নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

শহরে চারটা ইলিশ গ্রামে দশ কাঁঁঠা জমির মূল্য এক সমান

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৯


প্রতি বছরের ন্যায় এবারো বৈশাখ-কে সামনে রেখে ইলিশ বাজার বেশ চাঙ্গা হয় উঠেছে ।
সকালে বাজারে বাজার করতে যেয়ে কয়েকটি দোকানে ইলিশের দাম জিজ্ঞাসা করে মাথাটা
বেশ গরম হয়ে গেছে,বিক্রেতারা এক হালি ইলিশের যে দাম চাইলেন,সে পরিমান টাকা দিয়ে
অনায়সে আমাদের মধ্য আয় রোজককার ব্যাক্তিদের কম হলেও এক মাসের বাজার খরচ চলে
যাবে ।তাই ইলিশ না কিনে মোটামুটি সাইজের কিছু পুঁটি মাছ কিনে বাসায় চলে এসেছি ।

যাই হোক ইলিশ মাছ না আনতে পেরে এমনেই মাথাটা হট তার মধ্যে আবার একটি পত্রিকায় এক হালি
ইলিশের দাম প্রায় চল্লিশ হাজার টাকা দেখে মাথা আরো গরম হয়ে গেল।এখনো অনেক গ্রাম আছে যেখানে আশি হাজার
টাকায় এক বিঘে জমি কেনা যায় আর চল্লিশ হাজার টাকায় দশ কাঠা জমিন কেনা যায় ।
অথচ শহরে একদিনের আনন্দ বা পৈহেলা বৈশাখ বা শুভ নববর্ষ পালন করার জন্য হয়ে যাই আমরা
শহরে মানুষেরা গ্রাম্যও মানুষ । আর একবেলা পানি ভাত ও ইলিশ ভাজা খাই । এই একবেলা
আমরা ইলিশ পান্থা খাওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করি । অথচ গ্রামের অসহায়
লোকজনের নিত্যদিনের নিত্য সঙ্গী এই পানিভাত তবে তারা পানি ভাত ইলিশ ভাজা দিয়ে না তারা
পানি ভাত খায় শুধু লবন আর কাঁচা মরিচ দিয়ে ।তাই সকলের কাছে অনুরোধ থাকল আমরা যেন
বছরে এই এক দিনের জন্য বাঙ্গালি না সেঁজে সারা বছর যেন বাঙ্গালি থাকি,আর পান্থার সাথে ইলিশ যেন
গরিব,ধনী সকলে মিলেমিশে খেতে পারি সেই দিকে লক্ষ রাখা এবং নজর রাখার অনুরোধ থাকল।

মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৪

বিজন রয় বলেছেন: ইলিশ না পুঁটিমাছ দিয়ে পান্তা খাওয়া হোক।

নববর্ষের শুভেচ্ছা।

১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

ব্লগ সার্চম্যান বলেছেন: হ্যা এবার পুঁটি মৎসের ঝোল দিয়ে আর শুটকি দিয়ে পালন করেছি।

২| ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৮

অতঃপর হৃদয় বলেছেন: ইলিশ পাইনা খাইও না।

১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২২

ব্লগ সার্চম্যান বলেছেন: ইলিশ খেলে এলার্জি হয়।

৩| ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:


১ লা বৈশাখের সপ্তাহে ইলিশ বিক্রয় বন্ধ রাখার জন্য সরকারের পদক্ষেপ নেয়ার দরকার।

১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

ব্লগ সার্চম্যান বলেছেন: হ্যা উত্তম কথা বলেছেন।

৪| ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার পোস্ট ।
নববর্ষের শুভেচ্ছা থাকল।

১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ।

৫| ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৯

ধ্রুবক আলো বলেছেন: একদিন দেখা যাবে ইলিশ কেনা জন্য ব্যাংক সহজ কিস্তিতে লোন দিচ্ছে।

দিন গুলি মোড় সোনার খাঁচায় রইলো না!

১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

ব্লগ সার্চম্যান বলেছেন: অতি উত্তম কথা বলেছেন।

৬| ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


@ধ্রুবক আলো ,

ইলিশ নিয়ে সর্বকালের স্মরণযোগ্য কমেন্ট করেছেন আপনি

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪২

ব্লগ সার্চম্যান বলেছেন: অতি উত্তম কথা বলেছেন তিনি।

৭| ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৭

অগ্নি সারথি বলেছেন: :( :( :(

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৪

ব্লগ সার্চম্যান বলেছেন: ভাবনার কিছু নাই।

৮| ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৬

মোস্তফা সোহেল বলেছেন: এই সব আদিখ্যেতা আর ভাল্লাগে না।

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৩

ব্লগ সার্চম্যান বলেছেন: কারই যে ভাল্লাগে না। তবুও যে ভাল লাগাতে হয়।

৯| ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৫

নাইম রাজ বলেছেন: ধন্যবাদ খুব সুন্দর ভাবে বিষয়টা তুলে ধরার ধন্যবাদ। এইসব বৈশাখ ফৈশাখ আমাদের বর্জন করা উচিত।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২২

ব্লগ সার্চম্যান বলেছেন: জি উচিত ।

১০| ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ইলিশ আমার প্রিয় মাছ। কিন্তু এত দামের কারণে খেতে পারি না।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৩

ব্লগ সার্চম্যান বলেছেন: সবাইরিতো একই অবস্থা।

১১| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: ধ্রুবক আলো বলেছেন: একদিন দেখা যাবে ইলিশ কেনা জন্য ব্যাংক সহজ কিস্তিতে লোন দিচ্ছে।
দিন গুলি মোড় সোনার খাঁচায় রইলো না!

অসাধারন মন্তব্য করেছেন জনাব।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৫

ব্লগ সার্চম্যান বলেছেন: হ্যা অতি উত্তম কথা বলেছেন।

১২| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব নেকামির কারণে এই জাতি ঠিক সময়ে ঠিক জায়গায় যেতে পারছে না...

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ঠিক কইছেন।

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধ্রুবক আলো ভাই বলেছেন একদিন দেখা যাবে ইলিশ কেনা জন্য ব্যাংক সহজ কিস্তিতে লোন দিচ্ছে।

দিন গুলি মোড় সোনার খাঁচায় রইলো না! কথা কিন্তু সত্য বলেছেন।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৬

ব্লগ সার্চম্যান বলেছেন: অতি উত্তম কথা বলেছেন তিনি।

১৪| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৪৩

লেখা পাগলা বলেছেন: সুুন্দর লেখছেন ।

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫১

blogermassud বলেছেন: লেখার সাথে একমত।

১৬| ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২০

তারেক ফাহিম বলেছেন: ভাতের মত দুই বেলায় খায় ঘুষ খায় ঘুষখোর, মাগো তোর ছেলেরা ঘুষখোর আর বদনাম হয় তোর। একমাত্র ঘুষখোরের জন্যই সম্ভব, ৪০ হাজার টাকা দিয়ে ইলিশ কিনার!!!!! সাদা ভাতে বাঙ্গালী

১৭| ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪১

সোনামণি বলেছেন: ইলিশ না খেলে ক্ষতি কি? খাবো না ইলিশ।

১৮| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৮

বিজন রয় বলেছেন: চাঁদগাজী বলেছেন:
১ লা বৈশাখের সপ্তাহে ইলিশ বিক্রয় বন্ধ রাখার জন্য সরকারের পদক্ষেপ নেয়ার দরকার।

সহমত।

১৯| ১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:১২

ঠ্যঠা মফিজ বলেছেন: বাংলাদেশে বৈশাখের কিছুুদিন আগ থেকে বৈশাখের প্রথম সপ্তাহ পযন্ত ইলিশ বিক্রি নিষিদ্ধ করা ধরকার ।

২০| ১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৩৮

রিফাত হোসেন বলেছেন: তাহলে গোলটা ঠিকমত দিতে পেরেছি। :) ইলিশ অনেক আগেই কিনে সংরক্ষণ করে রেখেছিলাম। বাংলা সন বলে নয়, জাতীয় মাছ বলেও নয়। আমি মাছের রাজাকেই সবচেয়ে বেশী পছন্দ করি। :) যখন সস্তা হয় তখনই কিনে রেখে দেই।

২১| ১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

সৌমিক আহমেদ খান বলেছেন: দশ হাজার টাকা কাঠায় জমি কোথায় পাব?
কিনতাম চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.