নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটাই আমি,এখানেই আমি। যে ছেলেটা নির্লিপ্ত হাসি দিয়ে জীবন দেখে। শুকনো খড়ের মাঝে জীবন না খুজে,দ্বীধাহীন,স্বপ্নহীন,রাস্তায় হাঁটে ধুলো উড়িয়ে। সেটাই আমি,আমার মধ্যে আমি স্বতন্ত্র জীবন যাপন করে থাকি -অভ্র নীল

অভ্র নীল ১

প্রতিবাদ অবিরাম

অভ্র নীল ১ › বিস্তারিত পোস্টঃ

****আবেগ আর অনুভুতি এবং এবিউজিভ আচরণ****

১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২০

অস্থির গার্ল্ফ্রেন্ড আপনার। ঘণ্টায় ঘণ্টায় তাকে ফোন করতে হয়। মেসেজ দিতে হয়। দিনে তিনবার 'খাইসো?' না বললে রাগ করে। আপনি প্রয়োজনে বা অপ্রয়োজনে হোক, ব্যস্ত থাকলে তার মুড অফ হয়ে যায়। আপনি তাকে না বলে কোথাও গেলে, কিছু করলে কান্নাকাটি, ঝগড়া। খুবই হ্যাপা। কিন্তু সে তো আপনাকে ভালবাসে বলেই এমন করছে, তাই না? সে অনেক বেশি কেয়ারিং, আপনাকেই সারাদিন ভাবছে, মিস করছে- তাই। আপনার সন্দেহপ্রবণ বয়ফ্রেন্ডের কারণে কোনো ছেলে বন্ধু নেই আপনার- বাস্তবে, ফেইসবুকে। তাও ভয়ে ভয়ে থাকেন, কখন কোন পরিচিত বড় ভাই, ছোট ভাই, আত্মীয়ের সাথে কথা বলা, হাসার অপরাধে বিরাট কাহিনী হয়ে যায় আবার। কিন্তু আপনি জানেন বয়ফ্রেন্ড আপনাকে ভালবাসে- ওর ছাড়া আপনি আর কারো হতে পারেন না এক ফোঁটাও- সেজন্যই সে এমন। আর কিছু না। আপনার জামাই আপনাকে মাইর দেয়, কিন্তু পরে আবার পা চেপে ধরে মাফও তো চায় অনুশোচনাতে! আপনার বৌ মন কষাকষি হলেই হাত-পা কেটে ফেলে ঝামেলা সৃষ্টি করে, বেশি ভালবাসে বলেই তো! তাই না?

না। ভালবাসার মাপ কীসে হয় সেটা না-ই ভাবলাম, কিন্তু ভালবাসা আকাশ সমানও যদি থাকে এমন দমবন্ধ করা, এবিউজিভ আচরণ কখনোই ওকে না, ওকে হতে পারে না।

আবেগ আর অনুভূতি স্বতঃস্ফূর্ত ব্যপার। কেউ জানে না কখন কী উল্টেপাল্টে যাবে। একদিন সকালে উঠে আপনার মনে হল ভুল মানুষের সাথে রয়েছেন আপনি। একজনের সাথে সম্পর্কে আছেন কিন্তু জীবনে আসা আরেকজনের সাথে পদে পদে সবকিছু মিলে যাওয়াতে চমকে উঠছেন। লম্বা সময়ের বিবাহিত জীবনকে নিঃসার মিথ্যে মনে হচ্ছে কারণ নতুন যার আবির্ভাব হয়েছে আপনার দুনিয়াতে সে তার জাদুতে এক লহমায় ফিকে করে দিয়েছে সবকিছু। যাকে ভালবাসতেন তার সাথে বিয়ে হয় নি, কিন্তু ভালবেসে যাচ্ছেন এখনো। আপনার জীবনে একই সাথে দুজন আছে কারণ কাকে ছাড়বেন? দুজনকেই ভালবাসেন আপনি।

কাজেই প্রতারণা। গোপনে যোগাযোগ, লুকিয়ে আরেকজনের বুকে মাথা রাখা। সব ভুলে নিজেদের মধ্যে হারিয়ে যাওয়া। কারণ 'ভালবাসা অন্ধ'। যেখানে ভালবাসা নেই সেখানে নিজেকে অপচয় করে কী হবে? হয় না, চাইলেই আটকানো যায় না নিজেকে, ধরে রাখা যায় না। তাই তো?

শুনতে খুব রোম্যান্টিক, ট্র‍্যাজিক লাগতে পারে এসব। কিন্তু সত্যি কথা হল আবেগ আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকতে পারে, সেটা নিয়ে আপনি কী সিদ্ধান্ত নেবেন, কী করবেন সেটা সবসময় আপনার হাতেই ছিল। অ্যান্ড ইউ ডিসাইডেড টু চীট। আপনি সামলাতে পেরেছেন কি পারেন নি, যন্ত্রণাতে ছটফট করেছেন কি করেন নি সেটা অন্য কথা। আপনি অন্যায় করেছেন। এটাকে ভালবাসার দোহাই দিয়ে ঢাকা যায় না।

কারো প্রেমে পড়তে সময় লাগে না। কিন্তু একটা সম্পর্ক গড়তে সময় লাগে। বিশ্বাস, বিবেচনাবোধ, এবং যথেষ্ট পরিশ্রম দিয়ে একটা সম্পর্ক আস্তে আস্তে দাঁড়ায়। আপনাকে বিপরীত পাশে রেখে যে এই প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছে তার সাথে আপনি সুখী নাও থাকতে পারেন কিন্তু মিনিমাম সততাটা সে ডিজার্ভ করে, আরেকজনের জন্য এক ফুঁ-তে তাকে উড়িয়ে দেওয়ার আগে আপনার কাছ থেকে সেটা জানার মিনিমাম সম্মানটা ডিজার্ভ করে। আপনার সেই সৎসাহসের অভাবকে ভালবাসার বন্যা দিয়ে ধুয়ে ফেলা যাবে না।

ভালবাসতে পারা একটা গুণ। ভালবাসা নিতে পারাও একটা গুণ। কিন্তু সেই ভালবাসার খাতিরে ঠিক আর ভুল, ন্যায় আর অন্যায়ের মাঝে যে স্পষ্ট দাগটা সেটাকে জেনেশুনে ঝাপসা করার চেষ্টা করবেন না। প্লিজ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: এযুগের পোলাপানদের আমি বুঝি না।
তারা যেন কেমন!!! চোখে তাদের নতুন রঙ্গিন চশমা।

১৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

অভ্র নীল ১ বলেছেন: বেশি রঙ্গিন হলে যা হয় আর কি............... সবই কালের বিবর্তন ...........।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.