নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

ব্যয় বাড়লেতো আমাকে আয়ের রাস্তাও বাহির করতে হবে ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

এটাকে কিছের দেশ বলা যায় তা আমার জানা নাই ।
আমাদের দেশেই দেখলাম কথায় কথায় এ দাম আর ওর দাম বাড়ে । অন্যকোন দেশে এরকম শুনিনি কখন কথায় কথায় জিনিছের দাম বাড়তে । এইত আবার গ্যাসের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ১০ সেপ্টেম্বরের মধ্যে বলে গণপরিবহনের ভাড়াও বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । বেটারা কথায় কথায় এ জিনিস ও জিনিসের দাম যে বাড়িয়ে ফেলিছ তাহলে কথায় কথায় মানুষের বেতন এবং সাধারণ শ্রমিকদের বেতন বাড়ানোর আন্দলোনে ছাড়া দেওনা কেন ।

কাদের বলেছেন আগামী ৫ থেকে ১০ই সেপ্টেম্বরের মধ্যে ভাড়া পুনর্নির্ধারণে সংশ্লিষ্ট দুইটি কমিটি আলোচনা ও বাস্তব অবস্থা বিবেচনা করে জনস্বার্থে এ বিষয়ে সুপারিশ করবেন । আমাদের দেশে আমার যদি বেতন হয় পোনেরোহাজার ১৫০০০ টাকা তাহলে দেখা যাবে খরচ আছে আমার মাসে বিশহাজার ২০০০০টাকা । তাহলে আমাকে বাকি টাকা গুলো সংগ্রহ করতে হলে হয়ত অফিসে কারো ফাইল আটকিয়ে টাকা আদায় করতে হবে নয়ত রাস্তায় বেড়িয়ে কারো মাথায় অস্রথেকিয়ে মাল কামানের ধান্দা করতে হবে । এই ভাবেই বাংলাদেশের অপরাধের জম্ম হয় । কেননা আয়ের চেয়ে ব্যয় বেশি ।

আবার বিদুৎতের দামো বাড়ছে । এমন অবস্থায় অনেক মানুষকেই ঘুষের আশ্রয়ই নিতে হবে এ ছাড়া আর কোন পথ দেখছি না ভাই ।
দেখবেন যারা ব্যবসা করে নিত্য দ্রব্যের তারা তাদের ওজনে চুরি করা শুরু করে দিবে । সাথে পচা পচা জিনিস ।
যত প্রকার দুইনম্বর আইটেম সব বেজাল শুরু হবে । কেননা ব্যয় বাড়লেতো আমাকে আয়ের রাস্তাও বাহির করতে হবে ।
আর আমার মনে হয় এর থেকে আর ভালো আয়ের রাস্তা হতে পারে না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.