![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৮৭০ সালে তোলা বড় কাটরার ছবি
বড় কাটরা ঢাকায় অবস্থিত মুঘল আমলের নিদর্শন। সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার নির্দেশে ১৬৪১ সালে বুড়িগঙ্গা নদীর তীরে এই ইমারতটি নির্মাণ করা হয়। এটা নির্মাণ করেন আবুল কাসেম যিনি মীর-ই-ইমারত নামে পরিচিত ছিলেন। প্রথমে এতে শাহ সুজার বসবাস করার কথা থাকলেও পরে এটি মুসাফিরখানা হিসাবে ব্যবহৃত হয়েছিল।এক সময় স্থাপত্য সৌন্দর্যের কারনে বড় কাটরার সুনাম থাকলেও বর্তমানে এর ফটকটি ভগ্নাবশেষ হিসাবে দাঁড়িয়ে আছে। এক সময় বড় কাটরার তোরণে ফার্সি ভাষায় শাদুদ্দিন মুহম্মদ সিরাজী লিখিত একটি পাথরের ফলক লাগানো ছিল। যেখানে এই মুসাফির খানার নির্মাতা এবং এর রক্ষনাবেক্ষনের ব্যয় নির্বাহের উপায় সম্পর্কে জানা যায়। ফলকে লেখা ছিলঃ
সুলতান শাহ্ সুজা সব সময় দান-খয়রাতে মশগুল থাকিতেন। তাই খোদার করুণালাভের আশায় আবুল কাসেম তুব্বা হোসায়নি সৌভাগ্যসূচক এই দালানটি নির্মাণ করিলেন। ইহার সঙ্গে ২২টি দোকানঘর যুক্ত হইল যাহাতে এইগুলির আয়ে ইহার মেরামতকার্য চলিতে পারে এবং ইহাতে মুসাফিরদের বিনামূল্যে থাকার ব্যবস্থা হইতে পারে। এই বিধি কখনো বাতিল করা যাইবে না। বাতিল করিলে অপ্রাধী শেষ বিচার দিনে শাস্তি লাভ করিবে। শাদুদ্দিন মুহম্মদ সিরাজি কর্তৃক এই ফলকটি লিখিত হইল। ২০০৬ সালে তোলা বড় কাটরার ধ্বংসাবশেষের ছবি
ভবনের ওপরে ওঠার সিঁড়ি
২। ছোট কাটারাঃ
১৮১৭ সালে চার্লস ডিওয়েলে অঙ্কিত ছোট কাটার ও এর মসজিদ।
ছোট কাটারা শায়েস্তা খানের আমলে তৈরি একটি ইমারত। আনুমানিক ১৬৬৩ থেকে ১৬৬৪ সালের দিকে এই ইমারতটির নির্মান কাজ শুরু হয় এবং তা ১৬৭১ সালে শেষ হয়। এটির অবস্থান ছিল বড় কাটারার পূর্বদিকে বুড়িগঙ্গা নদীর তীরে। ইমারতটি দেখতে অনেকটা বড় কাটারার মত হলেও এটি আকৃতিতে বড় কাটারার চেয়ে ছোট এবং এই কারণেই হয়তো এর নাম রাখা হয়েছিল ছোট কাটারা। তবে ইংরেজ আমলে এতে বেশ কিছু সংযোজন করা হয়েছিল। ১৮১৬ সালে মিশনারি লিওনার্দ ঢাকার প্রথম ইংরেজি স্কুল।বর্তমানে ছোট কাটারা বলতে কিছুই বাকি নেই শুধু একটি ভাঙা ইমারত ছাড়া। যা শুধু বিশাল তোড়নের মতন সরু গোলির উপর দাঁড়িয়ে আছে। চারদিকে অসংখ্য দোকান এমন ভাবে ঘিরে ধরেছে যে দেখে বোঝার উপায় নেই যে এখানে মুঘল আমলের এমন একটি স্থাপত্য ছিল।
জল রং এ আঁকা ছোট কাটরা
শায়েস্তা খানের আমলে ছোট কাটরা নির্মিত হয়েছিল সরাইখানা বা প্রশাসনিক কাজে ব্যবহারের জন্য। কোম্পানি আমলে ১৮১৬ সালে মিশনারি লিওনারদ ছোট কাটরায় খুলেছিলেন ঢাকার প্রথম ইংরাজি স্কুল। ১৮৫৭ সালে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল ঢাকার প্রথম নরমাল স্কুল। উনিশ শতকের শেষের দিকে অথবা বিশ শতকের শুরুর দিকে ছোট কাটরা ছিল নবাব পরিবারের দখলে। এবং তাতে তখন কয়লা ও চুণার কারখানার কাজ চলত।
ছোট কাটারার ধ্বংসাবশেষ
ছোট কাটরার সাথে বিবি চম্পার স্মৃতিসৌধ অবস্থিত ছিল।এক গম্বুজ, চার কোণা, প্রতিপাশে ২৪ ফুট দীর্ঘ ছিল স্মৃতিসৌধটি। তায়েশ লিখেছেন পাদ্রী শেফার্ড ওটা ধ্বংস করে দিয়েছেন।শেফার্ড বোধহয় কবরটি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। বিবি চম্পা কে ছিলেন তা সঠিক জানা যায় নি। তবে কারো মতে তিনি শায়েস্তা খাঁর মেয়ে। তবে বর্তমানে ছোট কাটরাকে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে। কিন্তু এখনও এর ধ্বংসাবশেষ দেখলে বোঝা যায় মোঘল আমলে নদীতীরে দাঁড়িয়ে থাকা ছোট কাটরাকেও কী সুন্দরই না দেখাত ।
"তথসূত"=ইন্টারনেট ।
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই কষ্ট করে পোস্টে অংশ নেবার জন্য ।
২| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১১
লেখা পাগলা বলেছেন: আপনার লেখা পড়ার সাথে ঘুরে আসলাম ।
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৯
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই কষ্ট করে পোস্টে অংশ নেবার জন্য এবং সাথে ঘুরে আসার জন্য
৩| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০২
করুণাধারা বলেছেন: ভাল লেগেছে।
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪১
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ করুণাধারা ভাই কষ্ট করে পোস্টে অংশ নেয়ার জন্য ।
৪| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৮
মামুন ইসলাম বলেছেন: চমৎকার ভালো ইতিহাস কাঁটারা সম্পর্কে জানলাম ।
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ মামুন ভাই কষ্ট করে অংশ নেয়ার জন্য । তাছাড়া আপনার মন্তব্যটিও বেশ চমৎকার হয়েছে ।
৫| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৫
নামে বইয়ের পোকা বলেছেন: অসাধারণ! খুব ভালো লেগেছে ইতিহাসটা জানতে পেরে।
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৬
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই । আপনার ভালো লেগেছে জেনে লেখার প্রতি আমার আরো আগ্রহ বেড়ে গেল ভাই ।
৬| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৮
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল ভাই ব্লগ সার্চম্যান ।
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৭
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ মফিজ ভাই ।
৭| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ২:১৩
হাকিম৩ বলেছেন: ভালো লাগল কাটারা সম্পর্কে জেনে ।
২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১০
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: আপনার ছবিতে দেখে নিলাম ।