নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের কিছু ইতিহাস

২৫ শে জুলাই, ২০১৬ রাত ১:০৫


মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ হল যুক্তরাষ্ট্রে সংগঠিত এক আঞ্চলিক বিরোধ যা মূলত মার্কিন ফেডারেল সরকার আর বিপ্লবী ১১ টি দাস নির্ভর প্রদেশের মাঝে সংগঠিত হয়। রাষ্ট্রপতি জেফারসন ডেভিস এর নেতৃত্বে এই ১১ টি প্রদেশ পুর্বেই নিজেদেরকে মূল যুক্তরাষ্ট্র হতে আলাদা ঘোষণা করেছিল এবং নামকরণ করেছিল কনফেডারেট স্টেটস অব আমেরিকা। তাদের বিরুদ্ধে ছিলো রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন এর ইউনিয়ন সরকার আর মার্কিন রিপাবলিকান দল যারা দাস প্রথার বিস্তারের ঘোর বিরোধী ছিল ।
যুদ্ধের সূচনাঃ
চার বছর ব্যাপী এই যুদ্ধের সূচনা ঘটে ১৮৬১ সালের ১২ই এপ্রিল যখন কনফেডারেট বাহিনী ফোর্ট সামটারে অবস্থানকারী এক ফেডারেল বাহিনীকে আক্রমণ করেন। সেই সূচনাদায়ী খন্ডযুদ্ধটি ফোর্ট সামটারের খন্ডযুদ্ধ নামে পরিচিত। আমেরিকার গৃহযুদ্ধ আন্তঃ প্রাদেশিক যুদ্ধ নামেও পরিচিত অথবা শুধুমাত্র গৃহযুদ্ধ যেটা ১৮৬১ সালে শুরু হয়ে ১৮৬৫ সাল অবধি সংঘটিত হয়ে ছিল যখন আমেরিকার সাতটি দাসরাজ্য আমেরিকান ইউনিয়ন বর্জন করে কনফেডারেট স্টেটস অফ আমেরিকা তৈরী করে। বাকি প্রদেশ বা রাজ্য যেগুলো ইউনিয়নের সাথে থেকে যায় সেগুলো ইউনিয়ন অথবা উত্তর নামে প্রচলিত থাকে। যুদ্ধের শুরুটা হয় দাসপ্রথা সম্পর্কিত খুব ই নগন্য একটি ব্যাপার থেকে আর সুনির্দিষ্টভাবে পশ্চিমা অঙ্গরাজ্যগুলোতে দাসপ্রথার প্রসারন নিয়ে। বিদেশী কোন শক্তি কোন ধরনের হস্তক্ষেপ করেনি। চার বছর ব্যাপী সেই যুদ্ধে ৬০০ ০০০ এর ও বেশি সৈন্য মারা যায় এবং দক্ষিনের বেশীরভাগ স্থাপনা ধ্বংসের সম্মুখীন হন। কনফেডারেসি ধ্বংসপ্রাপ্ত হয় দাসপ্রথা বিলুপ্ত হয় একই সাথে শুরু হয় জাতীয় ঐক্য এবং সদ্য স্বাধীন দাসদের তাদের প্রতিশ্রুত অধিকার দেবার অত্যন্ত কঠিন পুনঃনির্মান প্রক্রিয়া। ১৮৬০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বাধীন রিপাব্লিকার পার্টি ইউনাইটেড স্টেটসের অঙ্গরাজ্যগুলোতে দাস্প্রথার বিস্তার এর বিরোধিতা করে। লিঙ্কন জয়লাভ করেন কিন্তু তার দায়িত্বগ্রহনের পূর্বেই ১৮৬১ সালে সাতটি দাসরাজ্য যেগুলোর অর্থনীতি ছিল তাঁত ভিত্তিক কনফেডারেসি গঠন করে। বিদায়ী ডেমক্রেটিক প্রেসিডেন্ট জেমস বুকানন এবং ক্ষমতাসীন রিপাব্লিকানরা এই বর্জনকে বেআইনি বলে প্রত্যাখ্যান করেন। লিঙ্কনের উদ্বোধনি বক্তব্য ঘোষণা করে যে তার প্রশাসন গৃহযুদ্ধ শুরু করবেনা। আটটি অঙ্গরাজ্য ইউনিয়ন বর্জনের আহবান ক্রমাগত প্রত্যাখ্যান করতে থাকে। কনফেডারেট বাহিনী কনফেডারেসির অধীন অসংখ্য দুর্গ দখল করে। তার মধ্যে একটি শান্তি আলোচনা সংঘটিত হয় এবং তা কোন ধরনের সমাধানের পথ দেখাতে ব্যার্থ হয় এবং দুই পক্ষ রণসাজে সজ্জিত হতে থাকে। কনফেডারেটরা আশা করছিল যে ইউরোপিয়ান শক্তিগুলো হস্তক্ষেপ করবে কেননা তারা কিং কটন এর প্রতি অতিমাত্রায় নির্ভরশীল। পরিহাসের বিষয় তারা কেউই তা করেনি এবং কেউই সেই নতুন কনফেডারেট শক্তিকে স্বীকৃতি প্রদান করেননি। সহিংসতা শুরু হয় ১৮৬১ সালের ১২ ই এপ্রিল যখন কনফেডারেট ফোর্স ফোর্ট সামটারের উপর গোলা বর্ষন করে। সেটি ছিল ইউনিয়ন বাহিনীর অধীন সাউথ ক্যারোলিনার খুবই গুরুত্বপূর্ণ দূর্গ। লিঙ্কন সেই দুর্গ পুনরুদ্ধারের জন্য প্রতিটি অঙ্গরাজ্য হতে সৈন্য সরবরাহের ডাক দিলেন। পরবর্তীতে আরো চারটি দাসরাজ্য কনফেডারেসিতে যোগ দেয় এবার সর্বমোট কনফেডারেট রাজ্যের সংখ্যা দাঁড়ায় ১১টিতে। ইউনিয়ন সীমান্তবর্তী রাজ্যগুলোর দখল নেয় এবং নৌ অবরোধ সৃষ্টি করে ফলশ্রুতিতে দক্ষিনের অর্থনীতি একেবারে ভেঙ্গে পড়ে। ১৮৬১ ও ১৮৬২ সালের সময়কালে প্রাচ্যের ভূমিকা যথেষ্ট প্রশ্নবিদ্ধ ছিল। ১৮৬২ সালের হেমন্তে কনফেডারেটরা মেরিল্যান্ডে জড় হয় যেটা কিনা ছিল একটি ইউনিয়ন অঙ্গরাজ্য। পরবর্তীতে ইংরেজ হস্তক্ষেপে কনফেডারেটরা পিছু হটতে বাধ্য হয়। লিঙ্কন তার বিখ্যাত Emancipation Proclamation ঘোষনা করেন এবং এর মাধ্যমে তিনি দাসপ্রথা রহিত করাকে অভিলক্ষ্য হিসেবে ঘোষনা করেন। ১৮৬২ সালে ইউনিয়ন বাহিনী পশ্চিমাঞ্চলে কনফেডারেট নৌবাহিনীকে ধ্বংস করে এবং তারপর পশ্চিমাঞ্চলের কনফেডারেট বাহিনীর বৃহৎ অংশই ধ্বংসপ্রাপ্ত হয়। ইউনিয়ন বাহিনীর ভিক্সবার্গ দখলে কনফেডারেসি মিসিসিপির দুইপাশে দুইটি ভাগে বিভক্ত হয়ে যায়।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১:৩৮

অরুনি মায়া অনু বলেছেন: কত কঠিন যুদ্ধ লেখা, মাথায় ঢুকি ঢুকি করেও ঢুকলনা :(
তবুও পড়েছি :)

২৫ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৪৮

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ অনু আপু । শুভ সকাল । :)

২| ২৫ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কিপ্টেমীর সীমা আছে...............পরেরবার যেন না হয় সাবধান করে দিলুম। ;)

২৫ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫১

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ প্রিয় কি করি আজ ভেবে না পাই ভাই । শুভ সকাল । নেট এমবি কম আছে তাই একখানেই কাম ছাড়ছি । আবার নতুন নেট
পেকেজ কেনার পরে বেশি করে দিমুনি । প্লীজ মন খারাপ কইরেন না ।

৩| ২৫ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫১

হাকিম৩ বলেছেন: ইতিহাস যতই পড়ি ততই পড়তে মন চায় । ভালো লেখা ।

২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৩

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।

৪| ২৫ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৪

অরুনি মায়া অনু বলেছেন: শুভ সকাল :)
কিন্তু এইটা আমি মন্তব্যের প্রতিউত্তর হিসেবে ঐ বক্সে দিতে পারলামনা। সিলেক্টইই হলোনা :(

২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৪

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ আপু ।সিষ্টেম নাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.