![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাগো দেশের বিদুৎ কম্পানী ডেসাকো ভালো সিস্টেম করা শিইখা গেছে
ঘটনা তেমন কিছুই না । একদম ছোট একটা বিষয় আবার ভাবলে
কিন্ত অনেক বড় । ভাই আমি তেমন ভাবে হয়ত আপনাদের বুঝিয়ে বলতে পারবো না ।
চলুন দেখে নেওয়া যাক আসলে ঘটনাটা কি ? ব্যাপারটা হচ্ছে এমনেই তো আমাগো দেশে দুইদিন পরে পরে জিনিসের দাম বাড়ে । বিদুৎ গ্যাস তেল এগুলোর কথা কি আর বলবো ? এগুলোর বিষয় আমাদের সকলেরই জানা আছে । বিষয়টি হলো প্রিপেড সিস্টেম বিদু্ৎ ব্যবস্থা চালু হয়েছে সেটা আমরা সবাই জানি কিন্তু এই সিস্টেমে কত বেশি বিদুৎতের খরচ বাংলাদেশে বেসরকারি বিদুৎ কম্পানী ডেসাকো নিচ্ছে সে কথা কি আমরা সবাই জানি ? আমার মনে হয় না সে কথা আমরা সবাই জানি না ।
তাহলে শুনুন আজ জুম্মার নামাজের পর মসজিদ থেকে বাসায় ফেরার পথে আমার এক দুলাভাইয়ের সাথে দেখা । তো দুই শালা দুলাভাই মিলে চায়ের দোকানে বসে চা খাচ্ছি এমন সময় কথায় কথায় দুলাভাই বললেন তোমাদের বাসার বিদুৎতের মিটার কি চেঞ্জ হয়েছে ? আমি বললাম না । কেন দুলাভাই ? উনি বললো ভাইরে আমার বাড়িরটা চেঞ্জ হয়ে কার্ড সিস্টেম মিটার লাগানো হয়েছে । আর এই মিটার লাগাইছে যে মাসে তার আগের মাসে আগের মিটারে বিল আইছে ২৮০০ টাকার মত । আর এই কার্ড সিস্টেম মিটার লাগানোর পরে বিল আইছে ৫০০০ টাকা । আমি কি বলেন দুলাভাই এই অবস্থা ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১২
ব্লগ সার্চম্যান বলেছেন: ভেবে পাইতেছি না ভাই ।
তবে কিছু সমাধান করা যাবে সোলার দিয়ে ।ধন্যবাদ প্রামানিক ভাই ।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫১
মোহাম্মদ জামিল বলেছেন: বিদ্যুত বাবাজীরে বাই বাই বলেন...সমাধান টেকা থাকলে সোলার বিদ্যুত ব্যবহার করেন। এই সরকারের আমলে সব সম্ভব।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৫
ব্লগ সার্চম্যান বলেছেন: সোলার দিয়ে কিছু সমস্যার সমাধান হয়ত করা যাবে তবে পুরোটা নয় । ধন্যবাদ মন্তব্যের জন্য ।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
মোহাম্মদ জামিল বলেছেন: যেহেতু এই সরকার জনসমর্থন নাই..সেহেতু এই সরকার শেষ অবদি জনগনের রক্ত শুষে যাবে--- সেটাই পরলক্ষিত
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২৮
ব্লগ সার্চম্যান বলেছেন: তাইতো দেখতেছি ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
প্রামানিক বলেছেন: খাইছেরে --- এখন যামু কই - - -