![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথাটা খুব দুঃখ জনক হলেও সত্য কথা বলতে হচ্ছে আমরা আজ মানুষ হতে পারলাম না । আমরা কখন কাকে কি বলছি এবং
কেনইবা বলছি তাও জানি না । এইতো কালকের একটি বিষয় দেখে আমার নিজের কাছেও অনেক খারাপ ও কষ্ট লাগল । বিষয়টি হল একজন ৫০ বা ৫৫ বছরের বৃদ্ধ লোকের সাথে একজন ২২ বা ২৫ বছরের যুবকের কিছু কথা কাটাকটি হয় । অতপর বৃদ্ধ লোকটি ওখান থেকে চলে যাওয়ার পরে যুবক ছেলেটি তার কিছু বন্ধুদের সাথে বলে উঠলো আসলে বুড়ো মানুষ মানুষের বাচ্চা না । কথাটা শুনে আমার খুব খারাপ লাগল ভাই একজন বৃদ্ধ মানুষ যদি মানুষের বাচ্চা না হয় তাহলে আমরা যারা যুবক আছি তারাওতো মানুষের বাচ্চা না । কেননা আজ না হলেও কাল আমিও তো বৃদ্ধ হবো তাহলে আজ যদি আমি অন্য একজন বয়স্ক লোককে বলি বুড়ো মানুষ মানুষের বাচ্চা না কালকেতো এই একই কথা আমাকেও বলা হবে । ভাই সকলে উদ্ধেশ্যে একটি কথা বলি আজ যে বৃদ্ধ সেও একদিন আপনার আমার মত
যুবক ছিল । আপনি আমি যদি আজ একজন বুড়ো মানুষকে অবহেলা করি তাহলে এই অবহেলাটুকো একদিন আপনাকে আমাকেও পেতে হবে । আর যদি তাদের সর্ম্মান শ্রদ্ধা করি তাহলে একদিন আপনে আমিও এই শ্রদ্ধা সর্ম্মানটুকো পাবো ।
২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৫
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:০০
***মহারাজ*** বলেছেন: দারুন বলেছেন ধন্যবাদ ।