নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

মিশরের রাজধানী তাঁবু শহরের ইতিহাস

২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০৩


ফুসতাত মূলত ছিল মুসলিম শাসনের অধীনে মিশরের একটি রাজধানী। মুসলিম সেনাপতি আমর ইবনুল আস ৬৪১ সালে মিশর জয়ের পর এই শহর নির্মাণ করা হয়। মিশর এবং আফ্রিকায় নির্মিত প্রথম মসজিদ আমর ইবনুল আস মসজিদ এখানে অবস্থিত। ক্রুসেডারদের হাত থেকে ফুসতাতের সম্পদ দূরে রাখার জন্য উজির শাওয়ার ফুসতাতকে আগুনে পুড়িয়ে দেওয়ার আদেশের পূর্ব পর্যন্ত এর গুরুত্ব এরূপ ছিল। পরবর্তীতে শহরের বাকি অংশ কায়রোর অংশ করে নেওয়া হয়। ফাতেমীয়রা ৯৬৯ খ্রিষ্টাব্দে ফুসতাতের উত্তরে খলিফার রাজকীয় আবাস হিসেবে কায়রো গড়ে তুলেছিল। অঞ্চলটি এরপর শত বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকে এবং ভাগাড় হিসেবে ব্যবহার হতে থাকে।
বর্তমানে ফুসতাত পুরনো কায়রোর অংশ। রাজধানী যুগের অল্প কিছু দালান এখনো টিকে রয়েছে। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে এখানকার অনেক ভূগর্ভস্থ নিদর্শন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে অনেক নিদর্শন কায়রোর ইসলামি শিল্প জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
প্রায় ৫০০ বছর ধরে ফুসতাত মিশরের রাজধানী ছিল। ৬৪১ সালে প্রতিষ্ঠার পর থেকে ৭৫০ সালে উমাইয়া খিলাফতের বিরুদ্ধে আব্বাসীয়দের বিদ্রোহের আগ পর্যন্ত ফুসতাতের কর্তৃত্ব অক্ষুণ্ণ ছিল। বিদ্রোহ মিশর ছাড়াও সমগ্র আরব অঞ্চলকে প্রভাবিত করেছিল। আব্বাসীয়রা ক্ষমতা পাওয়ার পর বিভিন্ন রাজধানীকে অধিকতর নিয়ন্ত্রণযোগ্য এলাকায় স্থানান্তর করে। ইতিপূর্বে দামেস্ক খিলাফতের প্রধান রাজধানী ছিল। আব্বাসীয়রা বাগদাদে নতুন রাজধানী স্থাপন করে। এই ধরনের স্থানান্তর অন্যত্রও ঘটে। মিশরে আব্বাসীয়রা ফুসতাত থেকে রাজধানী সরিয়ে আব্বাসীয় শহর আল আসকারকে নতুন রাজধানী করে। ৮৬৮ সাল পর্যন্ত এটি রাজধানী ছিল। ৮৬৮সালে তুলুনিদের ক্ষমতা লাভের পর অল্পকালের জন্য উত্তরের শহর আল কাতাইয়ে রাজধানী স্থানান্তর করা হয়।আল কাতাই ৯০৫ সাল পর্যন্ত রাজধানী হিসেবে টিকে ছিল। তারপর আল কাতাই ধ্বংস করে দেওয়া হয় এবং রাজধানী পুনরায় ফুসতাতে নিয়ে আসা হয়। ১১৬৮ সালে উজির শাওয়ার ফুসতাত পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেয়ার পর ফুসতাত রাজধানী হিসেবে তার অবস্থান হারিয়ে ফেলে। তারপর মিশরের রাজধানী কায়রোতে স্থানান্তর করা হয়।
এ শহরের নাম উৎপত্তি
মূলত একটি সাধারন ঘটনা থেকে ফুসতাতের নাম উদ্ভব হয়। মিশর বিজয়ের সময় সেনাপতি আমর ইবনুল আস ৬৪৬ সালে আলেক্সান্দ্রিয়া যাত্রা করার আগে একটি পায়রা তার তাবুতে ডিম পাড়ে। সেসময় রোমান ব্যবিলন দুর্গের উত্তরে তিনি শিবির স্থাপন করেছিলেন।আর সেকারণে আমর ইবনুল আস তাবুটিকে অক্ষত রাখার নির্দেশ দেন এবং যুদ্ধযাত্রা করেন। যুদ্ধে বিজয়ের পর তিনি সৈনিকদেরকে তার তাবুর চতুঃপার্শ্বে তাবু স্থাপনের নির্দেশ দেন এবং নতুন রাজধানীর নাম দেন মিসর আল ফুসতাত বা ফুসতাত মিসর। যথার্থ অনুবাদ না হলেও একে তাবুর শহর বলে ডাকা হয়।মিসর শব্দটি সেমেটিক ধাতু থেকে উদ্ভূত। আরবিতে একে দেশ মিশর ছাড়াও বড় শহর বোঝাতে ব্যবহার করা হয়। সেকারণে মিসর আল ফুসতাত যাকে তাবুর শহর বোঝায়। ফুসতাত মিসর দ্বারা মিশরের আচ্ছাদন বোঝায়। মিশরীয়রা এখনো কায়রোকে মিসর বা মাসর বলে থাকে যদিওবা এটি সমগ্র দেশের নাম। সেনাপতির তাবু স্থাপনের জায়গায় ৬৪২ সালে মিশরের প্রথম মসজিদ হিসেবে আমর ইবনুল আস মসজিদ নির্মিত হয়।
আমর ইবনুল আস মসজিদ। এটি মিশরে নির্মিত প্রথম মসজিদ। এই স্থানে সেনাপতি আমর ইবনুল আস তাবু স্থাপন করেছিলেন এবং তার পর ফুসতাত শহর গড়ে উঠে।
হাজার বছর ধরে বিভিন্ন রাজবংশের শাসনামলে মিশরের রাজধানী থিবস এবং মেমফিসসহ বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয়েছে। ৩৩১ খ্রিষ্টপূর্বাব্দে মহান আলেকজান্ডার মিশর জয় করার পর ভূমধ্যসাগরের উপকূলে তার নামে নামকরণ করা আলেক্সান্দ্রিয়া নতুন রাজধানী হয়। প্রায় এক হাজার বছর পর্যন্ত সেই অবস্থা অক্ষুণ্ণ থাকে। ৭ম শতাব্দীতে খলিফা উমর ইবনুল খাত্তাবের শাসনামলে মুসলিমরা এই অঞ্চল জয় করে নেন। তিনি একটি নতুন রাজধানী স্থাপন করতে চাইছিলেন। ৬৪১ সালের সেপ্টেম্বরে আলেক্সান্দ্রিয়ার পতন ঘটলে সেনাপতি আমর ইবনুল আস নীল নদের পূর্ব তীরে নতুন রাজধানী স্থাপন করেন।প্রথমদিকে শহরের অধিবাসীরা ছিল সৈনিক এবং তাদের পরিবার। শহরের গঠন অনেকটা সেনাঘাটির মত ছিল। আমর ইবনুল আস ফুসতাতকে উত্তর আফ্রিকা ও বাইজেন্টিয়ামের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য একটি ভিত্তি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তিউনিসিয়ায় ৬৭০সালে কাইরুয়ান প্রতিষ্ঠার আগ পর্যন্ত আফ্রিকায় আরব বিস্তৃতির প্রাথমিক ঘাঁটি হিসেবে ফুসতাত ব্যবহৃত হয়েছে।সমগ্র ফুসতাত খিত্তা নামক বেশ কিছু গোত্রীয় এলাকা নিয়ে গড়ে উঠেছিল। এর কেন্দ্রে ছিল মসজিদ এবং প্রশাসনিক ভবনসমূহ।অধিকাংশ বাসিন্দা ইয়েমেন থেকে আসে। তার পরেই ছিল পশ্চিম আরবের বাসিন্দারা। তাদের সাথে কিছু ইহুদি ও রোমান ভাড়াটে যোদ্ধাও নগরের অধিবাসী ছিল। মিশরে যোগাযোগের জন্য সাধারণত আরবি ভাষা মৌখিক ও লিখিতরূপে ব্যবহৃত হত। তার পাশাপাশি কপ্টিক ভাষা ৮ম শতাব্দী পর্যন্ত ফুসতাতে প্রচলিত ছিল।
১১শ শতাব্দীতে তৈরি পাখির মোটিফযুক্ত লাস্টারওয়ার পাত্র। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে ফুসতাতে সিরামিকের অনেক টুকরো পাওয়া গেছে। ফাতেমীয় আমলে ফুসতাত সিরামিক পণ্য উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল বলে বোঝা যায়।
উমাইয়া খিলাফতের সময় ফুসতাত মিশরের ক্ষমতার কেন্দ্র ছিল। উমাইয়া খিলাফত ৬৬০ সাল থেকে ৭৫০সাল পর্যন্ত টিকে ছিল। মিশর ছিল গভর্নর শাসিত একটি প্রদেশ। দামেস্ক, মদিনা, বাগদাদ এসব কেন্দ্রীয় অংশ থেকে গভর্নর নিয়োগ করা হত। ফুসতাত গুরুত্বপূর্ণ শহর ছিল। ৯ম শতাব্দীতে এর জনসংখ্যা ছিল প্রায় ১,২০,০০০।তিউনিসিয়া ভিত্তিক ফাতেমীয় সেনাপতি জাওহার আল সাকিলি এই অঞ্চল দখল করেন। ৯৬৯ সালের ৮ই আগস্ট তিনি ফুসতাতের উত্তরে একটি নতুন শহর স্থাপন করেন। তার নাম দেওয়া হয় আল কাহিরা যা কায়রো বলে পরিচিত। ৯৭১ সালে ফাতেমীয় খলিফা আল মুইজ আল মানসুরিয়া থেকে আল কাহিরায় রাজধানী স্থানান্তর করেন। তবে সেসময় কায়রো ঠিক রাজধানী না বরং খলিফার রাজকীয় স্থান হিসেবে ব্যবহৃত হত এবং তার দরবার ও সেনাবাহিনী সেখানে অবস্থান করত। অর্থনৈতিক ও প্রশাসনিক দিক থেকে ফুসতাত রাজধানী হিসেবে বজায় থাকে। ফুসতাত বিস্তার লাভ করতে থাকে। ৯৮৭ সালে ভূগোলবিদ ইবনে হাওকাল তার লেখায় ফুসতাতকে বাগদাদের আয়তনের এক তৃতীয়াংশ বলে উল্লেখ করেছেন। ১১৬৮ সাল নাগাদ এর জনসংখ্যা ২,০০,০০০ হয়।ফুসতাত তার সমৃদ্ধি ছায়াময় রাস্তা, বাগান ও বাজারের জন্য প্রসিদ্ধ হয়ে উঠে। এখানে বহুতল বিশিষ্ট আবাসিক ভবন ছিল। এর মধ্যে কিছু ভবন সাত তলা পর্যন্ত উঁচু ছিল এবং এসব ভবনে কয়েকশত মানুষ থাকতে পারত। ১০ম শতাব্দীতে আল মুকাদ্দাসি এদেরকে মিনার হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে ১১শ শতাব্দীর শুরুর দিকে পারস্যের পর্যটক নাসির খসরু কিছু ভবন চৌদ্দ তলা পর্যন্ত উঁচু বলে উল্লেখ করেছেন। তিনি এসব ভবনের ছাদে বাগান ছিল বলে তিনি লিখেছেন যা সেচের জন্য ষাঁড় টানা পানি চাকা দ্বারা সম্পন্ন হয়।নাসির খসরু ফুসতাতের বাজারে বিক্রি হত এমন সুন্দর এবং মনোরম পণ্যের কথা লিখেছেন। তার মধ্যে রয়েছে মাটি ও স্ফটিকের তৈরি পণ্য এবং নানারকম ফুল ও ফল। শীতকালেও এসব ফুল ও ফল পাওয়া যেত। ৯৭৫সাল থেকে ১০৭৫ সাল পর্যন্ত ফুসতাত ছিল ইসলামি শিল্প ও স্ফটিক উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং বিশ্বের অন্যতম সম্পদশালী শহর।একটি সূত্র অনুযায়ী খলিফা মুইজকে প্রদান করা ফুসতাতের দৈনিক করের পরিমাণ বর্তমান মূল্যমানে প্রায় ১,৫০,০০০ মার্কিন ডলার ছিল। আধুনিক প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে ফুসতাতে স্পেন, চীন ও ভিয়েতনামের মত দূরবর্তী স্থানের শৈল্পিক নিদর্শন পাওয়া গেছে। খননের মাধ্যমে বসতবাড়ি ও রাস্তার জটিল পরিকল্পনা কাঠামো খুঁজে পাওয়া গেছে। একটি মৌলিক ইউনিট কেন্দ্রীয় উঠানের চারপাশ ঘিরে থাকা অনেকগুলো কক্ষ নিয়ে গড়ে উঠে। উঠোনের প্রধান প্রবেশপথ হিসেবে আর্চ‌যুক্ত তোরণ থাকত।

১২শ শতাব্দীর মধ্যভাগে আল আদিদ মিশরের খলিফা ছিলেন। তিনি কিশোর হওয়ার প্রশাসনে তার অবস্থান ছিল আনুষ্ঠানিক এবং প্রকৃত ক্ষমতা ছিল উজির শাওয়ারের হাতে। তিনি দীর্ঘদিন যাবত ক্রুসেডার এবং সিরিয়ার নুরউদ্দিন জেনগির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিলেন। তিনি এই দুই পক্ষের মধ্যে মিত্রতা বদল করতেন এবং তাদেরকে একে অন্যের বিরুদ্ধে লিপ্ত করান। এর মাধ্যমে তাদের এক পক্ষ অন্য পক্ষ কর্তৃক বাধাপ্রাপ্ত না হয়ে মিশর আক্রমণ করতে পারবে না এমনটা তিনি নিশ্চিত করেন।জেরুজালেমের রাজা প্রথম আমালরিক ক্রুসেডারদের সীমানা বৃদ্ধির জন্য অনেক বছর ধরে মিশর আক্রমণের চেষ্টা করছিলেন। ১১৬৮ সালে তিনি এই কাজে কিছু মাত্রায় সাফল্য লাভে সমর্থ হন। তিনি তার সেনাবাহিনী নিয়ে মিশর প্রবেশ করেন এবং বিলবাইস শহরে হানা দেন। শহরের প্রায় সকল অধিবাসীকে হত্যা করা হয়। তারপর তিনি ফুসতাতের দিকে রওনা দেন। তিনি শহরের দক্ষিণে শিবির স্থাপন করে। এসময় আল আদিদের বয়স ছিল ১৮ বছর। আমালরিক খলিফার কাছে আত্মসমর্পণের জন্য বার্তা পাঠান এবং বলেন যে নাহয় বিলবাইসের মত ভাগ্য বরণ করতে হবে।আমালরিকের হামলা অবশ্যম্ভাবী দেখতে পেয়ে তার হস্তগত না হওয়ার জন্য শাওয়ার ফুসতাত শহর জ্বালিয়ে দেয়ার নির্দেশ দেন। মিশরীয় ইতিহাসবিদ আল মাকরিজি এ প্রসঙ্গে বলেছেনঃ
শাওয়ার ফুসতাত খালি করার নির্দেশ দেন। তিনি নাগরিকদেরকে তাদের অর্থ ও সম্পদ ফেলে জীবন রক্ষার্থে সন্তানদের নিয়ে পালিয়ে যেতে বাধ্য করেন। এই পলায়নের ভীতি ও বিশৃঙ্খলার কারণে পলায়নরত জনতাকে ভূতের বিশাল বহরের মত মনে হচ্ছিল কেউ কেউ মসজিদ ও হামামে আশ্রয় নেয় বিলাবাইসের মত খ্রিষ্টানদের হত্যাকাণ্ডের প্রতীক্ষা করে। শাওয়ার ২০,০০০ ন্যাপথা পাত্র ও ১০,০০০ আলোক বোমা পাঠান এবং সেগুলো শহরময় বিতরণ করেন। অগ্নিশিখা ও ধোঁয়ায় শহর ভরে যায় এবং তা ভয়াবহভাবে আকাশ স্পর্শ করে। এই অগ্নিশিখা ৫৪ দিন পর্যন্ত ছিল।
ফুসতাতের ধ্বংসের পর সিরিয়ান বাহিনীর আগমন হয় এবং তারা সফলভাবে আমালরিককে প্রতিহত করে। খ্রিষ্টানদের প্রতিহত করার পর সিরিয়ানরা মিশর নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। শাওয়ারের অবিশ্বস্ততার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ফাতেমীয়দের শাসন কার্যত শেষ হয়ে যায়। সিরিয়ান সেনাপতি শিরকুহ ক্ষমতা লাভ করেন। এর কয়েকমাস পরে স্বাস্থ্যগত কারণে তিনি মারা যাওয়ার পর তার ভাইপো সালাহউদ্দিন মিশরের ক্ষমতা পান। শিরকুহ আইয়ুবী শাসনের সূচনা করেছিলেন।সেসময় ফুসতাত একটি মৃতপ্রায় শহরতলী হয়ে পড়ে। সরকারি কাজের জন্য এরপর নিকটস্থ কায়রো স্থায়ীভাবে রাজধানী করা হয়। সালাহউদ্দিন কায়রো ও ফুসতাতকে দেয়াল দ্বারা ঘিরে একই শহর হিসেবে গড়ার প্রচেষ্টা চালান। তবে এই প্রচেষ্টা সফল হয়নি।১১৬৬ সালে মাইমুনিদস মিশরে এসে ফুসতাতে বসতি স্থাপন করেন। এখানে তিনি একজন চিকিৎসক হিসেবে সুনাম অর্জন করেন। তিনি সালাহউদ্দিনের পরিবার উজির আল কাদি আল ফাদিল ও সালাহউদ্দিনের উত্তরসূরিদের চিকিৎসক হিসেবে কাজ করেছেন। তাকে রাইস আল উম্মা বা আল মিল্লাহ জাতির বা বিশ্বাসের প্রধান বলে সম্মান করা হত। ফুসতাতে থাকাকালীন তিনি মিশনাহ তোরাহ ও দালালাতুল হাইরিন রচনা করেন।
মামলুকদের শাসনামলে ফুসতাতের এলাকা ভাগাড় হিসেবে ব্যবহৃত হত। তবে এসময়ও এখানে কয়েক হাজার বাসিন্দা ছিল। তারা ছিল মূলত কুমার এবং আবর্জনা সংগ্রাহক। আবর্জনার স্তর কয়েকশত বছর ধরে এভাবে জমা হতে থাকে এবং ধীরে ধীরে জনসংখ্যা কমে যায়। ফলে একসময়ের ব্যস্ততম শহর কার্যত পরিত্যক্ত হিসেবে দেখা দেয়।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৩

অনন্যা ইসলাম বলেছেন: আহ ! ইতিহাস ! আমার বরাবরের প্রিয় বিষয় । সিরিজ আকারে লিখুন , না !

২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২৪

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ আপু ভালো থাকবেন ।

২| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৩

অনন্যা ইসলাম বলেছেন: আহ ! ইতিহাস ! আমার বরাবরের প্রিয় বিষয় । সিরিজ আকারে লিখুন , না !

২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ আপু ভালো থাকবেন ।

৩| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩২

আহলান বলেছেন: সুন্দর পোষ্ট .... ইতিহাসকে জানতে ভালোই লাগে ... নষ্টালজিক মনে হয় ...

২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪১

ব্লগ সার্চম্যান বলেছেন: সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আহলান ভাই ।

৪| ২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৯

পবন সরকার বলেছেন: সুন্দর পোষ্ট।

৫| ২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪৪

হাকিম৩ বলেছেন: অনেক কিছু সম্পর্কে জানা হল ।

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫২

ব্লগ সার্চম্যান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই ।

৬| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১২

চিন্তিত নিরন্তর বলেছেন: ভাল লাগল। ++++

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৩

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।

৭| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৭

লেখা পাগলা বলেছেন: বেশ ইতিহাস ও তথ্যবহুল পোস্ট ভালো লাগল ।

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৪

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।

৮| ২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

অরুনি মায়া অনু বলেছেন: কয়েকশত বছর পিছনে চলে গেলাম।

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৬

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ আপু ।

৯| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ২:৫৩

হানিফঢাকা বলেছেন: ধন্যবাদ আপানর লেখার জন্য। খুবই তথ্যবহুল লেখা। তবে আপনি মিশর এবং ইজিপ্ট নিয়ে একটু গুলিয়ে ফেলেছেন। আপনি বলেছেন "ফুসতাত মূলত ছিল মুসলিম শাসনের অধীনে মিশরের একটি রাজধানী।- কথাটা আসলে একটু অন্যভাবে হবে। যেমনঃ ফুসতাত মূলত ছিল মুসলিম শাসনের অধীনে ইজপ্টের একটি রাজধানী। এর কারন এই ফুসতাত ই ছিল প্রথম দিকে মিশর।

আরবী "মিশর" শব্দটা একবচন, বহুবচন হচ্ছে "আমসার"- এর অর্থ জনাকীর্ণ সুরক্ষিত নগরী। শব্দটা প্রপার নাউন (নাম বাচক বিশেষ্য) না, এটা কমন নাউন। এই ধরনের যে কোন জনাকীর্ণ সুরক্ষিত নগরী- কে মিশর বলা হত। আব্বসীয় আমলে এই মিশর কমন নাউন থেকে প্রপার নাউনে পরিবর্তিত হয়, এবং ইজিপ্ট এবং মিশর একই অর্থে ব্যাবহ্রত হয়। আরব রা এই দেশকে ডাকত "আল কিবত", গ্রীকরা বলত "এজিপ্ট্যাস"। ঐ দেশের অধিবাসীরা ঐ দেশকে বলত Het-Ka-Ptaḥ।

এই নিয়ে আমার একটা ছোট লেখা আছে। দয়া করে পড়ে দেখতে পারেন।
মিশর এবং ফেরাউনের সন্ধানে - পর্ব ১

আল ফুসতাতের ইতিহাস লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার লেখা থেকে ফুসতাতের পরবর্তী ইতিহাস জানতে পারলাম।

২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০০

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ হানিফ ভাই ।

১০| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাল আজ দুই দিনে দুই বার পড়লাম । চমৎকার পোষ্ট !

৩১ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩১

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ লিটন ভাই আমার ব্লগে স্বাগতম প্রিয় কবিকে ।

১১| ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ৭:১৬

মাদিহা মৌ বলেছেন: ইতিহাস পড়তে বরাবরই ভালো লাগে …

চমৎকার পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.