নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

মির খনি অথবা হীরা খনির ছবি ব্লগ

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪১


বহুকাল আগে থেকেই হীরা সর্বাপেক্ষা মূল্যবান একটি রত্ন যা গহনা তৈরিতে বহুল ব্যবহৃত হয়। বর্ণহীন এ রত্নটি একটি মাত্র বিশুদ্ধ উপাদান কার্বন থেকে সৃষ্ট। অন্য ভাষায় হীরক কার্বনের একটি বিশেষ রূপ মাত্র। পৃথিবীতে প্রতি বছর প্রায় ২৬০০০ কে.জি. খনিজ হীরা উত্তোলিত হয় যার মূল্য প্রায় ৯ বিলিয়ন ডলার। হীরক সর্বপ্রথম ভারতবর্ষে মূল্যবান হিসেবে খনি থেকে উত্তোলন ও ব্যবহার করা শুরু হয়। হীরা ভারতবর্ষের মানুষের কাছে কমপক্ষে ৩ থেকে ৬ হাজার বছর ধরে পরিচিত বলে অনুমান করা হয়। মানুষের জানা মতে সকল প্রাকৃতিক পদার্থ থেকে হীরা অনেক বেশি শক্ত এবং এটি দিয়ে উচ্চতম তাপমাত্রা পর্যন্ত কাজ সম্ভব। ভূ-অভ্যন্তরে প্রায় ১৪০ থেকে ১৯০ কি.মি. নিচে পৃথিবীর কেন্দ্র এবং পৃথিবীর আবরণের মাঝে প্রচণ্ড তাপ ও চাপের কারণে হীরা গঠিত হতে প্রায় ১ থেকে ৩.৩ বিলিয়ন বছর সময় লাগে বলে বৈজ্ঞানিকদের ধারণা। গবেষকদের মতে, সকল হীরাই পৃথিবীতে তৈরি হয়েছে এমন নয় পৃথিবীতে এমন অনেক হীরা পাওয়া গেছে যেগুলো পৃথিবীর বাইরেও তৈরী হয়েছে।

হীরার মূল্য কেমন হবে তা কেবল নির্ভর করে চারটি বিষয়ের উপর। যেমন, রং কিরূপ, কীভাবে কাটা হয়েছে, কতটা স্বচ্ছ প্রকৃতির এবং কত ক্যারেট ওজনের। ক্যারেট স্বর্ণের ক্ষেত্রে বিশুদ্ধতার একক। মানে যে কোন স্বর্ণের ২৪ ভাগের কত ভাগ স্বর্ণ তা বোঝাতেই ক্যারেট ব্যবহৃত হয়। ২৪ ক্যারেট বলতে বোঝায় ২৪ ভাগের ২৪ ভাগই স্বর্ণ অর্থাৎ ৯৯.৯ শতাংশ খাঁটি স্বর্ণ । আর রত্নপাথরের ক্ষেত্রে ক্যারেট হচ্ছে ভরের একক। এক্ষেত্রে ১ ক্যারেট = .২ গ্রাম বা ২০০ মিলিগ্রাম। খনিজ হীরক এবং অলঙ্কারের জন্য প্রস্তুত কাটা হীরার মাঝে মূল্য পার্থক্য ব্যাপক।

আফ্রিকায় হীরার প্রচুর খনি আছে। এই সব হীরা থেকে প্রাপ্ত অর্থ যুদ্ধ, হানাহানি, সন্ত্রাস ইত্যাদির অর্থায়নে ব্যবহৃত হয়। এজন্যে এরূপ হীরাকে রক্ত হীরক নামেও অভিহিত করা হয়।

হীরা খনির নাম
১।ক্যাটোকা হীরক খনি
২।ফুকাউমা হীরক খনি
৩।লুয়ারিকা হীরক খনি
উপরের এইতিনটি হীরা খনি এঙ্গোলাতে অবস্থিত ।

১।বাকেন হীরক খনি
২।কালিনান হীরক খনি
৩।ফিন্‌স্চ হীরক খনি
৪।কিংবার্লি, নর্দান কেপ
৫।কফিফন্টেন খনি
৬।ভেনেটিয়া হীরক খনি
উপরের এই ছয়টি হীরের খনি দক্ষিণ আফ্রিকা অবস্থিত ।

মুরোয়া হীরা খনি এটি জিম্বাবুয়ে অবস্থিত ।
উইলিয়ামসন হীরক খনি এটি তাঞ্জানিয়া অবস্থিত ।
লেতসেং হীরক খনি এটি লেসোথো অবস্থিত ।
মির খনি আর উদাচনি পাইপ এ দু'টি হীরা খনি রাশিয়া অবস্থিত ।

১।গোলকোন্দা
২।কোল্লুর খনি
৩।পান্না
৪।বুন্দার প্রকল্প
এ চারটি হীরার খনি ভারতে অবিস্থিত ।
১।ডায়াভিক হীরক খনি
২।নর্থওয়েস্ট টেরিটরি
৩।ইকাটি হীরক খনি
৪।নর্থওয়েস্ট টেরিটরি
৫জেরিকো হীরক খনি
৬। নুনাভাট
৭।স্ন্যাপ লেক হীরক খনি
৮। নর্থওয়েস্ট টেরিটরি
৯।ভিক্টর হীরক খনি
১০। অন্টারিও
১১গ্যাহচো কুই হীরক খনি প্রকল্প
১২। নর্থওয়েস্ট টেরিটরি
এ বারোটি হীরার খনি কানাডায় অবস্থিত।
১। ক্রেটার অব ডায়মণ্ডস্‌ স্ট্যাট পার্ক
২। আরকানসাস
৩।কেলসে লেক হীরক খনি
৪। কলোরাডো
এ চারটি হীরার খনি যুক্তরাষ্ট্র অবস্থিত ।
১। আর্গাইল হীরক খনি
২।এলেনডেল হীরক খনি
৩।মার্লিন হীরক খনি
এ তিনটি হীরা খনি অস্ট্রোলিয়া অবস্থিত ।

যাই হোক দুঃখের বিষয় এরকম হীরের খনি আমাদের দেশে নাই । তবে এর ব্যবহারের চলন আছে ।

সংগ্রহ নেট ।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৩

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: কিছু লেখা...

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫১

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ শুভ সকাল । দিয়েছি ।

২| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:০৫

খোলা মনের কথা বলেছেন: তথ্য বহুল লেখা। ভাল লাগলো। ধন্যবাদ ভাল থাকবেন

১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।

৩| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:০৪

মামুন ইসলাম বলেছেন: বহু তথ্য আছে পোস্টটিতে ।

১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৭

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।

৪| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৭

সুমন কর বলেছেন: তথ্যবহুল পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৮

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ সুমন ভাই ।

৫| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২৩

লেখা পাগলা বলেছেন: তথ্যবহুল পোস্ট ভালো লাগলো ভাই ।

১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩০

ব্লগ সার্চম্যান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লেখা পাগলা ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.