নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

সানিলিওন বাংলাদেশ সফরে দেশের যে ক্ষয়ক্ষতি হবে তার দায়দায়ত্ব বা ভারবহণ কে করবে ?

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৬



সানিলিওন আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি বাংলাদেশে এসে রাজধানীর বসুন্ধরায় কনভেনশন করবেন । এবং এই কনভেনশনে বলিউডের আলোচিত ওই অভিনেত্রীর নিজস্ব কনসার্টের উদ্যোক্তা প্রতিষ্ঠান বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে অফিসিয়াল কনসার্টের অনুমোদন দিয়েছেন । আর তাদের নাচের পারফর্মেন্সের জন্য সানিলিওনের পুরো দলও ঢাকায় আসবে । কনসার্টে চার ক্যাটাগরির আসন বিন্যাস রাখা হবে । আর সর্বমোট চার হাজার আসনের টিকিট থাকবে । আর ওখানে টিকিটের সর্বনিম্ন মূল্য হবে পনের হাজার টাকা । আর তাতে চার হাজার টিকেতের দাম পড়বে প্রায় ছয় কোটি টাকা । কথা হচ্ছে একদল লোক চাচ্ছেন সানিলিওন বাংলাদেশ সফরে আসুক । আবার একদল লোক আছেন তারা চান সানিলিওন বাংলাদেশ সফরে না আসুক । কে চায় সানিলিও আসুক বা কে চায় সানিলিওন আসুক না সেইটা আমার কোন মাথা ব্যথা না ।হ্যা ভাই আমারো কিছু মাথা ব্যাথা আছে । তবে আমার মাথা ব্যাথা রাষ্ট্রের সার্থ নিয়ে । ধর্ম নিয়ে বা ধর্মের মত বিরোধ নিয়ে যারা সানিলিওনের বাংলাদেশ সফরের বিরুদ্ধে কথা বলছেন আমি এখানে তাদের কারো পক্ষ নিয়ে কথা বলছি না । আমি এ দেশের একজন সাধারন নাগরিক হিসেবে দেশের নাগরিক হয়ে দেশের সার্থের কথা বলছি । এই ধরেন এদেশে পদ্মা সেতু পদ্মা সেতু করে আপনার আমার গোটা বাঙালির কাছ থেকে প্রতিটি মোবাইল ফোন কম্পানি কম টাকা নেননি । কখনযে শেষ হবে এই পদ্মা সেতুর কাজ তারও ঠিক নেই দেখে মরবো কি না তাও বলতে পারিনা । যাই হোক মূল কথায় ফিরি । ভারত তাদের চ্যানেল গুলো আমাদের দেশে বা আমাদের কাছে সাপ্লাই দিয়ে বা প্রচার করে কম অর্থ নেননি । বাদ দিলাম এটা তবে এইযে সানিলেওন যে আসছে বাংলাদেশে সফরে আর এসে সে কনসার্ট করে যে ছয়কোটি টাকা নিওয়ার চিন্তা ভাবনা করছেন এতে দেশের আর্থিক ক্ষয়ক্ষতি হবে না । আর যদি আর্থিক ক্ষয়ক্ষতি হয় তাহলে এই ক্ষয়ক্ষতির ভারবহণ কি সরকার করবেন ।মনে হয় না সরকার এ আর্থিক ক্ষয়ক্ষতির বা এই ব্যয়বহুল খরচে যে আর্থিক ক্ষয়ক্ষতি হবে সে ক্ষয়ক্ষতির ভারবহণ করবেন । আর সরকার যে এই ক্ষয়ক্ষতি পূরণ করবেন সেই অর্থই বা সরকার কোথাই পাবেন ? তাও নিশ্চয়ই সাধারণ জনগণের কষ্টে অর্জিত করা অর্থই হবে । যে অর্থের ওপরে সরকারের কোন অধিকার নাই । এমন শোনা যাচ্ছে সানিলেওনকে কেন্দ্র করে অনেক রাজনীতি দল বিশেষ করে হেফাজতইসলাম হুমিকি দিয়েছেন । তাহলে ধরা যাক সরকার বা কোন মিডিয়ার সকল বাধা অপেক্ষ্যা করে সানিলেওনকে বাংলাদেশ সফরে আনলেন কিন্তু সানিলেওনের এই আসাকে কেন্দ্র করে যদি হেফাজতইসলাম বা অন্য কোন রাজনীতি দল দেশের কোন ক্ষয়ক্ষতি করেন তাহলে এর ভারবহণ কে করবেন ? যারা বা যে প্রতিষ্ঠা সানিলেওনকে বাংলাদেশে আসার অনুমদোন প্রদান করেছেন তারাকি নতুন করে আরেকবার এই বিষয়টি ভেবে দেখবেন বা ভেবে দেখার অনুরোধ থাকল ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৫

সচেতনহ্যাপী বলেছেন: আমরা কি প্রকারান্তরে তারই প্রোমোট করছি না??

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৬

ব্লগ সার্চম্যান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই সচেতনহ্যাপীকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য ।

২| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ২:৩০

আমি মিন্টু বলেছেন: ভালো কইচেন দেখা যাক কি হয় B-)

২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩১

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই মিন্টুকে আপনার মন্তব্যের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.