![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই সফরে ফেরেশতা জিবরাইল মুহাম্মদ (সাঃ) এর সফরসঙ্গী ছিলেন।
১। ঊর্ধ্বাকাশে সিদরাতুল মুনতাহায় তিনি আল্লাহ'র সাক্ষাৎ লাভ করেন।
২।প্রথম আসমানে আদম (আঃ) সাথে সাক্ষাৎ হয়েছিল ।
৩।দ্বিতীয় আসমানে ইয়াহইয়া (আ এবং ঈসা (আ
এর সাথে সাক্ষাত লাভ করেন ।
৪।তৃতীয় আসমানে ইউসুফ (আঃ) এর সাথে সাক্ষাত লাভ করেন ।
৫।চতূর্থ আসমানে ইদ্রীস (আঃ) এর সাথে সাক্ষাত লাভ করেন ।
৬। পঞ্চম আসমানে হারুন (আ এর সাথে সাক্ষাত লাভ করেন ।
৭।ষষ্ঠ আসমানে মূসা (আ এর সাথে সাক্ষাত লাভ করেন ।
৮। সপ্তম আসমানে ইব্রাহীম (আ এর সাথে সাক্ষাত লাভ করেন ।
১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
ব্লগ সার্চম্যান বলেছেন:
সত্যান্বেষী ০০৭ এটা আপনার ব্লগ স্টার্স ।
পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ২টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ২ দিন ১১ ঘন্টা
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ০ জন
তর্ক করলে আমি বহু করতে পারি কিন্তু করব না । আল্লাহু আপনার ভিতরেও আছে । আল্লাহুর রূপের শেষ নাই ।করেনতো মনে হয় মূর্তি পূজা আল্লাহুকে চিনবেন কি ভাবে ।
২| ১৩ ই জুন, ২০১৬ রাত ৩:৫৭
রাতমজুর বলেছেন: নিরাকার ঈশ্বরের আবার আকার কি?!
১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ভন্ড মূর্তি পূজারিরা কখন আল্লাহু মর্ম বুঝবে না ।
৩| ১৩ ই জুন, ২০১৬ ভোর ৪:৪০
আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: পবিত্র রাসুল সা.-এর মিরাজ সত্য।
১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ।
৪| ১৩ ই জুন, ২০১৬ ভোর ৫:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাতমজুর বলেছেন: নিরাকার ঈশ্বরের আবার আকার কি?!
তাইলে আকার বানাইনা পূজা করেন কেন?
আল্লাহ নিরাকার নন।
১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই কি আর কমু ! ভন্ড মূর্তি পূজারি আবালদের কখন আল্লাহুর সম্পর্কে বোঝান যাবে না । এদের কে নিয়ে মহা মসিবতে আছি । অন্যদিকে দেখছি আইজ কাল ব্লগের মালিকেরা আমার পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দিতেছে ।
যাই হোক আল্লাহু যদি আমাদের হেদায়েত করেন ।
৫| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৩৯
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ পোস্টির জন্য ।
সামুর পাতায় যেহেতু সকল ধর্মমতের মানুষ বিচরণ করেন সেহেতু এই পোস্টের লিখার সাথে নিম্মোক্ত কিছু বিবরণ দিলে ভাল হতো বলে হয় । যথা মিরাজ কখন সংগঠিত হয়েছিল , মিরাজের বাহন কি ছিল , যাত্রাপথে যাদের সাথে নবিজীর ( সা দেখা হয়েছিল তাঁদের সাথে উনার কি ধরনের কথা হযেছিল , রাব্বুল আলামীন আল্লাহ পাকের সাথে রাসুল(সা
সাক্ষাতে কি কথাবার্তা হয়েছিল , তিনি যে সেখান থেকে অালালার কাছ হতে বিশ্বমানবতার সকলের প্রত্যহ পাঁচবার সাক্ষাতের সুযোগ সম্বলিত নিয়ম পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন সে কথাটা জানান দেয়া হলে সকল ধর্মমতের লোকদের জন্য মিরাজের সত্যিকার তাৎপর্য পরিস্কার হতো। প্রত্যহ পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করার সময় প্রত্যেক মুমিন আল্লার সহাচর্চ পায় ।
ভাল থাকার শুভ কামনা থাকল
২২ শে জুলাই, ২০১৬ রাত ১:৩৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই দেখী সুযোগ করে বিস্তারীত নিয়ে একটা পোস্ট লেখমু ।
৬| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৯
মাসূদ রানা বলেছেন: ছোট হলেও সুন্দর পোস্ট
২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৯
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ মাসূদ রানা ভাই ।
৭| ২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৮
জুয়াড়ি বলেছেন: @একাই একশো ...bhai akhono shomoy ase Islam er pothe fire ashen.....bolen
There is no god but God. Muhammad is the messenger of God.
لا إله إلا الله محمد رسول الله
২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১০:২৭
ব্লগ সার্চম্যান বলেছেন: হবে ভাই একদিন হবে
সব হারিয়ে তবে ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৬ রাত ৩:৩৮
সত্যান্বেষী০০৭ বলেছেন: আল্লাহর সংগে কি উনার সরাসরি দেখা হয়েছিল? আল্লহ কে উনি কি রূপে দেখেছিলেন? একটু বিশদ বলবেন।