নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: আওয়াল হোসেন টুটুল

টুটুল

সৎকাজে ১০০% বিশ্বাসী।

টুটুল › বিস্তারিত পোস্টঃ

এবার তবে...

১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩



'এবার তবে
ভাটির স্রোতেই গা ভাসাতে হবে।
উজান স্রোতে বেয়েছি অনেক দাঁড়
কষ্ট শুধু বেড়েছে তাতে করে।
ভালো করতে, সয়েছি লোকের ঘৃণা,
লোকনিন্দা কুড়াতে চাইনা আর’–––
এমন ভাবনা ভেবেছি অনেকবার।
আপন খোলস ছেড়ে বেরুতে পাইনি তবু
শামুখ আর ঝিনুকের মতো–––
আপন খাপি ছাড়তে পারিনা ইচ্ছে করেও।
আমিতো আশীবিষ নই
এতো সহজেই পুরোনো ফেলে নতুন হয়ে যাবো।
গিরগিটির মতো ক্ষণে ক্ষণে পাল্টাতে পারিনা রঙ।
বিষয়-বাসনার লোভে ব্যক্তিত্ব ভুলে সাজতে পারিনা সঙ
প্রয়োজনে আর অপ্রয়োজনে।
আপন পুচ্ছ খসাতে পারিনা যখন তখন
টিকটিকির মতো।

তবু হয়তো এবার পাল্টাতে হবে ঠিকই।
স্রোতের অনুকূলেই যেতে হবে ভেসে ভেসে
ভাসতে ভাসতে যেথায় অবশেষে
জড়-সত্তা আর আবর্জনারা মেশে।
সময়ের সাথে ক্ষয়ে ক্ষয়ে যায় প্রাণশক্তি
সত্য ও ন্যায়ে কমে কমে আসে ভক্তি
হয়তো এভাবে ঘটবে অবলুপ্তি
উজান বেয়ে চলতে পারিনা আর।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

করুণাধারা বলেছেন: আপনার কবিতায় একটা বিষণ্নতার ভাব আছে। দোয়া করি, বিষন্নতা কেটে যাক।

কবিতা খুব ভালো লেগেছে। আপনার সব কবিতাই পড়ি, ভালো লাগে, যদিও সব সময় মন্তব্য করা হয় না।

২| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
কবিতা পড়তে আমার খুব ভালো লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.