নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

গরু হত্যা বা জবাই করলেই ১৮ বছরের কারাদণ্ড

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৪


ভারতে গরু জবাই করলে সর্বোচ্চ ৫,৭ এবং ১৮ বছর পযন্ত কারাদণ্ডর নির্দেশ অপরদিকে সে দেশেই একজন মানুষ মারলে হত্যাকারীকে সর্বোচ্চ ২বছর কারাডণ্ড দেয়ার নির্দেশ ।ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলের বিলাসবহুল গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় সাজা ২ বছর ,২০০৮ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ দিল্লির মূলচাঁদ এলাকায় উৎসব ভাসিন বিএমডব্লু গাড়ি দিয়ে ধাক্কা মারে বিবিএ পড়ুয়া অনুজ চৌহান নামের এক ছাত্রের মটর বাইকে আর সে ঘটনায় মারা যায় পড়ুয়া অনুজ চৌহান,আর তার জন্য উৎসবের মাত্র ২বছরের কারাডণ্ড দেয়া হয় । দেশটিতে এধরনের অহর অহর ঘটনা খবরই শোনা যায় ।এর আগে ভারতের গুজরাটেও গরু জবাই বা হত্যা করলে সর্বোচ্চ ১০ বছর এবং সর্বনিম্ন ৭ বছর সাজা এবং কারও কাছে গরুর মাংস পাওয়া গেলে এক থেকে পাঁচ লাখ রুপি পর্যন্ত জরিমানার কথা বলা হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদীপসিন জাদেজা সংশোধনী এনে সাজা যাবজ্জীবন করার প্রস্তাব করেন এবং তাই গৃহীত হয়। পোস্টটি কাউকে
কষ্ট দেয়ার জন্য নয় শুধু এই টুকু বুঝার জন্য আসলে এখন যারা গরুর মাংস খায় সে সকল লোকে ঘরে মানুষ জন্ম নেয়াটাই কি অন্যায়
অপরাধ।আমি গরু খাই না সেটা আমার বেপার তাই বলে আরেকজন খাবে বলে তার উপর কঠর সাজা,এটা কি কখনো একজন মানুষ হিসেবসে কাম্য।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:



"ভারতে গরু জবাই করলে সর্বোচ্চ ৫,৭ এবং ১৮ বছর পযন্ত কারাদণ্ডর নির্দেশ অপরদিকে সে দেশেই একজন মানুষ মারলে হত্যাকারীকে সর্বোচ্চ ২বছর কারাডণ্ড দেয়ার নির্দেশ । "

-তা'হলে তো মানুষের মাংস খাওয়া কইছুটা সহজ

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

ব্লগ সার্চম্যান বলেছেন: সে রকমই তো মনে হয়গো ভাই ।

২| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিপন্ন মানবতা (কবিতা) নূর মোহাম্মদ নূরু

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ নুরু ভাই ।

৩| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

মাহিরাহি বলেছেন: গরুর জন্য ডাক্তারসহ এ্যাম্বুলেন্স চালু করা হয়েছে।

কিছুদিনের মধ্যেই ভারতে গরুর জন্য কোটা ব্যবস্থা চালু হলেও অবাক হওয়ার কিছু নেই।

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:১১

ব্লগ সার্চম্যান বলেছেন: সেরকমটাই ভাবছি ভাই।

৪| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

দিলের্‌ আড্ডা বলেছেন: আইনটা অদ্ভুদ

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:১২

ব্লগ সার্চম্যান বলেছেন: কিছু করারো নাই ভারতের আইন বলে কথা ।

৫| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৪

নিগূঢ় বলেছেন: আপনার দেয়া ছবিটি বিভ্রান্তিমূলক ৷ অনুগ্রহ পূর্বক ছবিটি বদলে দিন৷

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:১১

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ দিলাম ।

৬| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৬

টারজান০০০০৭ বলেছেন: ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীরা মঙ্গলে গেলেও যে অসভ্যই থাকবে , এটা তার প্রমান !

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৩

ব্লগ সার্চম্যান বলেছেন: চরম অসভ্য একটা জাতি এরা ।

৭| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৭

আমি চির-দুরন্ত বলেছেন: গরুর পক্ষে মানুষ আন্দোলন করবে কত দিন ?? তার থেকে এক কাজ করা যেতে পারে গরুর জন্যেও পার্লামেন্টে কিছু সংখ্যক আসনের ব্যাবস্থা করা দরকার । =p~ যারা গরু খাওয়ায় বিরোধিতা করে তারা গরুকে ভোট দিবে। গরু সংক্রান্ত যেকোনো বিল গরুর দ্বারাই উত্থাপন করা উচিত।
:-P :-<

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৯

ব্লগ সার্চম্যান বলেছেন: =p~

৮| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: গরু হত্যা কিন্ত মহা পাপ ।

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৪

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ।

৯| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৯

তিক্তভাষী বলেছেন: ভারত গোরক্ষা আইন দিয়ে গরু বাঁচাতে চায়। আমাদের আইসিটি আইন কাদের বাঁচাতে চায়?

১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো কথা বলেছেন ।

১০| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৫

সোহানী বলেছেন: হুম........... সর্বোচ্চ উন্নত দেশের দাবীদার........

১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ আপু । তবে আপা আমার মনে হয় ওরা মনের দিক থেকে এখনো কোন প্রকার উন্নয়ন সাধন করতে পারেনি ।

১১| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৪

ঘুড্ডির পাইলট বলেছেন: শালার মানুষ মরলে বিচার নাই , গরু নিয়া পইরা আছে , এইটা একটা খাটি বলদ মার্কা রাষ্ট্র।
কুসংস্কার থেকে আইন , জ্বলন্ত উদাহরন।

১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই । মনের মতো মন্তব্য হইছে । মানুষের কোন মূল নাই তাদের কাছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.