![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ ইট ভাঙে, কেউ পড়ে ইস্কুলে
ভেবে দেখ দুজনেই আমাদেরই ছেলে
দুজনের মাঝেই আছে একই শিশু-প্রাণ
তাদেরকে আমরাই রাখিনি সমান
কারো হাতে বই-খাতা, কাউকে হাতুড়ি
আমরাই দিয়েছি তো তুলে।।
চোখদুটো ঘুমে ভরা, করে ঢুলুঢুলু
চায়ে-ভরা কাপ হাতে, ভয়ে আলুথালু
গরম-চা হাতে নিয়ে ভাবে সেই ছেলে
মুরগির ছানাটাকে নেয় বুঝি চিলে
এরাও ফুটাতো ফুল, সুবাস বিলাতো
সম সম অধিকার পেলে।।
এক বাবা ছেলে নিয়ে ইস্কুলে যায়
ছোট এক শিশু তারই রিক্সা চালায়
রিক্সাতে বসা ছেলে বাবাকে শুধায়
‘এই দাদাভাই কনেো রিক্সা চালায়’
‘গরিবের ছেলে তাই রিক্সা চালায়’
উত্তরে বাবা তাকে বলে।।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: আহারে----
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: আহ
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৩
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।