নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

মোর প্রভু অন্যথায় মহাগুরু

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৮


সে থাকিয়া দুর অন্তরে মোর কভু
সে বিজ্ঞ মহারাজ প্রভু ।
তাহার পনে দিলাম সুকঠিন বিচরকের আজ্ঞা
তিনিই মোর সর্ব কলনীর কবজ রক্ষা ।
তিনিই সকল ভালো মন্দের ফলন ফলান
আবার শাপমোচনেও তিনি বিশ্ব জগৎকে
মহামারির ছেটান,জগৎকে প্রবল জলে তলান
তিনিই আবার অপবিত্রকে পবিত্র স্নিগ্ধ করান ।
সে হলেন মহা গুরুরও গুরু
তিনি করেন শেষ,চাহিলে সেখান থেকেই আবার শুরু ।
যিনি পারেন করিতে শেষ তিনিই আবার শুরু,
বিশ্ব অভিজ্ঞ সে মোর প্রভু অন্যথায় মহাগুরু ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০২

ধ্রুবক আলো বলেছেন: ভিন্ন ধাচের লেখা

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৯

ব্লগ সার্চম্যান বলেছেন: হ্যা একটু ভিন্ন ধাচের প্রচেষ্টা করলাম ।ধন্যবাদ ভাই।

২| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫২

মামুন ইসলাম বলেছেন: ধ্রুবক আলো ভাই বলেছেন ভিন্ন ধাচের লেখা।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২০

ব্লগ সার্চম্যান বলেছেন: হ্যা একটু ভিন্ন ধাচের প্রচেষ্টা করলাম ।ধন্যবাদ ভাই।

৩| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২০

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ।

৪| ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৭

নাইম রাজ বলেছেন: এবার মনে হচ্ছে নতুন ধাচের লেখা লিখলেন ?

২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৮

ব্লগ সার্চম্যান বলেছেন: একটু একটু ট্রেনিং দিলাম এই আর কি ।

৫| ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৬

ঠ্যঠা মফিজ বলেছেন: কবিতা লেখা শুরু করে দিলেন।

২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৯

ব্লগ সার্চম্যান বলেছেন: দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.