নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

ফিরে পাওয়া গেলো ৮০০ বছর আগে হারানো সেই বালককে ।

১২ ই মে, ২০১৬ দুপুর ১২:১৩


৮০০ বছর বয়স কীভাবে হয়? আর ৮০০ বছর আগের মানুষ এখনো বেঁচেই বা কি করে থাকে ? আর তাকে বালকই বা বলা হচ্ছে কেন? আসলে যে বালকের কথা বলা হচ্ছে সে বালকটি ৮০০ বছর আগে বালক বয়সে তার মৃত্যু হয়েছিল। তার মৃতদেহ মমি করে সংরক্ষণ করা হয়। আর সম্প্রতিক কালে রাশিয়ার সালেখার্দ শহরে সেই মমিটির সন্ধান মিলেছে। কার্বন ডেটিং করিয়ে জানা গেছে মমিটির বয়স ৮০০ বছর।শতাব্দীর পর শতাব্দী তার কোনো খোঁজ ছিল না। এত দিন পর তার খোঁজ তো মিলেইছে রুশ বিজ্ঞানীরা তার ডিএনএ মিলিয়ে খুঁজে বের করেছেন তার আত্মীয়স্বজনদেরও।রাশিয়ায় মমি করে মৃতদেহ সংরক্ষণের রেওয়াজ খুব বেশি ছিল বলে জানা যায় না। কিন্তু ৮০০ বছর আগে এক বালকের মৃতদেহকে মমি করে রাখা হয়েছিল। এই তথ্য প্রত্নতত্ত্ববিদদের যেমন চমকে দিয়েছে তেমনই চমকে দিয়েছে নৃতত্ত্ববিদদেরও। মমিটি নিয়ে একাধিক গবেষণা শুরু করেছেন রুশ বিজ্ঞানীরা।

এট সেই ৮০০ বছরের পুরনো মমিটি এখনো ঘুমিয়ে আছে।
রাশিয়ার কোন জনগোষ্ঠীর মধ্যে মমি করার রেওয়াজ ছিল পরীক্ষা করে জানার চেষ্টা হয়েছে তাও। মমিটি থেকে ডিএনএ র নমূনা সংগ্রহ করে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। পরীক্ষা করে বোঝা গেছে আধুনিক রাশিয়ায় সাইবেরিয়ান বলে যারা পরিচিত তাদের ডিএনএর সঙ্গে ওই বালকের ডিএনএর মিল রয়েছে। আধুনিক সাইবেরিয়ান জনগোষ্ঠীর পূর্বপুরুষ ওই ৮০০ বছরের বালক বলছেন বিজ্ঞানীরা।
তথ্যসূত্যঃ ইন্টারনেট ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৬ দুপুর ১:২৬

মুক্তমনা আরিফুল বলেছেন: খুবই অবাক করার মত বিষয় :|

১৫ ই মে, ২০১৬ দুপুর ১:১৮

ব্লগ সার্চম্যান বলেছেন: আমিও খুব অবাক হয়েছিলাম ।

২| ১২ ই মে, ২০১৬ দুপুর ১:২৬

মুক্তমনা আরিফুল বলেছেন: খুবই অবাক করার মত বিষয় :|

১৫ ই মে, ২০১৬ দুপুর ১:১৯

ব্লগ সার্চম্যান বলেছেন: আমিও খুব অবাক হয়েছিলাম ।

৩| ১২ ই মে, ২০১৬ দুপুর ১:৩২

ডরোথি গোমেজ বলেছেন: নিচের ছবিটাই কি সেটা?

১৫ ই মে, ২০১৬ দুপুর ১:১৯

ব্লগ সার্চম্যান বলেছেন: মনে হয়।

৪| ১২ ই মে, ২০১৬ দুপুর ১:৪৫

অপরাধ দমন কমিশন বলেছেন: শেষ যুগ বলে কথা । আরো কত ঘটনা দেখতে হবে ।

১৫ ই মে, ২০১৬ দুপুর ১:২০

ব্লগ সার্চম্যান বলেছেন: কি বলছেন ভাই যুগের শেষ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.