নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটাই আমি,এখানেই আমি। যে ছেলেটা নির্লিপ্ত হাসি দিয়ে জীবন দেখে। শুকনো খড়ের মাঝে জীবন না খুজে,দ্বীধাহীন,স্বপ্নহীন,রাস্তায় হাঁটে ধুলো উড়িয়ে। সেটাই আমি,আমার মধ্যে আমি স্বতন্ত্র জীবন যাপন করে থাকি -অভ্র নীল

অভ্র নীল ১

প্রতিবাদ অবিরাম

অভ্র নীল ১ › বিস্তারিত পোস্টঃ

******শান্তির খোজে*****

২৫ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৫৫

মন চায় পক্ষী হইয়া আসমানে ডানা ঝাপটাই
রং-বেরং এর মেঘের কোলে নিজেরে সইপা দেই আর শান্তি খুঁজি...,

জমিনে তো অন্যায়- অবিচার, জুলুম আর খুন হওয়া মানুষের রক্তে ভাইসা যাইতাছে।
পা ফেলোনের জায়গা কই!

এক টুকরা শান্তির আশায় শত সহস্র মাঠ,বন-বাদাড় চইষা বেড়াইয়াও শান্তির কোন দেখা পাইনাই ,
মাইনষে টিটকারি কইরা সামনে আইসা কয়-

কি খুজো তুমি হ্যাঁ???
শান্তি????
শান্তির মায়ে তো বহুকাল আগেই মইরা গেছে!
আর তুমি কিনা এই জমিনে শান্তি খুইজা বেড়াও!
তোমার কি কোনই কাজ কাম নাই মিয়া!!!!

বুঝবার পারলাম, এই জমিনে শান্তি খুঁইজা বেড়ানো এক প্রকারের খুচরা পাপ!!!!!!

আচ্ছা ,
যারা এই খুচরা পাপের পাহাড় গড়াইছে মনের গহীনে,
তারা কি এই পাপের জন্যে আমরণ জমিনের জাহান্নামে পুইড়া মরবো????
নাকি জমিন ছাইড়া আমার মতন আসমানে ডানা ঝাপটায়া নতুন কইরা,
শান্তির খোঁজ করবো?????

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: শান্তি খুঁইজা নিতে হয় নিজেকেই। অশান্তিরে দূর কইরা দেন

গতকাল রাত ৯।৫৫ এর পোষ্ট
মন্তব্য নাই :(

২৬ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:২২

অভ্র নীল ১ বলেছেন: হু নিজে নিজেই খুজে তো হয়রান.।.।.।.।.।অশান্তি দূর করার জায়গা খুঁজে পাচ্ছিনা।

২| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: এটা কি কবিতা? না মনের বিক্ষিপ্ত আবেগ?

২৬ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:২৩

অভ্র নীল ১ বলেছেন: এটা স্বগতোক্তির বহিপ্রকাশ বলতে পারেন...।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.