![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধু ভরা জৈষ্ঠ মাসে
মুখেতে লোভের জল আসে
কিছের এত ঘ্রাণ পাই নাকে
মন হয় আম কাঠাল নামে
কেহ আমায় ডাকে
বার বার ছুঁটে যেতে তারই পাশে ।
তরমুজ, আনাররসের, রসের নাই শেষ,
জাম পেকে লাল তসতসে
আরও কত শত ফলের নাইরে শেষ
এই বুঝি মোর মৌ মাখা সোনার বাংলাদেশ ।।
২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৩
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।আমের চেয়ে কাঁঠাল বেশি আমার পছন্দ ।
২| ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আরো লিখুন
আর ছড়ার ছন্দ মাত্রা নিয়ে পড়ুন বেশী বেশী করে
২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৫
ব্লগ সার্চম্যান বলেছেন: জী ফাতেমা আপু তাই করছি এখন থেকে । ধন্যবাদ আপু ।
৩| ২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার ফলের ছড়া।
২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫২
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক ভাই ।
৪| ২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর ছড়া লেখছেন ভাই ব্লগ সার্চম্যান ।
২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫৩
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ঠ্যঠা মফিজ ভাই ।
৫| ২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২১
শুভ্র বিকেল বলেছেন: ছোট্ট কিন্তু অনেক সুন্দর ছড়া। শুভকামনা।
২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ শুভ বিকেল ।
৬| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৬
অরুনি মায়া অনু বলেছেন: ঠিক বলেছেন। সত্যিই আমাদের মৌ মাখা সোনার বাংলাদেশ। আম,জাম কাঁঠাল,লিচুতে ভরে উঠুক আপনার আঙিনা।
২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫৫
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ অরুনি মায়া অনু আপু ।
৭| ২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটিরকম লাগল।
২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫৬
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র ভাই ।
৮| ২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটিরকম লাগল।
২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫৬
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র ভাই ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৮
অচল অধম বলেছেন: কাঁঠালের চেয়ে আম আমার বেশি পছন্দ।
ছরাডা আমের মতই মাজা লাগছে।