নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

এ দেশের যুব সমাজ নষ্ট হওয়ার পেছনে পুরো জাতি দায়

২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২১


আমার মনে হয় এই যে যুব সমাজ নষ্ট হওয়ার জন্য আমরা মাদক ব্যবসাহি বা মাদক দ্রব আমাদনী কারিকে দোষারপ করি এটা আসলে আমাদের একটি ভুল ধারনা । না আমি বলছি না তাদের দোষ নেই অবশ্যই তাদের দোষ আছে । তবে আমরা যততা দোষ তাদের দেই ঠিক তততা না । শুধুই কেন তাদের দোষ হবে ? এখানে তাদের থেকে অনেক বেশি দোষ আমাদের পুরো জাতি ও আম জনতার । একটু পিছনে ফিরে তাকানতো । চলুন সকলে মিলে ফেলে আসা সেই সৃত্বির দিনগুলো একটু মনে করি । তখন আমি ক্লাস নবম শ্রেনী পড়ুয়া ছাত্র সে সময় একদিন আমি বিকেলে খেলার জন্য আমাদের বাড়ি থেকে বেশ দূরে একটি মাঠে খেলতে গেছিলাম । আর সেখান থেকে খেলাধূলা শেষ করে বাড়ি ফিরতে ফিরতে সন্ধা পার হয়ে গেছিলো বলে আমাকে আমার বাবার হাতে অনেক উত্তম মাধ্যম খেতে হয়েছিল । আর সেদিন থেকে আমি আর কখনো মাগরিবের আজানের আগ ছাড়া পরে বাড়ি ফিরিনি ।
কেননা তখনাকার দিনে আমাদের বাবা মা আমাদেরদিকে এত করা নজর রাখতেন যা এখনকার দিনে আমরা যারা বাবা মা হয়েছি বা আছি তারা পারি না । তখনকার দিনে আমাদের বাবা মা, আমাদের খাবারের সময় খাবার খেলার সময় খেলা আর পড়ার সময় পড়া যে ভাবে নিয়মের ঘর বেঁধে দিতেন, ঠিক সে নিয়মেই আমাদের চলতে হতো । তাদের কথা থাকতো বিকেলে খেলার সময় যেখানেই যাচ্ছ না কেন কিন্ত সন্ধা মাগরিবের আযানের আগে ঘরে যেন পড়ার টেবিলে দেখতে পাই । ঠিক আমরাও কিন্ত সেই নিয়ম সেই রুটিন মত চলেছি বা চলার চেষ্টা করেছি । আর এখনকার দিনে আমাদের ছেলে মেয়েদের কি আমরা ঠিক সে ভাবে নিয়মের ঘর বেঁধে দিতে পারি ? এখনকার দিনে ঠিক মত না করে স্কুল কলেজ না করে ঘরে ঠিক মত পড়া লেখা । আর সন্ধাতো দূরের কথা দেখা যায় মাগরিব পার হয়ে এশার পার হয়ে রাত্র দশটা এগারোটা বেজে যায় তবু ছেলে মেয়েদের ঘরে ফেরার কথা মনে পড়ে না । তাহলে বলুন আমাদের ছেলে মেয়েদের খারাপ দিকগুলোর জন্য আমাদের চেয়েকি মাদকা শক্তি বেশি দায়ই ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১:২৫

সচেতনহ্যাপী বলেছেন: আপনার মার খাবার কথা শুনে নিজের কথা মনে পড়ে গেল।।
তবে এটা ঠিক যে ততটুকুই ভাল,যদি তা শুরু হয় ঘর থেকে।।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৭

ব্লগ সার্চম্যান বলেছেন: ভাই আমিও তাই বলতে চেয়েছি ।

২| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২১

***মহারাজ*** বলেছেন: সুন্দর সৃতিচারণ করলেন ভালো লাগলো ।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫২

ব্লগ সার্চম্যান বলেছেন: আপনার সুন্দর মন্তব্য ভালো লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.