নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবর রহমান ও জেনারেল জিয়াউর রহমানের ভক্তদের দৃষ্টি আকর্ষন করছি ।

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৫


আজকের যে বিষটি নিয়ে লেখা তা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ও নিরদলীয় ভাবে বা নিরপক্ষ ভাবে লেখা ।
একবার ভেবে দেখুন না এমন হয়না যে,জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবর রহমান এবং জেঃজিয়াউরহমানকে নিয়ে আমরা যখন কোন প্রকার কথা বলবো তখন দয়া করে তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে কথা বলবো । মোস্ট ইমপডেন্ট একটি কথা আর তা হলো আগামীতে যে দলয়ই ক্ষমতায় আসুক না কোন দলেরই শুধু না সমগ্র বাঙ্গালী জাতি কেও যেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও জেঃ জিয়াউরহমানকে নিয়ে কোন তর্ক বা কোন প্রকার কুউক্তি না করতে পারে । বাংলাদেশ আইন মন্ত্রণালয় থেকে সে রকম কোন আইন পাশের জন্য বিশেষ ভাবে অনুরোধ ও তাদের প্রতি দৃষ্টি আকর্ষন করছি । যে যেধরনের সম্মান পাওয়া উপযুক্ত দয়া করে চলুন না সকলে মিলে তাদেরকে সেই সম্মানটুক দেই । আর যদি একান্ত সম্মান নাই দিতে পারি দয়া করে তাদের অসম্মান টুকো যেন না করি । আমরা যে যে দলই করি না কেন তা আমাদের ব্যক্তিগত বিষয় । আর যে আওয়ামীলিগ দল সমর্থন করেন বিএনপি সমর্থন করেন না অথবা বিএনপি সমর্থন করেন আওয়ামীলিগ করেন না তা আপনার ব্যক্তিগত ব্যাপার তাইবলে যে বিএনপির সমর্থকেরা শেখমুজিবরকে বা আওয়ামীলগের সমর্থকেরা জেঃজিয়াকে উদ্ধ্যেশ করে যা তা বলবেন সেটা একদম চলবে না । শুনেন অন্যায় করলে দুই নেত্রী করছে তাই বলে তাদের দোষে অন্যকে অসম্মান করবেন তা চলবে না । তাই আমি বাংলাদেশ আইন বিভাগের প্রতি দৃষ্টি আকর্ষন করে তাদের বলছি এমন কোন আইন পাশ করেন যাতে করে জাতির জনক শেখ মুজিব ও জেঃ জিয়াকে নিয়ে কেও কোন প্রকার কুউক্তি করলে তার যেন ফাসি হয় ।
বিদ্রঃ আমি এখানে নতুন এটাই আমার জীবনের প্রথম ব্লগ পোস্ট । আরেকটি কথা দেখুন ব্লগে মুক্ত মতামত প্রকাশ করার
জায়গা বলেই একজন আরেকজনকে বা এক ব্লগার আরেক ব্লগারকে খোঁচা দিয়ে কথা না বলে চলুন আমরা সকলে দলমত ভুলে নির্বিশেষে সকলে মিলে যেভাবে লেখলে দেশের উন্নয় হবে সেই ভাবে লেখালেখী করি । আমি প্রথম হিসেবে হয়ত একটু বেশি বলে ফেলেছি তাই নতুন মনে করে ক্ষমা করে দিবেন । আর আশা করি সব সময় সকলেই পাশে থাকবেন ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৯

প্রামানিক বলেছেন: আপনার উদ্দেশ্য খারাপ না। ধন্যবাদ

১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩০

ব্লগ সার্চম্যান বলেছেন: প্রথম কমেন্ট কারী ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি । ভাইয়া খারাপ উদ্ধেশ্য নিয়ে লেখলে শুধু সময় ব্যয় হবে । আমি যদি
পরিশ্রম করে দুই বেলা দুটো ডাল ভাত নাই খেতে পারি তাহলে সেই পরিশ্রম করা থেকে না করাই ভালো । আমরা যারা ব্লগে বা ফেসবুকে লেখালেখী করি তাদের সেই লেখা যদি দেশ জাতি ও সমাজের কোন কাজে নাই আসে তাহলে সেই লেখালেখী না করাই ভাল । তাই আমি মনে করি আমরা যারা ব্লগে বা কোন প্রেসে লেখা লেখী করি তাদের কিন্তু দায়ত্ব কম নয় । আর আমরা যদি ঠিক মত লেখালেখীর মাধ্যমে আমাদের সেই দায়ত্বগুলো পালন করি তাহলে আমি আশা করছি দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ।

২| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩২

রাফা বলেছেন: বিসমিল্লাহ ,শুরুতেই গলদ করে ফেললেন।
আপনার যাকে খুশি সন্মান করতেই পারেন।
কিন্তু খুনি আর ভিকটিমের জন্য এক আইন করতে বলেন কোন হিসেবে!
ঃিহিটলারের অনুসারিরা তাকে রেসপেক্ট করবেই,তাহোলে আমাকেও কি তার প্রতি ............?

১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩০

ব্লগ সার্চম্যান বলেছেন: ভাই রাফা আপনার মন্তব্য পড়ে আমার কাছে নেহাত আপনাকে বাচ্চা মানুষী মনে হচ্ছে ।
মুল কথায় আসুন এখানে আমি যাকে খুশি তাকে বলি নাই । আমি এখানে দুজন দেশ প্রেম নেতাকে নিয়ে কথা বলেছি ।
ধরে নিন আপনার বাবা একজন ভাল সমাজ সেবক ছিল আর আপনি হলেন কুখ্যাত খুনি বা গুন্ডা অথাৎ অপরাধী আপনি
আপনার বাবা নয় । কিন্তু দেখা গেল আপনার অপরাধের কারনে কেও কেও বললো অমুকের বাবা খারাপ ছিল হের পুলায়ও
খারাপ হইছে তখন আপনার কেমন লগবে । আপনি যে ভাবে পেচিয়ে মন্তব্য করেছেন তাতে কিন্তু পেচ ধরাধরি করলে আমিও পারতাম কিন্তু আমি পেচাপেচি বা ক্যচাল অপষন্দ করি তাই সে কাজটুক করলাম না । আমার কথায় কিছু মনে করবেন না । হয়ত আমি আপনাকে বুঝিয়ে বলতে পারি নাই
ধন্যবাদ কমেন্টের জন্য ভাই রাফাকে ।

৩| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪৭

রাফা বলেছেন: আপনি কি আমার মন্তব্য বুঝতে পেরেছেন নাকি না বুজেই তীর চালালেন।আপনার কাছে যে লোকটি মহান নেতা আমার কাছে যদি তা মনে না হয়।জাতিয় নেতার সংজ্ঞা কি?

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩০

ব্লগ সার্চম্যান বলেছেন: ভাই রাফা এইটা কি কইলেন ভাই । আমি আপনেরে টির মারমু কেন । এক লেখক আরেক লেখকের জাতি ভাই । সুতারাং আপনিও
আমার ভাই । আর ভাই হয়ে ভাইকে কেও টির মারতে পারে না । হয়ত আমার বুঝতে ভুল হতে পারে । বা হয়ত ভুল বুঝেছি ।

৪| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৬

পালের গোদা বলেছেন: দু:খিত। বংগবন্ধু আর জিয়া কে এক স্কেলে মাপা সঠিক মনে করতে পারছি না। উভয় ব্যক্তির নামে যে সকল বিতর্ক রয়েছে, সেসব যদি বাদও দেই, অফিসিয়াল রেকর্ড অনুযায়ী: একজন জাতির পিতা এবং দেশের স্বাধীনতা সংগ্রামের নেত্রিত্বদানকারী যিনি তিলে তিলে তার রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তুলে জনপ্রিয়তার মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন, আর অন্যজন বাংলাদেশের অনেক রাষ্ট্রপ্রধানদের মধ্যে একজন যিনি সেনাবাহিনীর জোরে ক্ষমতায় এসেছিলেন। এই দুই ব্যক্তিকে সমান দৃষ্টিতে দেখবার কোন অবকাশ আছে বলে মনে করি না।

২০ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৫২

ব্লগ সার্চম্যান বলেছেন: ভাই পালের গোদা আপনি কি মানবেন আর কি মানবেন না এটা একান্ত আপনার ব্যপার । তবে ভাল মন্দ দুটই বিচার করার
বুঝ ক্ষমতা আপনার মধ্যেওতো আছে সেই বিবেক দিয়েই বিচার করুন । কমেন্টের জন্য অনেক ধন্যবাদ ভাই পালের গোদা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.