নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

এটা কিন্তু বঙ্গবন্ধুর আদশ্য ছিল না

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩০

আমার যতদূর ধারণা এটা কিন্তু বঙ্গবন্ধুর আদশ্য ছিল না । আপনরা কথায় কথায় বলেন আপনারা বঙ্গবন্ধুর আদশ্যকে
আকড়ে ধরে রেখেছেন । কিন্তু এটাতো বঙ্গবন্ধুর আদশ্য ছিলনা যে সরকারের মুনাফা লাভের জন্য দেশের মানুষ দুবেলা
খেতে পারুক আর না পারুক তোমরা তোমাদের ভ্যাট আদায় করবে । বঙ্গবন্ধু যদি এমন চিন্তা করতেন তাহলে দেশের জন্য
দেশের মানুষের জন্য লড়াই করতেন না । আপনারাতো পচে গেছেনয়ই যদি পারেন দয়া করে বঙ্গবন্ধুর নামে এই মিথ্যা
কথা বলে অন্তত বঙ্গবন্ধুর আদশ্য বা অনুশারীদের আর অপমান কইরেন না ।

যেখানে আমাদের দেশে গরীব দের ছেলে মেয়েরা প্রাথমিক শিক্ষায় শেষ করতে পারে না । কষ্ট করে যারও শেষ করে
পরে যে মাধ্যমিক স্কুলে ভর্তি হবে সেই রাস্তাতুক আপনারা গভীর ষড়যন্ত্রে লীপ্ত হয়ে বন্ধ করে দিচ্ছেন ।
এটাতো ভ্যাট নয় এটা হলো জাতিকে মেরুদন্দ হীন করার কঠিন পক্রিয়া ।

গত সাত আট বছর সাধারণ মানুষগুলর ওপরে কমতো আর অত্যাচার করলেন না আপনেরা ।
এবার ঠিকি বুঝবেন মজা । একেই বলে ছাত্র আর সাধারন জনগণের পার্থক্যটা কি ?
সাধারন মানুষগুলোরে চাপতে চাপতে আপনাদের লোভতো আর কম হয়নি । গরীবদের টাকা পয়সাতো কম আর লুটলেন না ।
এবার একটু মানুষ হওয়ার চেষ্টা করেন । এখনো হাতে অনেক সুযোগ আছে ।
আপনেরা যেভাবে মৌমাছির চাকে ঢিল ছুড়ে মেরেছেন মৌমাছিরাও আপনাদের সেভাবেই ধরবে । পানি না শুধু মাটির গভীরেও
লুকানোর পথ খুজে পাবেন না । এখন সময় আছে বঙ্গবন্ধুর সঠিক আদশ্য পালন করুন ।
আপনাদের যে সিস্টেম দেখছি তাতে লজ্জার কথা হলেও না বলে পারছি না কেহ বিয়ে করলে স্বামীকে স্ত্রীর সাথে থাকার জন্য
আর স্ত্রীকে স্বামীর সাথে থাকার জন্যও আপনাদের হয়ত ভ্যাট দিতে হবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.