নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সকল গরীবদের মেরে ফেলার ষড়যন্ত্র চলছে

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৫


পৃথিবীতে এখন গরীব হয়ে জম্ম নেওয়াটা একটা অভিশাপ মাত্র ।
গরীবরা পৃথিবী থেকে একেবারে মূল্যহীন হয়ে পড়েছে । তাই দেখা যাইতেছে পৃথিবীর বিভিন্ন দেশেগুলোতে গরীবদের গরীব হয়ে জম্ম নেওয়ার জন্য বিভিন্ন ভাবে অবহেলীত হতে হচ্ছে । তবে আমাদের দেশ কেন এর থেকে আর পিছিয়ে থাকবে সেও এগিয়ে চলছে তার গতিতে । সব কিছুর মূল হল একটি কারন । আর কারনটি হল গরীব মানুষ হয়ে পৃথিবীতে জম্ম নেওয়া । তাই
পৃথিবীর কোন দেশেই গরীবকে কেউ মূল্যায়ন করেন না ।

যেমন এখন আমাদের দেশ এমন একটি অবস্থান তৈরি হতে যাচ্ছে যা একটু চিন্তা করলে দেখবেন আমরা বাংলাদেশের যে গরীবেরা আছি তাদের কি মূল্য দিতে হচ্ছে ।
যেমন এইযে বাংলাদেশের সরকারী কর্মচারী বা কর্ম কর্তাদের যে হারে ভাতা প্রদানের ব্যবস্থা নিয়েছেন সরকার তাতে এখন সরকারী কর্মচারী কর্মকর্তাদের বেতনে ভাতায় মিলে আগের চেয়ে দুইগুন পাবে । অথচ বাংলাদেশের যে সকল সরকারী কর্মচারী কর্মকর্তা আছেন তাদের অনেককে বেতন না দিলেও সে বেঁচে থাকা পযন্ত সরকারী চাকুরি করবে । কারন তাদের কর্ম স্থান থেকে প্রতি মাসে এমনেই অনেক অতিরিক্ত টাকা আছে । যা দিয়ে তাদের চলে যায় । তাই তারা বেতন না পেলেও কিন্তু কর্ম স্থান ছাড়বেন না ।

এক কথায় বলতে খুব খারপে লাগচ্ছে তার পরেও বলছি আমাদের দেশে গরীব আর বড় লোক বা ধনী লোকদের সমাজ এখন আলাদা হয়ে যাচ্ছে ।
আর এটা এমন এক অবস্থানে যাচ্ছে যেখানে এমন হবেঃ যে মসজিদে গরীব নামাজ পড়বে সেখানে ধনী লোকেরা পড়বে না ।
যে কবরস্থানে গরীব মানুষকে কবর দেওয়া হবে সেখানে ধনী বড় লোকদের কবর দেওয়া হবে না । পরিপূর্ণ ভাবে গরীব আর ধনী দুটি ভিন্ন প্রজাতির মানুষ হয়ে দাড়াচ্ছে ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২০

মোঃ আব্দুল্লাহ আল-আমিন বলেছেন: সুন্দর কথা বলেছেন ভাই, গরিব হয়ে জন্মানো এখন এক অভিশাপ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৩

ব্লগ সার্চম্যান বলেছেন: যে অবস্থায় আমারা যেয়ে পৌঁছেছি তাতে মনে হচ্ছে আমাদের দেশে আমরা গরীবেরা আর বেশিদিন থাকতে পারবো না ।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: পূজিবাদ আর কর্পোরেট কালচার তো এটাই করে!

ধনী আরও ধনী হয় গরীব আরও গরিব হয়!

উন্নয়ন পাবেন শুধূ নেতাদের বক্তৃতায়! ১৬ লাখের জণ্য ১৬ কোটি ৭৪ লাখ লোকের ভাগ্য যে অনিশ্চিত করে দিল তার বিচার কে চাইবে?
সারকারের বেতন বাড়ার সাতৈ সাথে দ্রব্যমূল্য বাড়ী ভাড়া সহ জীর যাপনের সকল কিছূর ব্যায় বেড়ে যাবে! সরকারী চাকুরী ছাড়া বাকী কোটি কোটি লোক কিভঅবে তা সামলা দেবে???????

অবিমৃশ্যকারীতায় ভরপুর স্বৈরচারিতায় ডুবে আছে দেশ!!!!!!!!!!!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৬

ব্লগ সার্চম্যান বলেছেন: আমার মনে হয় ভাই আমাদের গরীবকে এভাবে তিলে তিলে না মেরে একে বারে ডেকে নিয়ে ব্রাশ ফায়ার করে মেরে ফেলতে পারে ।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৫

হতাস৮৮ বলেছেন: ভাই আপনি মনে হয় ভুলে গেছেন দ্যাশে কোন গরীব নেই। তাহলে মারার প্রশ্ন আসছে কেনো??? আমার কথা না...কিন্তু...কোন এক মহাদয়ের কথা।।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

ব্লগ সার্চম্যান বলেছেন: ভাই মানুষ মাত্রই ভুল ।
না হয় আমিও একটু ভুল করলাম ।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

অপু দ্যা গ্রেট বলেছেন: োথায় যেন পশুনে ছিলাম গরিব হয়ে জন্মানো পাপ নয় । কিন্তু গরিব হয়ে মৃত্যু পাপ । ভুল ও হতে পারে । তবে নিজের অবস্থান পরিবরতনের চেষ্টা করা উচিত । আর হ্যা আমাদের দেশের ধনীরা গরিব আর মধ্যবিত্তদের নিচু চোখেই দেখে ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

ব্লগ সার্চম্যান বলেছেন: দেশটা যেন ধনী বড় লোকদের বাবার কেনা একটি সম্পদ হয়েগেছে । আর এর লাইসেন্স শেখ হাসিনাই তাদের দিছেন ।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯

রাােসল বলেছেন: Death is more preferable than sustain. Which life give us only pain.

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

ব্লগ সার্চম্যান বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.