নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কার্ড রেজিস্ট্রেশন ও আমার কিছু কথা

২২ শে মে, ২০১৬ রাত ৩:৫৬


বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কার্ড রেজিস্ট্রেশনের শুরু থেকেই আমার মাথায় এর কিছু যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ঝাগে ।
এর সাথে সাথে আমার মনে হয় যারা আমরা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কার্ড রেজিস্ট্রেশন করেছি, তারা হয়ত
অনেকেই নিজের অজান্তে ভুল করে বিপদের মুখে পা দিয়ে রেখেছি ।

ব্লগার ভাই বোনেরা আপনেরা যারা ছোট হউক আর বড় হউক ব্যবসা করছেন, তাদের কাছে আমার ছোট
একটি প্রশ্ন আপনারা কি কখনো চাইবেন যে আপনাদের ব্যবসায় লোকসান হোক ?

সূতারাং এইযে এত বড় বড় মাপের সীম ব্যবসাহী বা সীম কম্পানীগুলো কি কখনো চাইবে তাদের ব্যবসায়
লোকশান হোক ?

তারা অর্থাৎ সীম কম্পানীগুলো যে কোন উপায়ে হোক দেখা যাবে দেশের যদি ৩০% সীম নিবন্ধন হয় তাহলে কম্পানী কম হলেও
৯৫% সীম রেজিস্ট্রেশন কম্পিলিট দেখাবে ।

এবার দেখি তারা কি ভাবে ৯৫% থেকে ৩০ মাইনেস করলে থাকে মাত্র ৬৫% সীম আর এই বাকী ৬৫% সীম
মিথ্যে জালিয়াতি নিবন্ধন দেখাবে ।
অনেকের মনে প্রশ্ন জেগেছে সেটা কিভাবে ?

উত্তর আমরা যখন বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কার্ড রেজিস্ট্রেশন করছি তখন আমাদের ফিঙ্গার পিনগুলো তাদের কাছে
জমা হচ্ছে অন্যদিকে আমাদের দেয়া ছবি ও ভোটার আইডি কাডের ফটোকপিও থাকছে আর একটি ন্যাশানাল আইডি কার্ডের
নম্বার দিয়ে কম হলেও দশটি করে সীম রেজিস্ট্রেশন করা যাবে ।

তাহলে সীম কম্পানীগুলো তাদের হাতে যে কাগজগুলো জমা পড়ছে সেগুলোকে কম্পানী ফটোকপি করে রেজিস্ট্রেশন ছাড়া
সীমগুলোকে রেজিস্ট্রেশন করে নিবে । তাছাড়াও এই আধুনিক বৈজ্ঞানীক ও তথ্যপ্রযুক্তির যুগে সফটৈয়ারতো আছেই
তাহলে আর লাগে কি ?

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৬ সকাল ৭:৩৯

রাশেদ রাহাত বলেছেন: সব চাইতে মজার দুঃখ জনক কথা হলো সেদিন স্বচোক্ষে দেখলাম। যে একজনের আইডি কার্ড আরেকজন ফিঙ্গার দিয়ে রেজিষ্ট্রেশন করছে।

২২ শে মে, ২০১৬ দুপুর ১:০৪

ব্লগ সার্চম্যান বলেছেন: সরকার সব জায়গায় মাথা গামায় ঠিক আছে । তবে নাটক নাটকই আর ইঞ্জিনিয়ারিং আইডি হিসাব আলেদা এই আর কি ।

২| ২২ শে মে, ২০১৬ সকাল ৭:৪২

রাশেদ রাহাত বলেছেন: ধরুন যদি আমার আইডতে ২০টা সিম নিবন্ধন হয়েগেছে। কিন্তু যেখানে আমি নিজে মাত্র ৩টা করছি। তুল কালাম কইরা পালামু।

২২ শে মে, ২০১৬ দুপুর ১:০৫

ব্লগ সার্চম্যান বলেছেন: তুল কালাম কইরা পালামু।
শুধু আপনি না আমরাও দেশের আপমান জনগণ একই কথা বলি ।

৩| ২২ শে মে, ২০১৬ সকাল ৯:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: উদ্বিগ্ন হবার কিছু নাই,
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের
ডেড লাইন শেষ হলে আপনার সেল ফোনে
একটি ম্যাসেজ দিয়ে জানানো হবে আপনার
এনআইডিতে সর্বমোট কতটি সিম নিবন্ধিত হয়েছে।
যদি হিসেবে গড় বড় দেখেন তা হলে সাথে সাথে অভিযোগ
করবেন। আশাকরি প্রতারণার সুযোগ থাকবেনা।

২২ শে মে, ২০১৬ দুপুর ১:০৭

ব্লগ সার্চম্যান বলেছেন: সেটাই ভাবছি নূর মোহাম্মদ নূরু ভাই ।

৪| ২২ শে মে, ২০১৬ সকাল ১০:১৮

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে করাপটেড ... আবার সততা!

২২ শে মে, ২০১৬ দুপুর ১:০৮

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভালো মন্তব্য দিয়েছেন ।

৫| ২২ শে মে, ২০১৬ সকাল ১১:৫১

ঠ্যঠা মফিজ বলেছেন: এই আধুনিক বৈজ্ঞানীক ও তথ্যপ্রযুক্তির যুগে সফটৈয়ারতো আছেই
তাহলে আর লাগে কি ?

সহমত

২২ শে মে, ২০১৬ দুপুর ১:০৮

ব্লগ সার্চম্যান বলেছেন: ঠিক যা বলেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.