![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় আমাদের গোটা বাংলাদেশটাই এখন পাগলের প্রনয়
চলছে । এ দেশের কিছু কিছু মানুষ এখনো অবুঝ আছে । তাদের
মনের বুঝই হল বড় বুঝ ।
কালকে সরকারি কর্মচারী ও কর্মকর্তা বিন্দুদের বেতন ভাতা নিয়ে আলোচনা করতেই পাশে থেকে আরেক ভদ্র লোকে সুর দেয় যে আরে ভাই সরকারেতো কোন দোষ নাই । সরকারতো আর অর্থ মন্ত্রীকে বলে নাই বেতন ভাতা ১০০% বাড়াতে । তাহলে ওনার কথায় কি বুঝা গেল ?
কোন প্রতিষ্ঠানের কর্মচারি অফিসের সব কিছু চুরি করে খাইবে আর তার মালিক তার খবর রাখবে না এটা কি হতে পারে ভাই
কখনো ।
আরে ভাই পাগল নাইলে আব্দুল মাল মুহীত হইছিলো । কিন্তু সে তো অবশ্যই প্রধান মন্ত্রী শেখ হসিনর সাথে বুঝে তার
পরেই এই বেতন ভাতার বিল পাশ করছে । কিন্ত প্রধান মন্ত্রী এ বেতন ভাতার বাজেট পাশ করার আগে কি একবার ভাবা
দরকার ছিল না এদেশের সাধারন মানুষদের কথা ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
ব্লগ সার্চম্যান বলেছেন: ভাই এদেরতো পুরোই বেহাল অবস্থা । যা মনে হচ্ছে তাদের দলে যারা আছে সকলকে একাবার করে পাগলের ডাক্তার দেখানো উচিত ।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯
আমি আবুলের বাপ বলেছেন: প্রধান মন্ত্রীর দোষ কোথায়? আপনি ওবায়দুল কাদের সাহেবের সেদিনের কথা শুনেছেন? একমাত্র প্রধান মন্ত্রী ছাড়া সব মন্ত্রীরাই নাকি ব্যর্থ।শুধু প্রধান মন্ত্রীই সফল।