![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি জানি কি হয়
তেমন নাই সঞ্চয়
নিয়ে পকেট ফাকা
এসেছিলাম ঢাকা
চোখে এখন দেখি অন্ধ
রাস্তা ঘাট সব আকা বাকা ।
মানুষ হচ্ছে শুধু বন্দী
নেই কারো মধ্যে সন্ধি।
চলছে ক্ষমতার চোট ভাগাভাগি
চারপাশে হরদম রাগারাগি
রাজ পথে হচ্ছে অনলাইন টাইমপাশ
পড়ছে নিরহপন্থিদেরই লাশ ।
আনারিরা তাদের পকেট ভরছে
না খেয়ে বুখরে কৃষক শুধু মরছে।
কেন দেশে এত অভাব
কে দিবে এর জবাব ?
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩১
ব্লগ সার্চম্যান বলেছেন: ভাব ধরমু কেন ? একখান ছড়া লেখলাম ।
২| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছড়া হয় নাই ব্লগ ভাইয়া, ছড়ায় মাত্রা গুনে লিখতে হয়।
এমনিতে সুন্দর হয়েছে
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৬
ব্লগ সার্চম্যান বলেছেন: তাইতো দেখছি আপু ভুল হয়ে গেছে।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪২
মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখনী । তবে শিরোনামে ছড়া না দিয়ে কবিতা দিন ।
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৬
ব্লগ সার্চম্যান বলেছেন: দিয়েছি।
৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে ভুল হবে কেনো-লিখতে লিখতেই তো শিখা হবে । আর আপনি রাগ করেন নাই। ইনশাআল্লাহ সাফল্য আসবেই
২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২১
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ আপু।
৫| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: কে বলেছে এদেশে অভাব
সবই আমাদের স্বভাব।
২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৫
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই।
৬| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কবিতা।
২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৫
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ হাসু মামা ।
৭| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩০
ব্লগ মাস্টার বলেছেন: কবিতা ভালো লাগে নাই।
২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৬
ব্লগ সার্চম্যান বলেছেন: পরে ভালো লাগবে।
৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: কেন দেশে এত অভাব
কে দিবে এর জবাব ?
বোকার মত প্রশ্ন করলে উত্তর দিবে কে ?
পাানিয়ে নিয়ে ভাবনা আর না,আর না .........
হাওর গেছে তলিয়ে ,তলিয়ে ............
০৬ ই মে, ২০১৭ রাত ৩:৪৩
ব্লগ সার্চম্যান বলেছেন: তাও ঠিক বলেছেন।
৯| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: হুম।
০৬ ই মে, ২০১৭ রাত ৩:৪৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ঠিক আছে।
১০| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১২
ধ্রুবক আলো বলেছেন: কে দেবে এর জবাব? আসলে জবাব আদায় করে নিতে হয়।
০৬ ই মে, ২০১৭ রাত ৩:৪৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ঠিক বলেছেন।
১১| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১১
কথাকথিকেথিকথন বলেছেন: বাস্তবতার নিরিখে ছড়া । শেষ প্রশ্নটাই আসল ।
ভাল লেগেছে ।
০৬ ই মে, ২০১৭ রাত ৩:৪৫
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ।
১২| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৮
নাইম রাজ বলেছেন: জবাব পেলেন ?
০৬ ই মে, ২০১৭ রাত ৩:৪৬
ব্লগ সার্চম্যান বলেছেন: পেয়েছি যা পাওয়ার তাই।
১৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৬
ঝালমুড়ি আলা বলেছেন: ভালো লাগিলো।
০৬ ই মে, ২০১৭ রাত ৩:৪৬
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৩
ঠ্যঠা মফিজ বলেছেন: অন্যরকম ভাব ধরছেন মনে হচ্ছে।