নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটাই আমি,এখানেই আমি। যে ছেলেটা নির্লিপ্ত হাসি দিয়ে জীবন দেখে। শুকনো খড়ের মাঝে জীবন না খুজে,দ্বীধাহীন,স্বপ্নহীন,রাস্তায় হাঁটে ধুলো উড়িয়ে। সেটাই আমি,আমার মধ্যে আমি স্বতন্ত্র জীবন যাপন করে থাকি -অভ্র নীল

অভ্র নীল ১

প্রতিবাদ অবিরাম

অভ্র নীল ১ › বিস্তারিত পোস্টঃ

★★★আহত ভালোবাসা★★★

২০ শে জুন, ২০২২ সকাল ১১:৫২

★আমি যা চেয়েছি তুমি তা পূরণ করতে পারোনি,তুমি তোমার মত করেছো যা আমাকে পরিপূর্ণ করেনি।

★তুমি অন্য কারো জন্যে হয়তোবা পারফেক্ট তবে আমার জন্যে নয়।

★আমার ভালোলাগার মত কিছু করেছো কখনো?

★নিজেকে একটু সময় দেয়া দরকার।

★ প্রাপ্তিতে সুখ,তোমাতে নয়।

★আশেপাশে মানুষগুলো কিভাবে রিলেশন করে দেখোনা?ওরা তো হেন করে তেন করে তুমি কেন পারোনা?

★আমার জন্যে কিছু করার ইচ্ছাই তোমার কখনো হয়ে ওঠেনি।

★তোমার সাথে আমি ভালো থাকবোনা।আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো।

★তোমার রিলেশনের জন্যে আমি কাদতেছি??

★তোমার কষ্ট লাগার প্রতি আমার ফিলটা কমে গেছে,তোমার জন্যে এইটা ওইটা করতে ভালো লাগতো কিন্তু এখন আর লাগেনা।

★আমার নিজেকে প্রচুর সময় দিতে হবে,তোমার সাথে থেকে আমি অসুস্থ হয়ে গেছি।

শিরোনামেই এসব দেখে ঘাবড়ে গেলেন?আরো অনেক কিছু ছিলো লেখার কিন্তু এই কয়টাই লেখলাম।কেন জানেন?
কারণ কাওকে ভালোবাসলে তাকে মন থেকে ভালোবাসুন।আপনার মনগড়া অভিযোগ অনুযোগে কারো ভালোবাসাকে হত্যা করার রাইট আপনাকে দেয়া হয়নি,কাওকে ছোট করার রাইট আপনাকে দেয়া হয়নি।খবরের পিছনেও কিন্তু কিছু খবর লুকিয়ে থাকে যা সবাই দেখতে পায়না।

কাওকে ভালোবাসতে হলে তার সবটা নিয়েই ভালোবাসতে হয়।আজকালকার মানুষেরা ভালোবাসার মানেই তো বুঝেনা।আপনাদের ব্যক্তিগত ইগো,মনগড়া চিন্তাধারার চাকায় ভালোবাসাগুলো আজ পিষ্ট।
ভালোবাসলে ভালোবাসার মত বাসুন।অহেতুক কাওকে নিয়ে ব্লেম না করে তার পাশে থেকে হাতটা আলতো করে ধরে একবার বলুন আমি তোমাকে ভালোবাসি আর আমি এটাও জানি তুমি কখনো আমাকে কষ্ট দিবেনা।
তারপর দেখুন মানুষটা একদিনে না হলেও একটু একটু করে আপনার মনের মত হয়ে উঠছে।

হাল ছেড়ে দিয়ে আপনার বুক থেকে ছুড়ে ফেলে দিয়ে দুইটা লাত্থি দিয়ে বলবেন কি দিয়েছিস আর কি করেছিস আমার জন্যে? তাহলে দেখবেন সে আপনাকে কিছুই বলতে পারবেনা। কারণ ভালোবাসার জন্যে ভালোবেসে মানুষ যেটাই করে সেটা মনে রাখেনা বা নিজের বলতে সংকোচবোধ হয়।আর যে মনে রাখে আর
কথায় কথায় সেগুলো শুনাবে বুঝতে হবে তার ভালোবাসায় কোথাও না কোথায় সমস্যা আছে।

আপনার চারপাশে কে কিভাবে কাকে ভালোবাসলো, কে কাকে কিভাবে কি দিলো এগুলো দেখে নিজের সাথে কখনো কম্পেয়ার করতে যাবেন না।তাহলে কি হবে জানেন?তাহলে নিজের মানুষটার প্রতি বিদ্বেষ জন্মাবে।কারণ আপনি অন্যজনের ভালোবাসা দেখে বেড়াচ্ছেন তখন নিজের ভালোবাসাকে ওগুলোর কাছে তুচ্ছ মনে হবে।এটা এ যুগে সব থেকে বেশি হয়,এবং এটা ভালোবাসা নষ্ট হওয়ার জন্যে সব থেকে বেশি দায়ী।নিজের ভালোবাসার মানুষের প্রতি আস্থা রেখে সে ভালোবাসায় সন্তুষ্ট থাকুন দেখবেন কত্ত সুখ।

নিজের ভালোবাসাকে ভালোবাসুন অন্যেরটাকে নয়।

পৃথিবীর সব ভালোবাসা গুলা বেচে থাকুক ভালোবাসার ছায়ায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২২ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: লোকে বলে ভালোবাসা ভালো নয়।

২০ শে জুন, ২০২২ বিকাল ৪:০৯

অভ্র নীল ১ বলেছেন: হাহাহাহাহা তাই নাকি??? লোকে তো কত কিছুই বলে.।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.