![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ব্লগার কি করি আজ ভেবে না পাই
তাহার কথা কি আর বলবো ভাই ।
তাহার কথা মনে পড়তেই
খুলে বসলাম ব্লগ খাতা
সে আর লেখব কি কথা
শত চেষ্টায়ও পারিনি লিখতে
তাহার মত করে গুছিয়ে ছড়া আর কবিতা ।
মাঝে মাঝে ভাবি বসে বসে,
তিনি ভরপুর থাকেন দঙ্গে আর রসে।
পিড়িতের আগে ভাই খেয়েছেন ছ্যাকা,
প্রেম বিরহে দুঃখী তিনি বড় একা ।
মনতা আলাভুলা
সে কথা ধইরা তারে মাঝে মাঝে মারে ঠোয়া
আমাদের আরেক প্রিয় ব্লগার ভাই মোঃ সাইফুল্লাহ ।
ভাই মন্তব্যে করেন ছড়া কবিতা গল্পে লেখেন ছড়া
যায় না বোঝা তাহার মতিগতি ধরা ।
কে জানে ?
আছে কি তাহার মনের আকাশে,
কাহার আশায় ঘুরে বেরায় খোলা বাতাসে ।
হবে কেমন সে রমনী
কে বা হবে তার ঘরনী।
জেনে নিয় তুমি সকল ব্লগারের দীর্ঘশ্বাসে থাকো
তাইতো ভাইয়া কথায় কথায় শুধু ছড়া লেখ ।
জেনে নিয় শত সুখ দুঃখ কষ্টের মাঝে সকলের হৃদয়ে তুমি আছো
তাই সকল কষ্ট ভুলে তুমি মন ভরে এবার হাসো ।
সব নদীর তীর হয় না
তবুও সে তার মত বয়ে চলে
বিরহের মেঘে যেমন বরষা মানে না,
তেমন তোমার দুঃখে অনেক ব্লগারের নয়ন পোড়া অশ্রু জলে
।।
অতঃ আমি একজন নতুন ব্লগার আমি তেমন কবিতা গল্প লেখতে পারি না । তবুও অনেকে লেখছেন দেখে দেখে আমারও ইচ্ছে হল তাই লেখলাম । দয়া করে কেউ ভুল বুঝবেন না ।নতুন মানুষ হয়ত ভালো নাও লাগতে পারে ।
তারপরেও কথায় আছে রাঁধতে রাঁধতে রাঁধুনী আর বাঁধতে বাঁধতে বাঁধুনী
জাষ্ট একটু ফান করার চেষ্টা । বিশেষ করে প্রিয় ব্লগার কি করি আজ ভেবে না পাই ভাই ক্ষমা করে দিবেন আপনার অনুমতি না নিয়ে আপনার নামে কবিতা লিখলাম বলে ।
২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।
২| ২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
দ্যা ফয়েজ ভাই বলেছেন: : ওয়াও,ভাউ ওয়াও।কি করে এত সুন্দর করে লেখেন আপনি???চালিয়ে যান ভাউ।কেউ পুরষ্কার না দিলেও আমি আপনাকে নুপেল দিব।আপনি যেভাবে লিখছেন সেভাবে লিখতে থাকলে আগামী ১০বছরে জাতি একটা ব্র্যন্ড নিউ রবীঠাকুর পেয়ে যাবে।আমরা আপনার হাতে নুপেল দেখতে চাই।
২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
ব্লগ সার্চম্যান বলেছেন: আরে এইটা কি কন মিয়া ভাই । আমার মনে হয় আমার কবিতার চেয়ে আপনার মন্তব্য বেশি সুন্দর হয়েছে ।আর সে হিসেবে আমার
আগে আপনাকে নুপেল দেয়া হোক ।
৩| ২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
হাকিম৩ বলেছেন: হ্যাব্বী ইন্টারেস্টিং কবিতা হয়েছে । চালিয়ে যান ।
২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
প্রামানিক বলেছেন: চালিয়ে যান সাথে আছি। ধন্যবাদ
২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
ব্লগ সার্চম্যান বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ প্রামানিক ভাই ।
সন্ধা আড্ডায় এক কাপ গরম লাল চা হয়ে যাক ভাইঃ
৫| ২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
সাদা মনের মানুষ বলেছেন: রাঁধতে রাঁধতে রাঁধুনী আর বাঁধতে বাঁধতে বাঁধুনী ........খাসা কতা
২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ সাদা মনের কথা ভাই ।
৬| ২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
সাদা মনের মানুষ বলেছেন:
২৬ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:১১
ব্লগ সার্চম্যান বলেছেন:
নেন ভাই একটু কষ্ট করে হাত বাড়িয়ে গাছ থেকে ফরমেলিন মুক্ত আপেল খান । ধন্যবাদ সাদা মনের মানুষ ভাই ।
৭| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৬
নতুন বিচারক বলেছেন: রম্য কবিতা ভালো লেগেছে ।
২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ বিচারক ভাই ।
৮| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৫
বিলুনী বলেছেন:
ভাল উদ্দোগ !!!
এমনই চলুক
ফেবুতে নিশ্চয়ই
অাছে যোগাযোগ
All are the same feathers
২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১১
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই । না ফেসবুকেও নাই । তবে আপনার মন্তব্যে বুদ্ধিটা মাথায় এলো দেখি এখন থেকে ফেবুতে যোগাযোগ করা যায় কিনা ।
৯| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৯
ঝালমুড়ি আলা বলেছেন: দারুন লিখেছেন প্রিয় কবি নিয়ে ।
২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৩
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ঝালমুড়ি আলা ভাই ।
১০| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩০
নিউ সিস্টেম বলেছেন: সুন্দর কবিতা ।
২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ নিউ সিস্টেম ভাই ।
১১| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১:১৬
লেখা পাগলা বলেছেন: সুন্দর কবিতা লিখা ।গুড পোস্ট ।
২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৫
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ লেখা পাগলা ভাই ।
১২| ২৫ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শরমেই মরি আমি
কথা যত শুনে;
আমি অতি সাধারণ
আমারে কে গুণে।
তুমি কর ট্রু ব্লগিং
সামুর এক রত্ন;
পোষ্ট সবি পড়া মোর
করে অতি যত্ন।
ব্লগ মোর ভরে গেছে
নিতে নিতে প্রিয়তে;
তোমারও প্রাপ্য ছিলো
গোল্ড এক রিওতে।
তোমার ফিচার পড়ে
যত কিছু শিখেছি;
তা-ই সম্বল করে
টুকুটাকি লিখেছি।
আমি তোমা মহা ফ্যান
অনুগত ভক্ত;
নয়া পোষ্ট পেলে তোমা
ছলকায় রক্ত।
সেই তুমি মোরে নিয়ে
কত কিছু লিখলে;
শায়মাপু আলবাৎ
যাবে ক্ষেপে দেখলে।
এমনিতে আপুনিটা
রাখে মোরে ফাঁপরে;
প্রশংসা দেখে হায়
কি যে হবে বাপুরে।
মোর ভালো আপুনিটা
কোনকালে চায়নি;
যদিওবা মোর খুঁত
কোনকালে পায়নি।
তুমি দিলে সে সুযোগ
কয়ে যত বাড়তি;
এইবার কনফার্ম
মোর হবে হারতি।
হারি জিতি নাহি লাজ
কই টেনে সিনা;
মোর তরে যা কয়েছ
মোটে মানছি না।
মোর তুলনায় তুমি
ব্লগার অতি উঁচা;
নাকি চামে চামে ভায়া
দিলে বেশ খোঁচা।
খোঁচামোচা যাই হোক
বড় ভালো লাগলো;
তোমার এই পোষ্টখানা
হৃদয়ে দাগ কাটলো।
কি করে প্রকাশি খুশি
ভাষায় মহা অজ্ঞ;
উচ্ছাসে হেঁড়ে কই
আমি চির কৃতজ্ঞ।
২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৬
ব্লগ সার্চম্যান বলেছেন: আবার সেই সুন্দর কবিতা পড়া
মন্তব্য নয় যেন আস্ত একটা ছড়া ।
যতই পাই আমি আপনার সুন্দর মন্তব্য
ততই আমি হয়ে বড় কৃতজ্ঞ ।
নারে ভাই দিইনী কোন খোঁচা
হলেন মোর প্রিয় ব্লগার বলে দিলাম কথা সোজা ।
১৩| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানিনে পিছে লাগে ক্যান
কবি সাইফুল্লাহ;
বানিয়ে কয় সে মিছে
খুল্লাম খুল্লা।
হে খোদা,শামীমেরে
আর কবে দেবে বোধ;
কোন জনমের বাপু
নিচ্ছে সে প্রতিশোধ??
২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৯
ব্লগ সার্চম্যান বলেছেন: বড় ভাবনার কথা
১৪| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গেমুটা বদের বদ
শয়তানি শক্তি;
যেকোন দিন হবে সনে
মহা রক্তারক্তি।
২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ভাই মনটাকে শান্ত রাখেন
শরীরটাকে করে তলুন চাঙ্গা
প্রয়োজন নেই কোনো ঝগড়া বিবাদ
মারামারি আর দাঙ্গা ।
১৫| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আজকাল ভৃগুদাও
হয়ে গেছে দেমাগী;
কথা কয়া দুরে থাক
কোথায় যে গেছে ভাগি।
২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৮
ব্লগ সার্চম্যান বলেছেন: আমি সিউর ভৃগু ভাই কোন নলনার ছলনার ফাঁদে পা দিয়ে বেড়াচ্ছে
১৬| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫১
জে.এস. সাব্বির বলেছেন: বড় বেশি দেমাগী সে
'কি করিব' - ভাই জান
নিজে অধরাই থেকে
সকলেকে ছুয়ে যান
প্রেমে মহাগুরু তিনি
নারীতত্ত্বে মাস্টার্স
তাকে বুঝিবার লাগি
করি-পিপীলিকা হয়ে সার্চ
সেফলী-সকিনা সবি
নয়া তার বাহানা
পরীমনি সনে সরেস
আরো আছে জাহানা
মুখোসে ঢাকা মুখ
দিলাম আজ খুলিয়া
তীর-তরী হারিয়ে
ভাবুক যাক ভাবিয়া
২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ঠিক কইছেন ভাই আমিও এমনটাই ভাবতেছিলাম ।যাই হোক মন্তব্যের ঘর খানায় আপনাদের কবিতা ছড়াগুলো জব্বর জমে উঠেছে ।
ধন্যবাদ সাব্বির ভাই ।
১৭| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @জে.এস. সাব্বিরঃ
আরি আরি এত দেখি
সোনা চান পিতলা;
মোর তরে কিসসা সে
বানিয়েছে এতলা।,
এতদিন পরে এয়ে
তা-ও ক'লে ঝুটা!
ব্লগে ইজ্জত দিলে
করে পুরো ফুটা।
প্রিয়সখা মানি তোমা
এই তার প্রতিদান?
দোস্তি যা নিভালে না
মন হলো খানখান।
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৭
ব্লগ সার্চম্যান বলেছেন: জব্বর কবিতা হয়েছে ভাই
তবে এসব কিছুই আমার মাথায় ঢুকছে নাই ।
১৮| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০১
জে.এস. সাব্বির বলেছেন: @কি করিব আজ ভেবে না পাই
কি করি ভাই জান
দিলে বড় ব্যথা
প্রিয়সখা ভাইজানে
কতে চায়না কথা
এই ব্যথা বুকা নিয়া
মুর্ছা যে গেলাম
ব্লগটা পানসেটে
ব্লগবিমুখ হলাম
এতদিন পরে নয়
আছি আমি সদা
আপ্লুত চেহারাতে
দূরে ছিনু কদা(চিত)
'সত্যে আপোষ নয়'
বলছিকি- বেশি?
রম্যে রম্য দিনু
ছোট এক রাশি
আর শুনি কতকিছু
সবই তো না বলা
এইটুকু বলিছি তাই
দিলেন সেকি ঢলা!
মানেন মোরে প্রিয়সখা
এই ফাস্ট জানলাম
আর কিছু চাইনাকো
ভুলের ক্ষমা চাইলাম
বুদ্ধির ঢেকি আমি
বলেছিতো আগেই
ভুলে মাফি মাঙিতেছি
তাই আগেভাগেই
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
এইবার বলে যাই
শুনো সামু ব্লগ
বাম হতে ডানে চলে
ভাবুক-জে.এস ক্লক
যাহা যাহা রটিয়েছে
ভাবুক-ভাইয়ার নামে
গেমু ,ভৃগু ভাইয়েরা
শায়মাপুর সনে
সবই হলো মিছা কথা
মিথ্যা সব ছলনায়
আমি আর সার্চম্যান
সঙ্গ দিছি যাতনায়
কিসের যাতনা এত
ভাঙিয়া না কলাম
ভাবুক ভাইয়া নিষ্পাপী
আজি বলে গেলাম
কোন মেয়ের সাথেতে
নাহি তার সখ্য
ছিলনা কোনকালে
ব্যথায় ভরা বক্ষ
তবে আছে একজনা
সে সবারই জানা
সামুর রতন আপু
সবার আপনজনা
এ এক ভিন্ন পার্ট
বলবো কি আরো?
ভালবাসি আপনারে
চাই বেশি আরো
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০২
ব্লগ সার্চম্যান বলেছেন: এসব কিছু আমি বুঝিনা
হইলাম আমি নয়া ব্লগার
তাই লেখিলাম প্রিয়কে নিয়ে রম্য খান
মন্তব্যের ঘরে কবিতার আর ছড়া দেখে মন আমার খুশিতে হল খান খান ।
ধন্যবাদ সাব্বির ভাই । দারুন জমে উঠেছে ব্লগ আপনাদের কবিতা আর ছড়ায় ।
১৯| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩০
শায়মা বলেছেন:
@কি করি আজ ভেবে না পাই ভাইয়া!!!!!!
আমি নাকি যাবো খেপে
কি দারুণ বদনাম
এই বেটা বদমাশ
নেই কি রে কাজ কাম!
সারাদিন বসে বসে
আমা নামে বদনামী
বসটাকে কাৎ করে
ছুটাবো আজ জবখানি।
এহ হেরে এসেছেন
কোথাকার কালীদাস
তার নামে প্রশংসা
হবো নাকি হাসফাঁস!
আল্লাদী বাল্লাদী
ভেবে মোরে ভেবোনা
জল্লাদী নামও আছে
ছেড়ে আমি দেবোনা।
তোমার তো খুঁত নেই
ওহহোরে নিখুতিয়া
নিজেরে কি ভাবো তুমি
দিলো ষাড় গুঁতিয়া!
ইশ ইশ হারতিতে
উনি যেন কুপোকাৎ
আগেই যে আছো হেরে
আগ পাশ পশ্চাৎ!
মানবে কি হাছা নাকি
বলেছেন সবই মিছা
ঠিক ঠিক এ সকলি
বদনাম আর খোঁচা
কাজ নেই কৃত হয়ে
তুমি এক অজ্ঞ
এত ভালোবাসাবাসি
তবুও এই কথা বলছো!!!!!!!!!!!!!!!!!!!
অনলাইন হও আজ
আছে তব খব্বর
ছাল চেঁছে নুন দিয়ে
আচার হবে জব্বর!
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৭
ব্লগ সার্চম্যান বলেছেন: বেশ দারুন একটা ছড়া দিলেন শায়মা আপু উপহার
এ হল মহামূল্যবান কাছে আমার
অনেক ধন্যবাদ শায়মাআপুকে
এরকম মহামূল্যবান পুরস্কার দিয়েছেন বলে আমাকে ।
দারুন হয়ছে আপু আপনার কবিতাটি । ধন্যবাদ আপু ।
২০| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @জে এস সাব্বিরঃ
যতই লুকাও তুমি
জানি সব ঘটনা;
শুকোবেনা কোনদিনি
পেয়েছ যা ক্ষত না।
তুমি মোর প্রিয় সখা
অলটাইম গ্রেট;
জ্বলে পুড়ে শায়মাপু
দিলো তোমা থ্রেট।
''আর যদি হোস কভু
কি করির দোস্ত;
নখ দিয়ে আঁচড়িয়ে
কাঁচা খাবো গোস্ত।''
শিং নেড়ে নাকি স্বরে
ছোড়ে আগ হলকে;
....ইনির রূপ দেখে
মূর্ছা গেলে পলকে।
লগিন করলে তিনি
আসে তেঁড়ে ফুঁড়ে;
সেই থেকে অভিমানে
সামু দিলে ছেড়ে।
দেখে আর সয়নাগো
হাত করে নিশপিশ;
অসুরে কি যায় পারা?
সদা তোমা করি মিস।
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১১
ব্লগ সার্চম্যান বলেছেন: বাহ ! আরেকটি সুন্দর ছড়া
চলছে মিষ্টি মিষ্টি ছোট ছোট ঝগড়া
সবই যেন আমাদের সকলের মনগড়া
চলুক চলুক
লোকে যা বলার বলুক ।
ধন্যবাদ ভাই সুন্দর এই ছড়াটির জন্য ।
২১| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৯
গোফরান চ.বি বলেছেন:
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৩
ব্লগ সার্চম্যান বলেছেন:
২২| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @শায়মাপুঃ
দেখে মোরে অনলাইন
পালালে লেজ গুটিয়ে;
আছাড় খেলে দু'দুবার
গেছ যে কত মুটিয়ে।
উঠতে-বসতে লাগে
পুরো আধা ঘন্টা;
তোমার ঐ হাল দেখে
পুড়ে বড়ো মনটা।
ফুটপাথে হাবিজাবি
খেয়ে খেয়ে সস্তা;
দিনে দিনে হয়ে গেছ
আলুর এক বস্তা।
আহা বড় মায়া লাগে
নির্জনে কাঁদি;
লোকে করে কানাঘুষা
কয় হাতি মাদী।
মেরে ধরে,বকেঝকে
কত করি বন্ধ;
লোকজনে আমারেও
করে গালমন্দ।
তারচেয়ে কই কি
কমাও না খানাপিনা;
ছেড়ে দাও গুন্ডোমি
স্বভাব ঐ মিনমিনা।
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৫
ব্লগ সার্চম্যান বলেছেন:
২৩| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ হইসে।
কমেন্টস গুলো আরো ভাল.......
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৭
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায় ভাই ।
অন্যরকম হয়েছে সবগুলো কমেন্টস ।
২৪| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১২
মামুন ইসলাম বলেছেন: প্রিয়কে নিয়ে চমৎকার ভাবনা ফুটেছে আপনার লেখায় ।কবিতা ছড়া আর মন্তব্য সব মিলেমিশে ফাটাফাটি হইছে ।
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ মামুন ভাই । আপনার মন্তব্যটিও অনেক ভালো ।
২৫| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বেশ বেশ
হেথা দেখি ভালই চলছে
রোস রোস
দেখি আগে কে কি বলছে
ব্লগ সার্চম্যান
রম্য বানিয়ে হলে নাম্বার ওয়ান;
জেএস সাব্বির ভায়া
দিলে হাটে ফুটো করে হাড়ি খান
তাইতো বলি
চিঠি দিয়ে গেল কৈ
সবে দেয় একি রিপ্লাই
তলে তলে ভাজে খৈ
যাক যাক হল জানা
মন্দ! নানা তা বলি না
প্রেম প্র্রীতি ভাল বাসা
রীত-নীতি কিচূ মানে না!
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৬
ব্লগ সার্চম্যান বলেছেন:
২৬| ২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
নীলপরি বলেছেন: লেখা ভালো লাগলো ।
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৯
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ আপুনি।
২৭| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৬
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন:
আমি কিছু বল্লেই
হয়ে যায় দোষ,
মোর প্রতি তার কেন
এতো আক্রোশ?
চুপিচুপি বলি শুনো
সে কেমন লোক,
মেয়ে দেখে শিষ মারে
সাথে টিপে চোখ।
আরও আছে শুনো তবে
খুব খায় ঘুষ,
নিজে খেয়ে অন্যতে
চাপিয়ে দেয় দোষ।
এছাড়াও ইদানীং
ড্রিংক করে বেশী,
বাদ নেই কোনোটাই
দেশি বা বিদেশী!
তার আরও বহু গুণ
বলবো না, থাক।
একটু পরেই এসে
দিবে হাঁকডাক।
নিজ ভেবে এইসব
বলি বাপু তোমা,
বাকিগুলো শুনলে
তুমি যাবে কোমা।
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৭
ব্লগ সার্চম্যান বলেছেন:
২৮| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৫
ঠ্যঠা মফিজ বলেছেন: বাহ! বাহ! ভালই চলছে সকলে রম্য আড্ডা মেলা । সেরকম হয়েছে ভাই ব্লগ সার্চম্যান ।
২৯| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৯
গেম চেঞ্জার বলেছেন: কি করি আজ ভেবে না পাই বলেছেন: গেমুটা বদের বদ
শয়তানি শক্তি;
যেকোন দিন হবে সনে
মহা রক্তারক্তি।
এই যে শুরু হয়ে গেল! এই পাজি বাঁদরটাকে শায়েস্তা করার জন্য কিছু একটা করতেই হবে দেখছি।
৩০| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৫
জে.এস. সাব্বির বলেছেন: @ভাবুক_ভাইজান!!!!
বড় ভালো লোক ,তবে
বুদ্ধিটা কম!
তাই বলেই গেমু ভাই
সদা আপনার যম
শায়মাপু- সমশেরিকা
খাবেন কেন গোস্ত
মিছে কেন কাঁদবে সে
হলে মোরা দোস্ত!
অভিটান টবিমান
সবি ঝেড়ে ফেলেছি
হজম হবেনা তবু
গিলে খেয়ে ফেলেছি
@শায়মাপু ,বলি আমি-
মিছে কেন রাগলেন
ভাবুক-শায়মা মহাঝড়ের
পরে কি- বলবেন?
বড় বেশী ভাল ছেলে
কি করি- ভাইজান
তার সাথে ঝগড়াটা
উত্তেজনা টানটান!
বলি আমি কানেকানে
একখান সত্যি কতা
ঝগড়ার মুডটাতে
আছে যে অমৃতা!
গ্রেট গ্রেট ব্যক্তিদের
সবই হয় গ্রেট
আপনাদের নমি
সনে একটা সুপ্রেট
*সুপ্রেট অর্থ কি
জানিতে কি চান?
উত্তর বলে যাবেন
এসে সার্চম্যান
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৩
ব্লগ সার্চম্যান বলেছেন:
৩১| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @শামীম সাইফুল্লাহঃ
তাও ভালো কওনি যে
দোষ আছে আলুতে;
নারী দেখলেই মোর
চুলকায় তালুতে।
নিজের ঐ দোষ সবি
মোর ঘাড়ে চাপালে;
মিছে হেঁড়ে চিৎকারে
সামুখানা কাঁপালে।
যত'খন আছে দম
আছে দেহে নিঃশ্বাস;
নিশ্চিত কেউ তোমা
করবেনা বিশ্বাস।
মোর তরে খোদা আছে
রাখেন তিনি মান;
যতই করনা মোর
বাজে গুণ গান।
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩২
ব্লগ সার্চম্যান বলেছেন:
৩২| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫২
হুমম্ বলেছেন: +++++++++++++++++
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩১
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
গেম চেঞ্জার বলেছেন: ভাল চেষ্টা!! হাঃ হাঃ