নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

বর্তমান ছাত্র সমাজ নিজেদের হাতগুলোকে রাজনীতির কালো পানিতে চুবিয়ে নিচ্ছেন

৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৮

সব মিলিয়ে বলতে বর্তমান রাজনীতি,ছাত্র সমাজ,এবং শিক্ষক সমাজ সবাই ভুল করছেন ।
সবাই কেমন জানি জেগে ঘুমাচ্ছেন । বিশেষ করে ছাত্র সমাজ পুরোপুরী ছাত্রলীগ হয়ে গেছেন ।
এবং তারা তাদের হাতগুলো রাজনীতির কালো পানিতে চুবিয়ে নিচ্ছেন । আর এতে কিন্তু তারা নিজের পায়ে কুড়াল মারছেন ।
এ দেশে আমরা অনেকে সাবেক প্রেসিডেন্ট জনব এরশাদকে সৈরাচার বলে থাকি । আসলে সে সৈরাচারি করলেও দেশ
চালানোর যে কলাকৌশল ছিল তাই ঠিক ছিল ।

এরাশাদ বলে ছিল এদেশে কোন ছাত্র রাজনীতি থাকবে না । আমার মনে হয় তার এ সিদ্ধান্তটাও ঠিক ছিল । কেননা একজন মা বাবা
মা বাবাই তাদের কাছে সকল সন্তানই সমান । সূতারং আমাদের দেশের রাজনীতিবিধদের এ বিষয়গুলো মাথায় রেখে রাজনীতি করা উচিত । কেন একজন ছাত্রকে শুধু শুধু ধংশের মুখে ঠেলে দিচছেন । একবারও কি ভেবে দেখেছেন এ ছাত্রটি আপনার সন্তানও হতে পারে ।
একবারও কি ভেবে দেখেছেন এরাই আগামীদিনের ভবিষৎ ।

আমাদের দেশের এখনকার রাজনীতি ও ছাত্রদের অবস্থান দেখে একটি কথাই বলতে মনে চায় আর তা শুনে অনেকে হয়তো আমাকে ভুল বুঝতে পারেন আর তা হলো আমাদের দেশের স্কুল কলেজের অথাৎ জেনারেল লাইনের ছাত্রদের চেয়ে মাদ্রাসার লাইনের বা ছাত্রশিবিরের
ছাত্ররা অনেক ভালো । আরে তারা আর যাই করুক তারা কিন্তু শিক্ষকের প্রতি তাদের যে সম্মান দেওয়া দরকার তা দিচ্ছে ।
তারা তাদের শিক্ষককে সমীহ করছেন । তারা তাদের শিক্ষকের আদেশ অনুযায়ী চলছেন । তাদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে ।

ছাত্র সমাজের ছাত্র ভাইয়েরা আমাদের ভুলে গেলে চলবে না একজন শিক্ষক শুধু টিচারই না সে আমাদের জম্মদাতা বাবার চেয়েও বেশি কিছু
কেননা বাবা জম্ম দিয়েছেন ঠিকি কিন্তু একজন শিক্ষক তার সর্ব জ্ঞান দিয়ে আমাদের সামনের দিকে পথ চলার রাস্তা দেখিয়ে দিচ্ছেন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.