![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাস্তিকরা প্রথম প্রথম নিজেদের মুক্তমনা বলেন । তার কয়দিন পর মুক্তমনা শব্দটি যখন ঝুকিপূর্ণ মনে হয় তখন থেকে তারা তাদের শুধুমাত্র ব্লগার বলে দাবী করেন । তবে যারা রিয়েল ব্লগার তাদের শুরুতা দেখলেই বোঝা যায় । আর যারা নাস্তিক তাদেরও শুরু থেকেই চেনা যায় । ব্লগের ৯৩ থেকে ৯৫ ভাগ মানুষই আস্তিক । এবং শান্ত প্রিয় ভদ্র ব্লগার । আর এর মাঝেই ৩ থেকে ৫জন হন জ্ঞানপাপী খ্যাতি অর্জনের জন্য ধর্মের বিরুদ্ধে কুৎসা রটনা কারী অর্থাত নাস্তিক । আর এদের কাজই হয় একে অপরের নিয়ে না জানা না বুঝার নানান ধরনের খোঁচা মারার কথা । অথচ এদের মধ্যে বিন্দু মাত্রা ধর্ম সম্পর্কে কোন নলেজ নেই । আর তাদের কারণেই সমাজে বা ব্লগে ও মিডিয়া গুলোতে অস্থিতিশীলঅবস্থার সৃষ্টি হয়ে থাকে । আর একটি সময় দেখা যায় কেও একজন তাদের হত্যা হরেন । তখনই তারা পত্রিকার খবরে হেড লাইন হন । আর তখনই তাদের মৃত মহাপন্ডিতগিরির লেখা গুলো পত্রিকায় হেড লাইন বা বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে ছিঁটে পড়ে । তখনই তাদের লেখাগুলো পড়ে মানুষের কাছে তাদের আসল রূপগুলো ধরা খায় ।এবং তাদের জন্যই একটি সময় এসে অনেকের মনে ধারণা তৈরি হতে থাকে ব্লগাররা নাস্তিক ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪২
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই জি ভাই আমি ক্লাস ফোর পযন্ত লিখা পড়া করে এসেছি ব্লগিং করার জন্য । মনে হয় ভুল করে ফেলেছি ।
ঈদমুবারক ।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০০
আমি মিন্টু বলেছেন: খুব ভালো বলেছেন ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাই
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১০
রায়হান মোল্লা বলেছেন: আপনার কথায় আমিও এক মত।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ রায়হান মোল্লা ভাই ।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৯
সত্যান্বেসী বলেছেন: আপনি যে ক্লাস ফোর অবধি পড়েছেন তা তো আপনার বাংলা লেখা দেখেই বুঝা যায় | শুধু টাইটেল নয় লেখার বহু অংশে ভুল | এবং আরো ভুল মুক্তমনাদের বিষয়ে | ব্লগের ৯৩ থেকে ৯৫ শতাংশ আস্তিক আর ৩ থেকে ৫ শতাংশ নাস্তিক : এই পরিসংখ্যানগত তথ্য পেলেন কোথায় ? এটি কি বাংলাদেশের ব্লগের পরিসংখ্যান না বিশ্বের ব্লগের পরিসংখ্যান ? তথ্য সুত্র উল্লেখ করবেন তো মশায় । এ থেকে বুঝা যায় যে আপনি রিসার্চ করতেও জানেন না । আমি সম্পূর্ণ নাস্তিক ব্লগ দেখেছি যেখানে শুধু নাস্তিকরা ধর্মের সমালোচনা করে | কোনো আস্তিক সেইখানে থাকে না |
মুক্তমনারা ধর্মের ব্যাপারে বুঝেন না আর আপনারাই শুধু বুঝেন তাই না ? যাই হোক আপনার জ্ঞানের যে পরিচয় পেয়েছি তাতে আর ধর্মের ব্যাপারে আলোচনা করে লাভ নেই । আপনি বুঝবেন না |
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ঠিক । আপনি ভালো বুঝেছেন । থ্যাঙ্কস
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪০
রোষানল বলেছেন: মুক্তমনা বানানটা ভুল হয়েছে , হবে মুত্রমনা
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬
হাসান কালবৈশাখী বলেছেন:
"আর একটি কেও তাদের হত্যা হরেন"
এইডা কি লেখলেন?
শিরোনামে ভুল, বাক্যে ভুল, বানান ভুল .. । আপনে কোন মাদ্রাসায় ফোর পযন্ত লেখাপড়া করেছেন?
এই বিদ্যা নিয়া কয়টা ব্লগার মারতে পারবেন?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯
ব্লগ সার্চম্যান বলেছেন: আপনাদের শুধু চোখে না মনেও ভালো পাওয়ারের চশমা পড়তে হবে ।
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৫
বাড্ডা ঢাকা বলেছেন: আপনার লেখার যুক্তির সাথে সহমত আছি । ভালো বলেছেন । ধন্যবাদ । আর হ্যা আপনার লেখার ভিতরে কিছু টাইপিং মিশ হয়েছে
সম্ভবত পারলে ঠিক করে নিবেন ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২০
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬
Blogger Zubair বলেছেন: আপনি কি মূর্খ?
শিরোনামে ভুল লিখেছেন
মানুষের কাছে "নাস্তিকতা" হয়ে ওঠেন ?
ঠিক করার অনুরোধ