![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই অনেকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন ।তবে
আমি এক্কেবারে ছোট্র করে একটি ঈদ শুভেচ্ছা কেন আমার সহ ব্লগারদের জানাতে
পারবো না এটা হয় না। তাই আমি সকলের মত গুছিয়ে ঈদ শুভেচ্ছা জানাতে না পারায় আর শুভেচ্ছা
জানাতে দেরি হওয়ায় দুঃখ প্রকাশ করছি।
সবাইকে ২০১৭ সালের পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা ঈদ মোবারক । দীর্ঘ এক মাস রমজানের আমল অর্থাৎ সিয়াম সাধনা পালনের পর পবিত্র ঈদুল ফিতর পালন হচ্ছে । প্রতি বছরই পবিত্র রমজান মাসের পরে বহু প্রতিক্ষিত ঈদুল ফিতরের ঈদ উৎসব সকলের জন্য নিয়ে আছে আনন্দ উৎসব। এবারো তাই হোক ।সকলের মনে বয়ে চলুক সর্বক্ষণ ঈদ আনন্দ ঈদ আমেজ । সকল সহ ব্লগার ভাই বোনদের ঈদের শুভেচ্ছা । ঈদ মোবারক ।
২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
ব্লগ সার্চম্যান বলেছেন: ঈদ মোবারক সাজ্জাদ ভাই।
২| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২১
ওমেরা বলেছেন: ঈদ মোবারক ।
২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ঈদ মোবারক ওমেরা ভাই।
৩| ২৮ শে জুন, ২০১৭ রাত ১:৩৯
চাঁদগাজী বলেছেন:
ঈদের শুভেচ্ছা।
আশাকরি ব্লগারেরা ঈদের দিন আনন্দিত ছিলেন। আমি বেড়ায়েছি।
২৮ শে জুন, ২০১৭ সকাল ৭:০৭
ব্লগ সার্চম্যান বলেছেন: ঈদ মোবারক চাঁদগাজী ভাই।
৪| ২৮ শে জুন, ২০১৭ রাত ১:৪৪
মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখা। ঈদ মোবারক।
২৮ শে জুন, ২০১৭ সকাল ৭:০৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ঈদ মোবারক মামুন ইসলাম ভাই।
৫| ২৮ শে জুন, ২০১৭ সকাল ৭:৩২
ডার্ক ম্যান বলেছেন: ঈদ কেমন কাটলো
২৮ শে জুন, ২০১৭ সকাল ৮:৩০
ব্লগ সার্চম্যান বলেছেন: মোটামুটি । বয়স হয়েছে এখন শুধু চলে যাবার পালা।
৬| ২৮ শে জুন, ২০১৭ সকাল ৯:৩২
blogermassud বলেছেন: ঈদের শুভেচ্ছা থাকল।
২৮ শে জুন, ২০১৭ দুপুর ২:১০
ব্লগ সার্চম্যান বলেছেন: ঈদ মোবারক।
৭| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:০২
মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!
বাহ!!!!!!!!
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!
ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!
উলে জাদুরে। উম্মা
২৮ শে জুন, ২০১৭ রাত ৯:৩৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ঈদ মোবারক।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক । ঈদ মোবারক ।