--"তুমি যাই কও! আজ গাড়ি ঠিক না কইরা তোমারে যাইতে দিতাছি না! আমার নতুন গাড়ি!"
আমি যুবককে থামিয়ে দিয়ে বৃদ্ধকে বললাম,
--"চাচা! কি হয়ছিল? এভাবে ফাকা রাস্তায় মেরে দিলেন কেন?"
বৃদ্ধ উঠে বসতে গেল কিন্তু উঠতে তার মারাত্মক কষ্ট হচ্ছে দেখে তাকে ধরে বসিয়ে দিলাম।সে কাপা কাপা দুর্বল গলায় বললো,
--"বাজান! সেহেরীতে শুধু পানি খাইয়া রোজা আছিলাম তো! তাই এই শেষ বেলায় আইসা মাথাডা ঘুরান্টি দিলো! বিশ্বাস করেন বাজান! আমি কিন্তু খুব চেষ্টা করছিলাম কিন্তু আর শরীলের বলে কুলাইতে পারি নাই আর ওই বাপজানের নতুন গাড়িডাতে লাইগা গেলো!"
এটুকু বলে সে একটু থামলো!
জোরে জোরে নিশ্বাস নিলো!
তার কথা বলতে অত্যন্ত কষ্ট হচ্ছে!
দম টেনে টেনে আবার বলতে লাগলো,
--"আমি তো বাপজানের কাছে প্রত্তমেই মাফ চাইছিলাম! বলছিলাম ইচ্ছা কইরা করি নাই! ভুলে হইয়া গেসে! কিন্তু বাপজান আমার কথাই হুনলো না! শেষ বেলায় আইসা মাইরা রোজাডাই ভাইঙা দিলো!"
.
আমরা সবাই যুবকের দিকে তাকালাম।আমি দেখলাম সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার পাশে মেয়েটি নির্লিপ্ত হয়ে আমার দিকে তাকিয়ে আছে।
আমি যুবকের কাছে গিয়ে বললাম,
--"আপনার বাবা বেচে আছে?
--"হ্যা আছে!"
আমি রিক্সাআলাকে দেখিয়ে বললাম,
--"উনার থেকে বয়স বেশি না কম?"
--"কম"
--"উনার জায়গায় আপনার বাবা হলে কি করতেন? এভাবে মেরে নাক মুখ ফাটিয়ে দিতেন? "
যুবক মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে।
এই চুপচাপ মাথা নিচু করে থাকার মানে হল সে অনুতপ্ত! আমি আবার বললাম,
--"সাথে গার্লফ্রেন্ড আছে তাই একজনকে মেরে তার সামনে হিরো হলেন তাইতো?"
যুবকটি এবার আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে পড়লো। আমি আবার বললাম,
--"বুড়া মানুষটা নিজে ছোট হয়েও ভুল করার সাথে সাথে মাফ চাইলো আর আপনি হিরো হওয়ার জন্যে মেরে নাকমুখ ফাটিয়ে রোজাটা ভেঙে দিলেন!"
আমি দেখলাম যুবকের চোখ জ্বলে টলটল করছে। আমি আবার বললাম,
--"এভাবে একজন কে মেরে রক্তাক্ত করে হিরো হওয়া যায়না ভাই! আপনার বুকটাও কাঁপল না মুরুব্বির গায়ে হাত তোলার আগে? তাকাই দেখেন তো কি করছেন অবস্থা বৃদ্ধ মানুষটার!"
যুবকটি আমার কথা শেষ হওয়ার আগেই দৌড়ে বৃদ্ধ রিক্সাচালকের পা চেপে ধরে কাঁদতে কাঁদতে বললো,
--"বাবা! আমার ভুল হয়ে গিয়েছে! আমারে মাফ করে দেন! আপনি মাফ না করলে আমারে আল্লাহও মাফ করবে না বাবা!।মাফ করে দেন বাবা!"
.
আমি এটুকু পর্যন্তই ছিলাম সেখানে।
তারপর সেখান থেকে আমি আমার বন্ধুদের নিয়ে চলে আসি কারন আমি জানি বৃদ্ধ মানুষটি তারপর যুবকটির মাথায় হাত বুলিয়ে চোখ মুছিয়ে দিয়ে বলবে,
--"আরে বাজান! কি করেন! মাফ কইরা দিসি তো! এহন উঠেন!"
বৃদ্ধ এত সহজে তার গুরুতর অপরাধ মাফ করে দিবে কারন বৃদ্ধ হল সমাজের নিম্নশ্রেণীর মানুষ এবং সমাজের নিম্নশ্রেণীর মানুষদের বড় লোকদের যেকোন গুরুতর অপরাধ হুট করে মাফ করে দেওয়ার অসাধারণ ক্ষমতা থাকে যা বড় লোকদের কাছ থেকে আশা করা আকাশ কুসুম কল্পনা........
২| ০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
অভ্র নীল ১ বলেছেন:
৩| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:৫২
অনুপমা নিশো বলেছেন: এটুকু জেনে খুব ভাল লাগলো যে ছেলেটাও তার ভুল বুঝতে পেরেছে এবং অনুতপ্ত হয়েছে। এটা আজকাল কতজনই বা করে?
০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৪৮
অভ্র নীল ১ বলেছেন: কথাটা মন্দ বলেননি। অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়ারও যোগ্যতা প্রয়োজন হয়।
৪| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:০৪
শরীফুর রায়হান বলেছেন: এমন ঘটনা প্রয়ই দেখা যায়, নিম্ম শ্রেণীর মানুষগুলো নির্যাতিত হয়েও ক্ষমা ছাড়া আর কিছুই করতে পারে না, ক্ষমতা নেই বলে
০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৫১
অভ্র নীল ১ বলেছেন: আজকাল সব কিছুই তো ক্ষমতার জোরে হয়।
৫| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:০৫
অভ্র নীল ১ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:২৮
নতুন বলেছেন: সত্য ঘটনা হলে আপনাকে ধন্যবাদ ঐ ছেলেকে শিক্ষা দেবার জন্য... হয়তো এই ঘটনা তাকে পাল্টে দেবে...
এবং রিক্সাচালকের সাহাজ্যে এগিয়ে যাবার জন্য।