নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

৩য় বিশ্বযুদ্ধ খুব কাছেই

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

আগুন যেমন কোন স্থানে লাগলে সেই স্থানে থেকে বাতাসে আস্তে আস্তে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে পুড়ে ছাই হয় । ঠিক তেমনি পালা এখন আমাদের এই পৃথিবীতে । আমার বুঝের বয়স থেকে দেখে আসছি এই ইরান, আফগানিস্তান, কাশ্মীর,ইরাক,ফিলিপাইন,লিবিয়া,গাজা ইজরাইলি ফিলিস্তিনি ইত্যাদি মুসলিম দেশগুলোর সাথে একটার পর একটার পিঁছে অন্য রাষ্ট্রগুলো লেগেই আছে । এবং শুধু শোনা যায় এই দেশে হেই দেশগুলো জঙ্গীবাদের আস্তানা । এই জঙ্গীবাদের অপবাদ দিয়ে একটার পরে একেটা মুসলীম দেশের পেছনে ক্লিক লাগিয়েই রাখছে । আর এগুলোর একটাই কারন আর টা হলো শুধু
মুসলিম বিশ্বকে ভেঙে শেষ করে দেওয়ার জন্য একের পর এক নাটক ও ষড়যন্ত্র এঁকেই চলছে । তাই মনে হচ্ছে পৃথিবীতে ৩য় বিশ্ব যুদ্ধ লাগতে আর বেশিদিন বাকি নেই । আগামী কয়েক বছরের ভেতরেই সম্ভবত এই ৩য় বিশ্ব যুদ্ধটি লাগার সম্ভবনা রয়েছে ।

বেশ কয়েক বছর ধরে শুনছি বাংলাদেশেও নাকি জঙ্গীবাদ আছে ।
তাই একটার পর একটা ঝামেলা লেগেই আছে । কদিন শুনলাম
মিয়ানমারেও জঙ্গিবাধ ডুকছে । আবার এর আগের বছর দেখলাম ফিলিস্তিনি ও ইজরাইলী হামলার ঘটনা । এখন আবার দেখছি হাঙ্গরিদের অদিবাসিদের সরিয়ে দিচ্ছে । আমার জ্ঞান কম তার পরেও বোঝতে পারছি যে আসলে ৩ত্বিয় বিশ্বযুদ্ধ আমাদের খুব
কাছে । আর এ যুদ্ধে নিশ্চিত মুসলীম বিশ্ব জয় লাভ করবে । এবং পুরো পৃথিবী মুসলীমদের হাতে চলে আসবে ।

তবে এ বিজয় এমনে এমনে আসবে না । এ বিজয় আনতে হলে পুরো পৃথিবীর মুসলীম বিশ্বকে একতা বদ্ধ হতে হবে ।
তাহলে মুসলিম বিশ্ব সেই বিজয়ের পতাকা উড়াতে পারবে ।
প্লীজ কেউ লেখাটা পড়ে ভুল বুঝবেন না । আপনারাও একটু একা একা ভেবে দেখুন ফলাফল কি দাঁড়ায় ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৯

সুশান্ত মজুমদার বলেছেন: ৩য় বিশ্বযুদ্ধের ব্যাপারে আপনার সাথে একমত। কিন্তু আমাার মনে এই বিশ্বযুদ্ধে মুসলমানদের শোচনীয় পরাজয় ঘটবে এবং জঙ্গিবাদ তথা ধর্মীয় আগ্রাসনের নাম ও নিশানা পৃথিবী থেকে চিরতরে মুছে যাবে। নতুন এক পৃথিবীর জন্ম হবে যেখানে প্রতি দশজনে হয়ত একজন ধার্মিক থাকবে। আহা আমি সেই ধর্মীয় কালিমামুক্ত নতুন পৃথিবীর সপ্নে বিভোর।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৭

ব্লগ সার্চম্যান বলেছেন: দেখা যাক ভাই কি অবস্থা হয় ।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২০

হতাস৮৮ বলেছেন: ভাই বানানটা অন্ততপক্ষে ঠিক লেখেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ কয়েকটা লেখা মিসিং হয়েগেছিল ঠিক করে দিয়েছি ।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

হতাস৮৮ বলেছেন: ছরিয়ে--ছড়িয়ে
বাতাশে ---বাতাসে
চারোদিকে ----চারিদিকে
পুরে----পুড়ে
আস্তনা ===আস্তানা
ছরযন্ত্র----ষড়যন্ত্র ...

ভাই আপনাকে অপমান বা ছোট করার জন্য আমি কাজটা করি নি। আসলে অনেকদিন ধরেই আমি ব্লগে আছি,নিজে কম লিখি, কিন্তু প্রচুর।আমি পড়তে ভালোবাসি। মাঝে বিষয়গুলো খুব পীড়া দেয়, পাঠক হিসেবে। আমরা লিখছি, কিন্তু বাক্যের গঠন ঠিক নেই, লেখার সময় বলছি এক রকম,কিন্তু বানান লিখছি অন্য একটা। যার সাথে আকাশ পাতাল পার্থক্য।

আপনি লিখছেন মনের ভাব প্রকাশ করার জন্য। কিন্তু বানানরীতিতে গলদ, বাক্যের আকাঙ্খা ঠিক নেই, ভাষার প্রকাশ ঠিক নেই। এমন করলে তো আসলে যেটা অনেক ভালো লেখা হতে পারত, সেইটাই পড়ার অযোগ্য হয়ে যায়। সাথে পাঠকও ক্ষুব্ধ হয়ে যায়।

আমি ক্ষমাপ্রার্থী।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৪

ব্লগ সার্চম্যান বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ।
আসলে ভাই ব্লগিংয়ে এটাই নিয়ম একজন ভুল করবে আরেকজন টা দিখিয়ে দিবে । আর এটে অপমানের কিছু নাই বরং
একজন বাঙ্গালী ভাই আরেক বাঙ্গালী ভাইকে সচেতন করল ।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫

মোঃ আব্দুল্লাহ আল-আমিন বলেছেন: ''তবে এ বিজয় এমনে এমনে আসবে না । এ বিজয় আনতে হলে পুরো পৃথিবীর মুসলীম বিশ্বকে একতা বদ্ধ হতে হবে ।
তাহলে মুসলিম বিশ্ব সেই বিজয়ের পতাকা উড়াতে পারবে ।''

ভাই ব্লগে ইসলামের বিপক্ষে বেশি লিখা লিখি হয়, আপনার লিখা দেখে ভালো লাগলো। আমি আশা করবো আর ভাল লিখবেন,তবে বানান ঠিক রেখে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৯

ব্লগ সার্চম্যান বলেছেন: ঠিক আছে ভাই চেষ্টা চালিয়ে যাবো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.