![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবুঝ-হৃদয় শুধায় ডেকে
ওরে আমার ভালোবাসা, আজো কি তুই বেঁচে আছিস?
এখনো কি প্রিয়ার লাগি নতুন গানের ছন্দ রচিস?
এখনো কি তার হেলাতে বুকের ভেতর কষ্ট বাজে?
তাহার কথা ভেবে কি তোর মন লাগেনা কর্মে কাজে?
উত্তর আমি পাইনি খুঁজে চেনা জানা প্রশ্নরাশির
প্রতিদ্ধনি ফেরেনিকো করুণ সুরের ব্যাকুল বাঁশির।
হঠাৎ করে কোন্ অজানায় লাগলো আমার বাঁশির কাঁদন
আমার কাছেই ফিরে এসে সুরগুলো সব করছে রোদন।
বুকের ভেতর ছোট্ট কোণে দুঃখ চেপে ঘুমিয়ে ছিলাম
কেনো আমার নিদ ভাঙালি লুকিয়ে এসে করতে প্রণাম।।
২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৬
টুটুল বলেছেন: সুন্দরের সাথে, অসুন্দর হলে সেটা জানিয়েন; ভালো লাগবে। শুভকামনা নিরন্তর।
২| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:৩৪
চাঙ্কু বলেছেন: ভালা হইছে! পেলাচ!
২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৭
টুটুল বলেছেন: আন্নেরে মেলাগুলা ধন্যযোগ (ধন্যবাদ) দিলাম। বালা থাহুইন যে।
৩| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: টুটুল ভাই কবিতা ভালো হয়েছে।
২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৯
টুটুল বলেছেন: ভালো হলে ভালো, মন্দ হলেও মন্দ নয়। ভালো থাকবেন।
৪| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৬
চাঙ্কু বলেছেন: ধন্যযোগ! কথাডা পছন্দ হইছে। আরেকটা পেলাচ
৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১:৩৯
টুটুল বলেছেন: আন্নের মন্তব্যডারে আমি একটা পছন্দ (লাইক) দিলাম।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৯
স্রাঞ্জি সে বলেছেন:
সুন্দর +++