নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখ নাই রে পাগল

এ্যরন

. পরদেশের সংগ্রামী জীবন .. সংগ্রাম প্রতিনিয়ত চলছে চলবে

এ্যরন › বিস্তারিত পোস্টঃ

এ্যাকসিডেন্ট .. সি এম এইচ .. সেনাবাহিনী ও আমজনতা

১৬ ই জুন, ২০১১ রাত ১০:২৬

আজ দুপুর ২ টায় এ্যাকসিডেন্ট হলাম সি এম এইচ এর সামনে । মটর সাইকেলে বাম হাত ভেঙ্গে গেলাম সি এম এইচ হাসপাতালে। ওরা প্রথমে তো দেখতেই চাচ্ছিল না । পরে এক পরচিত ভাই তিনি নন গেজেটেড, আর্মি হাসপাতালে চাকরী করেন। সে আমাকে ভাই বলে পরিচয় দেওয়ার পর সি এম এইচ হাসপাতালের তাদের এক সৈনিক কষ্ট করে আমার দিকে তাকালেন নাম বয়স জিজ্ঞাসা না করে সাদা স্লিপ দিয়ে কর্তব্যরত চিকিৎসকের ঘরে পাঠালেন । তিনিও একই ব্যবহার করে একটি ব্যাথার ইনজেকশন ও গ্যাসের ইনজেকশন দিলেন এবং বাইরে থেকে এক্সরে করার পরামর্শ দিলেন যদিও এক্সরে রুমটি ছিল ৫ ফুট সামনে । সি এম এইচ হাসপাতালের নিয়ম হলো সেনাবাহিনীর সদস্য ছাড়া কাওকে কোন সেবা এমনকি জরুরী সেবাও দিবেনা । সেনাবাহিনীর সম্মানিত সদস্যদের কাছে বিনিত প্রশ্ন .... আমি তো আপনাদের সেবা নিতে ইচ্ছা করে যাইনি হাসপাতালের সামনে দুর্ঘটনা বলে এ আমজনতা সম্মানিত সেনা সদস্যদের হাসপাতালে গিয়েছিলাম । যাদের টাকায় আপনাদের এ সুন্দর হাসপাতাল তাদের ইমাজেন্সি সেবা কি করা সম্ভব ছিলনা । সেনাবাহিনীর সম্মানিত সদস্য আমাদের সমরে ও শান্তিতে নাকি সদা প্রস্তুত তো এই আপনাদের প্রস্তুতি ....... ঘৃনা করি আপনাদের নিয়ম কে ও আপনাদের এ মানষিকতাকে এবং ....................

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১১ রাত ১০:৩২

েক আিম বলেছেন: সারা দুনিয়াতেই এই নিয়ম। কি করবেন, দোষ খালি আমাদের সেনাবাহীনির না।

১৬ ই জুন, ২০১১ রাত ১০:৫১

এ্যরন বলেছেন: ভাই অন্য কেও বলে কথা টি বললেন ... একজন দুর্ঘটনা কবলিত মানুষ এত বড় একটি হাসপাতাল ইমাজেন্সি সেবা কি পেতে পারেনা .. আজ মানুষটি আপনিও হতে পারতেন বা আপনার বাবা বা হতে পারত ...

২| ১৬ ই জুন, ২০১১ রাত ১০:৩৯

রাতুল রেজা বলেছেন: ইমারজেন্সি সেবা পাওয়া সবার অধিকার, একটা মানুষ সেনা হাস্পাতালের সামনে মারা গেলেও কি তারা তাদের হাস্পাতালে নিয়ে সেবা দেবেনা? সিভিল হাস্পাতাল হলে তাও কথা ছিল, এজে সেনাবাহীনির হাস্পাতাল ! দেশ অ দেশের মানুষের জন্যে জীবন দিতে প্রস্তুত আর তারা এই ব্যবহার ! আসলেই মেনে নেয়া কঠিন। তারাতারি সেরে ঊঠবেন আশা করি

১৬ ই জুন, ২০১১ রাত ১১:১৫

এ্যরন বলেছেন:
জি ভাই কি কষ্ট করে যে ল্যাব এইডে এসে এক্সরে করিয়ে নিশ্চিত হলাম । ভাই অন্য কিছু না হাসপাতালে ঢুকে নিজেকে মানুষ বলে মনে হয়নি ....

৩| ১৬ ই জুন, ২০১১ রাত ১০:৪০

একাকী বালক বলেছেন: হাস্যকর ব্যাপার। বাচ্চাদের মত কথা বার্তা।

১৬ ই জুন, ২০১১ রাত ১১:০৭

এ্যরন বলেছেন:

.জি জনাব ...... সেবা পাবার অধিকার কি ছেলের হাতের মোয়া নাকি

৪| ১৬ ই জুন, ২০১১ রাত ১০:৫০

ফারহান আহমেদ বলেছেন: হাস্যকর ব্যাপার। বাচ্চাদের মত কথা বার্তা। কিন্তু অরা তাই করে

তার উপর সেবা র মান কত ধরনে আছে জানেন জেনারেল,অফিসার , সারজেন্ত দের পদবি দ্যাখ তার পড় সেবা দিবে ও রকম

১৬ ই জুন, ২০১১ রাত ১১:২৮

এ্যরন বলেছেন:
আম জনতার পয়সা তাদের পছন্দ কিন্তু কষ্ট টা বড়ই অপছন্দ জনক ব্যাপার

৫| ১৬ ই জুন, ২০১১ রাত ১১:০২

স্পেলবাইন্ডার বলেছেন:

সি এম এইচ হাসপাতালের নিয়ম হলো সেনাবাহিনীর সদস্য ছাড়া কাওকে কোন সেবা এমনকি জরুরী সেবাও দিবেনা।


এই ব্যাপারে আপনি কি নিশ্চিত?

১৬ ই জুন, ২০১১ রাত ১১:৫২

এ্যরন বলেছেন:

আপনি মনে হয় তাড়াহুরো করে ব্লগ টি পড়েছেন। আমি কিন্তু সেবার আশে পাশে যেতে পারিনি । এক পরিচিত জন আমাকে ভাই বলাতে আর তিনি সেখানে কাজ করেন বলে অনিচ্ছাকৃত বা আমি সৌভাগ্য বশত:মিব্যাথার ইনজেকশন ও গ্যাসের ইনজেকশনটি পেয়েছি। আমি তাকে না দেখতে পেলে কিন্তু এটাও পেতাম না।

৬| ১৬ ই জুন, ২০১১ রাত ১১:৩২

েক আিম বলেছেন: @স্পেলবাইন্ডার: লেখক নিজে এর সাক্ষী, আর তো কিছু বলার নাই।

@লেখক: আমি নিজেই জানি, এবং আপনার অবস্থাও বুজেছি। খালি বলছি এইটা দুনিয়ার সব সেনাবাহীনির ই প্যাকটিস।

১৭ ই জুন, ২০১১ রাত ১২:১৮

এ্যরন বলেছেন:
এটাকি সভ্য কোন প্রতিাষ্ঠানের নিয়ম হতে পারে বলুন ।

৭| ১৬ ই জুন, ২০১১ রাত ১১:৩৩

রিফাত হোসেন বলেছেন: সি এম এইচ হাসপাতালের নিয়ম হলো সেনাবাহিনীর সদস্য ছাড়া কাওকে কোন সেবা এমনকি জরুরী সেবাও দিবেনা।

এই ব্যাপারে আপনি কি নিশ্চিত?


---

সাধারণত আম জনতার জন্য এই হাসপাতাল নয় । কথাটি ১০০ ভাগ ।

তাদের জন্য বিশেষ হাসপাতাল এটি ।

কিন্তু জরুরী বিভাগও সামরিকদের জন্য বরাদ্দ ।

আম জনতার জন্য আলাদা হাসপাতাল আলাদা জরুরী বিভাগ আছে । এখন কোইনসিডেন্সলী তাদের সন্নিকটে দূর্ঘটনায় কবলিত হলেও তারা বাধ্য নয় সেবার জন্য । যতই তারা আমজনতার জন্য হোক না কেন ।

রুলস আর রুলস বলে কথা আছে ।

কিন্তু বিশেষ অনুমতি সাপেক্ষে সেবা দেওয়া যেতে পারে ।

যেটা আপনার ক্ষেত্রে ঘটেছে ।

আপনি যতটুকু পেয়েছেন ।

আর যদি মরনাপন্ন রোগী হয়ে থাকে তাহলে সি এম এইচ এর জরুরী বিভাগে আম জনতাকেও নেওয়া হয়ে থাকে । :)

১৭ ই জুন, ২০১১ রাত ১২:৩৪

এ্যরন বলেছেন: বিশেষ অনুমতির জন্য কেন অপেক্ষা করতে হবে বলুন। মানুষ ডাক্তার দের ইশ্বরের পরে বিশেষ দৃষ্টি তে দেখে কারন তাদের উপর নির্ভর করতে হয়। এখন ব্যাপার হলো অসুস্থ মানুষ মানষিক ভাবে দুর্বল থাকে এসময় তারা অবহেলা পেলে তা সহজ ভাবে নিতে পারেনা । তাই এত কথা মনের মধ্যে আসে ।।

৮| ১৭ ই জুন, ২০১১ রাত ১২:১৫

শান্ত কুটির বলেছেন: আপনি যতটুকু পেয়েছেন এতেই মনে হয় আপনার সন্তষ্ট হওয়া উচিত। কারন আমি যতদুর জানি কোন সেনাসদস্যর নিজের ভাই ও সিএমএইচ এ চিকিৎসা পাওয়ার যোগ্য নয়। সে হোক সৈনিক বা অফিসার। সেখানে একজন আপনাকে পরিচয় করিয়ে দেয়াতে আপনি যতটুকু সেবা পেয়েছেন এর বেশী মনে হয় তাদের দেয়ার সামর্থ ছিলনা। আর তাছাড়া এটি একান্তই সামরিক বাহিনীর জন্য একটি বিশেষায়িত হাসপাতাল। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী ই এরা আপনাকে সাধারন সেবা দিতে পারেনা্। যেটা দিতে পারে সরকারী অন্য হাসপাতাল। আপনি জেনে আরও অবাক হবেন যে সেনা সদস্য দের পিতা মাতাও এখান থেকে ফ্রি চিকিৎসা পায়না তবে বিশেষ ফি পরিশোধ করে তবেই চিকিৎসা নিতে হয় আর এই বিশেষ ফি টাও একেবারে কম না। তাহলে বুঝুন আপনার আমার অবস্হান কোথায়। আমার উপর রাগ করবেন না আমি এটুকু জানতাম তাই বললাম।

১৭ ই জুন, ২০১১ সকাল ১১:২০

এ্যরন বলেছেন: আমার দুঃখ তো ওখানেই । দেশের নাগরিক হিসেবে আম জনতা হিসেবে আমি কি জরুরী সেবা কি আশা করতে পারিনা ধরেন ঐ ভাই কে যদি না পেতাম তাহলে সিএমএইচ থেকে ল্যাব এইড পর্যন্ত ব্যাথা নিয়ে আসতে হতো । আর নিজের এ অবস্থাতে একজন মানুষ কি পরিমান অসহায় হয়ে পড়ে তা বোঝেন নিশ্চয় আর এ অবস্থাতে এমন ব্যাবহার আপনরি উপর কি দুঃখ দিতে পারে চিন্তা করে দেখুনতো

৯| ১৭ ই জুন, ২০১১ রাত ১:১২

তামজিদবিএন বলেছেন: আমার কাছে একটা যুক্তি আছে....ধরুন একজন মরণাপন্ন রোগী সি এম এইচ এ চিকিৎসা নিতে এসে চিকিৎসকদের চেষ্টার পরও মারা গেলো.।আমাদের মিডিয়ার যে অবস্থা.। দুষ্ট লোকেরা কিন্ত এইটাকে একটা ইস্যু বানিয়ে পুরা দেশের বারটা বাজাবে..।

১৭ ই জুন, ২০১১ সকাল ১১:৩১

এ্যরন বলেছেন:
আমাদের রক্ত পানি করা টাকায় গড়ে ওঠা হাসপাতালে আমরা ছাগলের তিন নম্বর বাচ্চা .................

১০| ১৭ ই জুন, ২০১১ রাত ২:০৪

লৌহ মানব বলেছেন: আপনাকে চিকিৎসা না দেয়ার জন্য দায়ী আমরা নিজেরাই।চিকিৎসকের গাফলতি থাকুক আর নাই থাকুক দূঘটনায় খারাপ কিছু ঘটলেই এই আমজনতাই ভাংচুর করে,সামবাদিকরা,মিডিয়া ওয়ালারা লুফে নেয়।আর এই জন্যই একটিও বেসরকারি হাসপাতাল পাবেনা যেখানে সড়ক দূঘটনা বা গুলি বা চাকুর গুতো খাওয়া সংকটপন্ন রোগির ভতি নেয়।আর আমাদের নিজেদেরও সেনাবাহিনী নিয়ে এলাজি আছে।সামু ব্লগই এর অনেক উদাহরন পাবেন। এই যখন অবস্থা তখন কেন তারা গালি খাওয়ার ঝুকি নিয়ে আপনাকে চিকিৎসা দিবে?আজ আপনাকে রুল ভেঙেগ দেরীতে চিকিৎসা দিলেও আপনি তাদেরকে উদ্দেশ করে ব্লগ লিথছেন কিন্তু প্রথমে চিকিৎসা দিলে আপনি দু একটি ভাল কথাও কি তাদের উদ্দেশ্যে ব্লগে লিখতেন???

১৭ ই জুন, ২০১১ সকাল ১১:৩৯

এ্যরন বলেছেন:
আজ আপনাকে রুল ভেঙেগ দেরীতে চিকিৎসা দিলেও আপনি তাদেরকে উদ্দেশ করে ব্লগ লিথছেন .... ভাই আমার সমস্যাটি এই রুল এর বিরুদ্ধে

১১| ১৭ ই জুন, ২০১১ সকাল ৮:০৭

রিফাত হোসেন বলেছেন: আরে সাহেব আপনি তো মরণাপন্ন ছিলেন না ।

আর নিয়ম অনুযায়ী খুব জরুরী না হলে সেখানে আম জনতা নেয় না । বা বিশেষ পারমিশন লাগে ।

বিশেষ জরুরী বলতে রক্তক্ষরণ বুঝায় বেশীর ভাগ ।



আপনি তো পেয়েছেন । যাই হোক ।

আমি সারা জীবন সেখান থেকেই চিকিতসা পেয়েছি । আর আমাদের আত্নীয়দের জন্য বিশেষ পারমিশন তৈরী করতে হয়েছে । তবে অবশ্যই খরচ সাপেক্ষে ।

আর আপনি তো হঠাত !

তবে এই সুবিধা আমি ১৫ বছর পেয়েছি মাত্র ।

তবে আর্মির সাথে থাকলেও বিডি আর্মির প্রতি আমার এলার্জি আছে, এরা যতটুকু না এর থেকে বেশী চৌকস দাবি করে । ;)

১৭ ই জুন, ২০১১ রাত ১০:৩৯

এ্যরন বলেছেন: খুব জরুরী কিনা জানিনা তবে পরে এক্সরে করে বুঝলাম হাত ভেঙ্গে গেছে।।

১২| ১৯ শে জুন, ২০১১ রাত ১২:০২

রেজওয়ান তানিম বলেছেন: খুবই দু:খের সংবাদ এ্যারণ । আর আপনার প্রতি আরো ভাল আচরণ তাদের করা উচিত ছিল ।

আপনি হাতের এই অবস্থায় ব্লগিঙ করছেন এ জন্য আপনাকে শুভেচ্ছা ।

আগামীতে বাইক সাবধানে চালাবেন ।

একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না, কথাটা মিথ্যে নয়

২০ শে জুন, ২০১১ রাত ১২:৪৯

এ্যরন বলেছেন: .. ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য আসলে অলস বসে থাকতে ইচ্ছা করেনা তাই বসি ।। হ্যাঁ আরও সাবধান হতেই হবে । দোয়া রাখবেন সুস্থতার জন্য।।।

১৩| ১৯ শে জুলাই, ২০১১ সকাল ৭:৩৮

জিসান শা ইকরাম বলেছেন:
৭৫ এর পর সেনাবাহিনীর দয়ায় দেশের মানুষের জানটা টিকে আছে। আমাদের টাকায় না, ওদের দয়ায় আমরা বেচে আছি।



কি অবস্থা এখন ছোট ভাই ? অনেক আগের পোষ্ট। ফেবুতেও এ্যাড নেই যে জানবো। সব কিছু জানানোর জন্য অনুরোধ করছি।

১৯ শে জুলাই, ২০১১ সকাল ১১:০৭

এ্যরন বলেছেন: এক হাত ভাঙ্গা তাই লেখালিখি কম হচ্ছে । চলছে ভালই আপনার দোয়াতে ।
দোয়া রাখবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.