![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশিদিনের প্রেমে যা যা হয়,
।
।
প্রেমিক - কি কর?
প্রেমিকা - শুয়ে আছি। তুমি?
- আমি বইসা আছি। খাইছো?
- খাইছি। তুমি খাইছো?
- খাইছি। এখন কি করতেছো?
- এখনো শুয়ে আছি। শুয়ে শুয়ে তোমার সাথে কথা বলতেছি। তুমি কি কর?
- মশারির ভিতরে অনেক মশা।
আমি বইসা বইসা মশা মারতেছি।
এক গ্লাস পানি খাব এখন। তুমি পানি খাইছো?
- খাইছি। বেশি করে পানি খাইও কিন্তু।
- আচ্ছা খাবো।
- এসব কথা বাদ দাও না।
- কি বলবো তাহলে?
- একটু ভালোবাসার কথা বলতে পারো না?
- আচ্ছা বলবো
- ভালোবাসার কথা শুরু কর তাহলে।
- আচ্ছা শুরু করলাম।
(দুই মিনিট চিন্তা করার পর)
- বাবু।
- বলো বাবু।
- কি করো?
- বাল করি। এই "কি করো" কথাটা আর একবার জিজ্ঞাসা করলে সুই দিয়ে তোর মুখ সেলাই করে দিবো।
।
অবশেষে,
এই মূহুর্তে আপনার কাঙ্খিত নাম্বারটিতে সংযোগ দেয়া সম্ভব হচ্ছেনা,একটু পরে আবার ডায়াল করুন... টুট..টুট...টুট...
০৮ ই জুন, ২০১৭ রাত ১:০৭
অভ্র নীল ১ বলেছেন: হুম
২| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:৩১
ঘুড্ডির পাইলট বলেছেন: শুধু কি করো এইটা জিগাস করা বাদেও , হুম হুম হুম এই মেসেজ গুলাও ফেসবুকে খুব বিরক্তিকর
০৮ ই জুন, ২০১৭ রাত ১:১০
অভ্র নীল ১ বলেছেন: ঠিক
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৭ রাত ৮:৫৮
আরণ্যক রাখাল বলেছেন: ওহহহহহ