![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পটার কি নাম দেয়া যায় তা নিয়ে অনেক সময় পার করে ফেললাম।অবশেষে খুজেও পেলাম নামটি।যাই হোক,এটা গল্প নয় বাস্তব ঘটনা থেকে নেয়া।
এবার আসল ঘটনায় যাওয়া যাক--------
কোন এক কাজে কিছুদিন আগে গিয়েছিলাম ঢাকা হোম ইকোনমিক্স কলেজে।কাজটি শেষ করতে অনেক সময় লাগবে তাই ভাবলাম পাশেই যে সরকারী কোয়াটার রয়েছে যেখানে কতিপয় BCS এর সাথে রয়েছে আরও কিছু আগাছার মত BCS সেখানে একটু ঘুরে আসি।তো গেলাম সেখানে।
পরিবেশ টা ভালোই লাগছিলো। অনেক বড় একটা পুকুর রয়েছে।পাশে মাঠ।বাচ্চারা খেলছে।সব কিছুই ঠিক ছিল। হঠাত করে খারাপ হতে শুরু করলো,তাও আবার একজন নামধারী আগাছা এর মত তৈরী হওয়া BCS এর জন্যে।
গল্পে এই খলনায়কের নাম দিলাম আগাছা।
আগাছা এসেছেন গোসল করতে, তো নেমেছেন পুকুরে।হঠাত টের পেলেন অপর পাশে কেউ একজন পুকুরের পানিতে কি যেন করছেন।তো দেখার জন্যে তিনি সাতার কেটে গেলেন। গিয়ে দেখলেন কেউ একজন একটি শার্ট সাবান দিয়ে পরিস্কার করছে।
আগাছা- কে আপনি??? ধমকের স্বরে
লোকটি তার কথার ভাব দেখে চুপ করে রইলেন.।.।.।.।.।.।.।.।.।.।.।.।
তো পাশ দিয়ে যাচ্ছেন একজন সিকিউরিটি।
তিনি বললেন স্যার উনি অমুক স্যারের ড্রাইভার।
ড্রাইভার কথাটা শুনে আগাছার চোখ কপালে!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আগাছা- কিহ!!!!!!!!!! ড্রাইভার !!!!!!!!!!! একজন সামান্য ড্রাইভার আমাদের পুকুরে আসার সাহস কিভাবে পায়!!!!!!!!
আজই প্রশাসন কে জানাবো! তারা গোসল করে নোংড়া করবে আমাদের পুকুর আর এটা আমাদের দেখতে হবে! উহু এটা আমি হতে দিবোনা,আজই জানাবো।।
এই এক্ষনি উঠে যাও,এই বলে লোকটির শার্ট নিয়ে ছুড়ে ফেলে দিলো!!!!
ড্রাইভার লোকটি মুখে কষ্টের হাসি নিয়ে মাথা নিচু করে চলে গেলো.................একটা কথাও বললোনা ..।সাথে থাকা তার সন্তানটাও বাবার মুখের দিকে বার বার তাকাচ্ছিল..।হয়তো সেও বুঝে গিয়েছে এরা মানুষ হয়েও মনুষ্যত্বের দিক থেকে কোন শিক্ষা নেয়নি।
আগাছার ছবি তুকেছিলাম,ভেবেছিলাম লেখাটার সাথে দিয়ে দিবো কিন্তু পরে ভাবলাম থাক,কি লাভ হবে দিয়ে!!!!!!!!
ওনার পরিচয় জানতে পারলাম,উনি নাকি এক্জন শিক্ষক!!!!!!
এটা জেনেই অবাক হলাম!!! একজন শিক্ষক যদি এমন স্বভাবের হয় তাহলে তো জাতি ছাত্রও পাবে তার মতই!!!!!!!
আসলে খুব কষ্ট পেলাম, সে ড্রাইভার আর উনি BCS । দুজনই তো মানুষ তাইনা?? এমনটা তো আর না একজন মানুষ আর একজন এলিয়েন!!!!!!!!!
মানুষ হয়ে মানুষকে যারা ঘৃণা করে তাদেরকে কিভাবে আমি মানুষ বলবো????
মানুষ মানেই তো মনুষ্যত্ব, আর সেটাই যদি না থাকে তাহলে সে কিসের মানুষ??
তাও আবার সে নাকি BCS শিক্ষক!!!
হাস্যকর!!!
আসলে কি বলুনতো,
সব মানুষ যেমন BCS নয় তেমনি সব BCS ও যে মানুষ এর কাতারে পড়বে তাও ভাবা উচিৎ নয়.........।
মনুষ্যত্বের অভাব সর্বত্র ।
©somewhere in net ltd.