![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাবিপদে পড়েছেন দেশের লাখ লাখ ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণ । আর এ বিপদটি ঘটছে ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে । গত বছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে লেগেছে মাত্র ৯০০ টাকা আর এ বছর খরচ লাগছে ১১ হাজার টাকা । এ নিয়ে সিটি করপোরেশন এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে রীতিমতো বচসায় লিপ্ত হচ্ছেন এ ব্যবসায়ীরা । করপোরেশনের কর্মকর্তারা বলছেন ট্রেড লাইসেন্স ফি বাড়িয়েছে সরকার এতে আমাদের কোন হাত নেই । অন্য দিকে ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধির তালিকা পর্যালোচনা করে ফলাফল যা পাওয়াগেছে তাতে একগুন দ্বিগুণ বা তিনগুণ না বেড়েছে ৩৩ গুণ লাইসেন্স নবায়নের ফি । সে সঙ্গে আরোপ করা হয়েছে বিবিধ কর । এবং ২০১০ সালের এক প্রজ্ঞাপন দেখিয়ে ব্যবসায়ীদের বলা হচ্ছে ওই সময় প্রজ্ঞাপনটি জারি হলেও ব্যবসায়ীদের কাছ থেকে ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর ভ্যাট এখন পযন্ত আদায় করা হয়নি । হঠাৎ করে এরকম লাইসেন্স ফি বেড়ে যাওয়ায় এতে অনেক
ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসাহি প্রতিষ্ঠানের মালিক গনেরা বলছেন দেশের রাজনীতি ও অর্থনীতি এমনেতেই যে অবস্থা বলা চলে পান্ঠা আনতে
নুন ফুরায় তার ওপরে এরকম লাইসেন্স ফি বৃদ্ধি হওয়ায় ভালো বিপদেই পড়তে হবে এ বছর । যদি মাননীয় রাষ্ট্র পক্ষ এক ধাপে এত না বাড়িয়ে সামান্য কিছু বাড়াতেন তাহলেও হয়ত ব্যবসাহীরা কিছুটা সুফল ভোগ করতেন ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৯
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই । দিতে হবে সেটা ঠিক আছে তাই বলে এত টাকা না হয়ত তিন থেকে চার হাজারে সীমাবদ্ধ করলেও চলতো ।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭
আমি মিন্টু বলেছেন: ঠিকিতো আছে কুন সমস্যাতো দেখছি না ব্যবসা করবেন তার ভ্যাট দিবেন না ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৮
ব্লগ সার্চম্যান বলেছেন: তাই বলে এত টাকা মিন্টু ভাই ।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১২
জেকলেট বলেছেন: ১১ হাজার টাকা লাইসেন্স অনেক বেশি। আবার ৯শ টাকা ও অনেক কম। ব্যালেন্স থাকা উচিত।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
ব্লগ সার্চম্যান বলেছেন: তিন থেকে চার হাজারে সীমাবদ্ধ করলেও চলে ।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬
কালের সময় বলেছেন: ভালো কথা
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৫
ব্লগ সার্চম্যান বলেছেন: ভাই ভালো আর কেমনে হল । এত টাকা যদি লাইসেন্স ভাবদ সরকার কেঁটে নেয় তাহলে ব্যবসা কি করে চলবে ।
৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৩
সাঈদ ফারুক বলেছেন: নতুন এবং স্বল্প পুজির ব্যবসায়ীদের জন্য খুবই কঠিন হবে।
২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৯
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৩
প্রামানিক বলেছেন: কি আর করা দিতে হবে