নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

নতুন করে আরেকটি যুদ্ধের প্রয়োজন বাঙলাকে শত্রু এবং দালালমুক্ত একটি দেশ গড়ার লক্ষে ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

সৃষ্টির সূচনা লগ্ন থেকেই প্রতিনিয়ত হাজারো সমস্যার বুক্তভুগী আমাদের প্রিয় বাংলাদেশ । আর আমরাও বটে বাঙালী যদি পৃথিবীতে গাড়ের রগ টেরার জন্য কোন পুরুষ্কার দেওয়ার
আয়োজন করে তাতেও আমরা এক নাম্বার স্থানেই থাকব । আর থাকবই না কেন জাতে বাঙালী । নাহলে এত সমস্যার মোকাবেলা করে দেশের মানুষ ও দেশকে টিকিয়ে রাখা কোন সরকারের পক্ষে কখনই সম্ভব হত না । যাই হোক আজ আর সরকারকে নিয়ে কোন কথা না আজ নিজেদের নিয়ে কিছু বলার সময় এসেছে। দেখা গেছে ফারাক্কা নিয়ে সমস্যা কাল আবার টিপাইমুখ বাধ নিয়ে পরশু সীমান্ত চুক্তি তাছাড়া পার্বত্য এলাকায় অশান্তি বাহিনীর লোকদের শান্ত করা । এমন অসংখ্যা সমস্যার সমাধান করেও আমরা বাঁচতে শিখেছি । এটাই বা কয়টি দেশ পারে । দীর্ঘ রক্তক্ষয়ী স্বাধীনতার যুদ্ধ তার মাঝেই লাক্ষ লাক্ষ
মানুষের রক্ত আর এসবের বিনিময়ে বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা । কিন্তু স্বাধীনতা ছিল একখন্ডিত ভুখন্ড নিয়ে । বঙ্গবঙ্গের যে বাংলা
তার ৬৪ শতাংশ নিয়ে গঠিত হয় পূর্ব পাকিস্তান যা ১৯৭১ সালে হয় বাংলাদেশ । অথাৎ বাংলার শুরুই হয়েছে অনেক বঞ্চনার মাঝে ।
আর এখন দেশটির বিরুদ্ধে চলছে আন্তর্জাতিক হায়েনাদের নগ্ন থাবার চক্রান্ত । আর এই আন্তর্জাতিক চক্রান্তকারী হায়েনাদের শুরু থেকে সমর্থ করে আসছেন আমাদেরই জাত ভাই কিছু নিম্নমনের
স্বার্থবাদী দালাল জন গোষ্ঠি । এবং তারাই এদেশের মানুষের রক্ত দিয়ে দেশের শুরু হলি খেলে আসছেন এবং এখন তারা এদেশের
মানুষের রক্তের হলি খেলায় বড় উম্মাদ মগ্ন মাতাল । তারা তাদের প্রতিটি পদক্ষেপে দেশের অশান্তি বৃশিংখলা টেনে আনছেন । তারা পদে পদে এ দেশের মানুষের শান্তি নষ্ট করে অশান্তি সৃষ্টি করে কল্ঙকিত করতে চাচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বভকে ।
তাই আমাদের সকলকে দলমত নিরবিশেষে একত্রিত হয়ে দেশ ও দেশের মানুষের জন্য এবং এ দেশের নতুন প্রজম্মকে একটি সুন্দর সবুজ শ্যামল উপহার দেওয়ার জন্য ওই সব কালোবাজারি
চক্রান্তকারী আন্তর্জাতিক হায়নাদের বিরুদ্ধে লড়ে যেতে হবে ।
আর এ লড়াই হবে নতুন করে বাঙলাকে শত্রু এবং দালালমুক্ত একটি দেশ গড়ার লক্ষে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.