নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

আমাদের জাফর স্যার আর এরশাদ কাকুর সাথে কোন পার্থক্য দেখছি না

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩২


কতো বিনোদন যে স্যার আপনি দেখাইলেন । আরো কত যে দেখাইবেন । স্যার আপনি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া পুলাপাইন গুলারে পিচ্ছি পোলা এরা কিছুই বুঝেনা বললেন । আমার কাছে মনে হয় স্যারের এই পয়েন্ট গুলারে জোকস হিসেবে ধরে নিলেও জোকস লজ্জা পাবে ।

স্যার কিছু মনে কইরেন না । এইসব দলাদলি আর দালালি বাদ দিয়ে সোজা বান্দরবন যাইয়া বান্দরের নাচ দেখেন কাজে লাগবো ।
ব্যাপারটা এমন হতে যাচ্ছে যে জাফর সার আর আমাদের পারদ খোর কাকু এদের দুইজনের মধ্যে ভালো একটা মিল আছে কিন্তু বিষয়টা কি আপনেরা কেও লক্ষ করছেন । তো ওদেরকে যখন আপনার কাছে বাচ্চা পুলাপাইন মনে হল তখন আগে এ ব্যাপারটি চিন্তা করলেন না কেন । নাকি তখন অন্য কোন দলে যোগ দেওয়ার চিন্তাছিল । এখন যখন ঠাকুরেরা ভালোমত ঠেলা দিছে তখন আবার এই ঠাকুরগোই পুজা করার ভাবনায় পড়ছেন ।

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

প্রামানিক বলেছেন: হে হে হে ---- দুইজনের মধ্যে ভাল মিল আছে

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ভাই আমারতো মনে হয় এরা পুরাই জমজ ভাই ।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪২

যোগী বলেছেন: কাঁঠাল পাতায় পেমেন্ট হইছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

ব্লগ সার্চম্যান বলেছেন: এমনই মনে হচ্ছে । না হলে রাতে ঘুমের আগে এক কথা আবার সকালে আরেক কথা কেমনে কি ।
মনে হয় হিসাবে বড় কোন গাপলা আছে ভাই ।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

আমি আবুলের বাপ বলেছেন: ছাত্রলীগ এখন দুগ্ধপোষ্য পশু সরি শিশু।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

ব্লগ সার্চম্যান বলেছেন: ওরা এখনো খুব বাচ্চা এই ধরেন ওদের বয়স কতই বা হবে পাঁচ ছয় দিন ।
এখনো ওরা ঠিকমত মায়ের কুলে শুয়ে দুধ খাইতে পারে না ।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

আল ইমরান বলেছেন: B-)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০২

ব্লগ সার্চম্যান বলেছেন: এদের কান্ডকজ্ঞানের কথা শুনে আর দেখে হাসা ছাড়া আর কোন উপাই দেখি না ভাই ।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০০

কালের সময় বলেছেন: =p~

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৪

ব্লগ সার্চম্যান বলেছেন: ভাই কালের সময় মন খুলে হেসে নিন । যা অবস্থা তাতে হাসা ছাড়া আর কোন কাজ দেখছি না ।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

আমি মিন্টু বলেছেন: ভালো কইছেন দুইজনে এক নৌকার মাঝি ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

ব্লগ সার্চম্যান বলেছেন: হু মিন্টু ভাই তবে আমরা বড় বেশি দেরি করে ফেলেছি ।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪

মাঘের নীল আকাশ বলেছেন: ধর্ষণক্ষম ছেলেরা 'বাচ্চা' হয় কেমনে ?!? তাদের তো বাচ্চার বাপ হওয়ার কথা!!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১০

ব্লগ সার্চম্যান বলেছেন: কোন আধুনিক মেশিং দিয়ে মেপে দেখতে হবে ওদের বয়সের স্কেল ।

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৩

চাঁনপুইরা বলেছেন: @যোগী ভাইরে - কাঁঠাল পাতায় কে কাকে পেমেন্ট দিয়েছে , সেই পেমেন্টের সাথে এই ব্লগের সম্পর্ক কি ? ঠিক ঠাক মত জবাব দিবেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

ব্লগ সার্চম্যান বলেছেন: আমি সহজ সরল মানুষ তাই উনার কথার কোন প্যাচ ধরি নাই ।
আপনাকে ধন্যবাদ বিষয়টি আমাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য ।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইসব দলাদলি আর দালালি বাদ দিয়ে সোজা বান্দরবন যাইয়া বান্দরের নাচ দেখেন কাজে লাগবো ।
হালকামীরও একটা সীমা আছে
যোগ দেয়ার পর থেকেই শাবি-কে অস্থির করে রেখেছেন
দুইদিন পরপরই তার নতূন নতূন পেখনা
চূড়ান্ত বেইজ্জত হতে তার আর বেশিদিন বাকি নাই

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৬

ব্লগ সার্চম্যান বলেছেন: এই সব নিয়ে আমাদের আগেই ভাবা ধরকার ছিল ভাই । দুষ্ট লোকের মিষ্টি কথায় আমরা ভুলে গেছিলাম ।

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৭

তাশফিয়া নওরিন বলেছেন: Duijon eee ek goaler goru

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১১

ব্লগ সার্চম্যান বলেছেন: সত্য কথা ভাই । আগে বুঝেছিলা উনি খুব ভালো ।

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

সাদা মনের মানুষ বলেছেন: আমি মনে করি এটা স্যারের মহানুভবতা, তবে এই মহানুভবতায় ছাত্রলীগের অপকর্মকে কোন ভাবেই আমরা খাটো করে দেখছিনা। আর তিনি যদি সরকারের লেজুড়ে থাকতেন, তাহলে তো ভিসির পক্ষের লোকই থাকতেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

ব্লগ সার্চম্যান বলেছেন: এটা স্যারের মহানুভবতা । কেমনে তাইলেতো দুনিয়ায় আমি এখন অকাম করে পরে স্বীকার করে নিলে সেটাও কোন ধরনে
মহানুভবতাই হবে ।তাইনা ভাই সাদা মনের মানুষ ।

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১২

অর্ধ চন্দ্র বলেছেন: আপনি তাহলে এমনি দেখতে পান সবখানে,,, !

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৮

ব্লগ সার্চম্যান বলেছেন: কেমনি ভাই । একটু ক্লিয়ার করে খুলে বলবেন ।

১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৮

ভৌতিক রসায়নবিদ বলেছেন: তারা দুজনই ইন্জিনিয়ারিং এ পড়েছেন, মিল থাকতেই পারে, তবে আপনি যেভাবে লিখেছেন তা অযৌক্তিক|

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৮

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই কোনটা যুক্তি টা দেখিয়ে দিলেন না ।

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২৯

চাঁনপুইরা বলেছেন: আবার @ যোগী কে- " শুনেন যোগী ভাই , যেহেতু আপনার নিক টি বাংলায়( যোগী) , লিখেন বাংলায় এবং লেখার বিষয়ও বাংলাদেশ কে নিয়ে, তো প্রশ্ন হল আপনি বা আপনারা আসলে কোন পক্ষ ( বা দালাল) ? কোন বিশেষ ব্যক্তির, কোন বিশেষ দলের নাকি কোন দেশের ?"

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৬

ব্লগ সার্চম্যান বলেছেন: আসলে বুঝতে পারলাম না চাঁনপুইরা ভাই যোগী ভাই কি ।

তা আপনার দেশের বাড়ি চাঁনপুর কোথাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.