নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

লে হালুয়া পুটি মাছের খাবার এখন বোয়াল মাছের মুখে ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩১

লে হালুয়া সরকার দিন মুজুর গরিবদের রক্তচোষা টাকা নিয়ে তার মন্ত্রণালয় ও ওয়ার্কারদের মধ্যে ভাগা ভাগি করার ভাবনা ফাইনাল করলেন ।
সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কাঠামো অনুমোদনের পাশাপাশি নববর্ষে বাড়তি একটি বোনাস ঘোষণা দিয়েছেন সরকার । প্রতিবছর বৈশাখ উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই ভাতা পাবেন । যে পরিমাণ দেয়া হবে তাতে তাদের মূল বেতনের ২০ শতাংশ হবে । সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অষ্টম বেতন কাঠামো অনুমোদন প্রকাশ করা হয় । পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেছেন এবার বেতনের সাথে নতুন করে যোগ হয়েছে বাংলা নববর্ষের ভাতা । ধর্মভিত্তিক উৎসব ভাতা আছে কিন্তু সব ধর্মের মানুষ একই সময় একই ভাতা পাচ্ছে এটা ছিল না । এতদিন মূল বেতনের সমান হারে বছরে কেবল দুটি উৎসব ভাতা দেয়া হতো সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের । মুসলমানরা দুই ঈদে হিন্দুরা পূজায় এবং অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসবে ওই ভাতা পেতেন । এখন নববর্ষে সকলে এক সঙ্গে
সরকারি এই ভাতা পাবে ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৪

এম. আরাফাত মাহমুদ বলেছেন: ভাই দেওয়ার তো নাম করলো। এবার দেয় কিনা দেখেন। নাকি দেওয়ার নাম করে কালো পকেটে চলে যায়

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৮

ব্লগ সার্চম্যান বলেছেন: একবার যখন বলেছে তখন দিবেই ।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৪

কালের সময় বলেছেন: যাক ভাই গরিবেরা না খেতে পারলেও অন্তত সরকারি লোকেরা খেয়ে মরতে পারবেতো ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৯

ব্লগ সার্চম্যান বলেছেন: অবস্থা তাইতো দেখছি ভাই ।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২১

চাঁদগাজী বলেছেন:


৭/৮ লাখ সরকারী চাকুরে আছে, যাদের কোন প্রকার বেতন না দিলেও আজীবন চাকুরী করবে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২১

ব্লগ সার্চম্যান বলেছেন: ভাই আপনার যুক্তি সমর্থ মন্তব্যের সাথে এক মত না হয়ে উপায় নাই । ধন্যবাদ ভাই ।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৯

আমি আবুলের বাপ বলেছেন: এখন জনগনের চামড়া দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জুতা বানাবে।
http://www.somewhereinblog.net/blog/abulerbap/30068375

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩

মামুন ইসলাম বলেছেন: এই কারনেই আমাদের দেশের মানুষগুলোর এ অবস্থা ।
তবু আগের চেয়ে অনেক ভালো মানুষ আর যাই করুক না খেয়ে কেউ মরবে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.