নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

আল্লাহর সন্তুষ্টি লাভ কারীদের জন্য আল্লাহ যে সকল জান্নাত প্রস্তুত রেখেছেন

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৭

জান্নাত হল পার্থিব জীবনে যে সকল মানুষ আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালীন হিসাবে যার পাপের চেয়ে পুণ্যের পাল্লা ভারী হবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করবে তাদের জন্য আল্লাহ যে সকল জান্নাত প্রস্তুত করে রেখেছেন।এটি একটি আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হল বাগান বা উদ্যান যাকে প্রচলিত বাংলা ভাষায় বেশিরভাগ ক্ষেত্রেই বেহেশত বলে থাকি।
কুরআনে বর্ণিত জান্নাগুলোর নাম হল
জান্নাতুল ফিরদাউস= জান্নাতুল ফিরদাউস হল জান্নাতের সর্বচ্চো বাগান ।
জান্নাতুল দারুস সালাম= দারুল সালাম হল শান্তির নীড় ।
জান্নাতুল মাওয়া = জান্নাতুল মাওয়া হল বসবাসের জান্নাত ।
জান্নাতুল দারুল খুলদ= জান্নাতুল খুলদ হল চিরস্থায়ী বাগান ।
জান্নাতুল আদন= জান্নাতুল আদন হল অনন্ত সুখের বাগান ।
জান্নাতুন নাঈম = জান্নাতুল নাঈম হল নেয়ামত পূর্ণ কানন বা বাগান ।
জান্নাতুল আখিরাহ = আখেরাতের আলয় ।
দারুল মুকামাহ = বাড়ি ।

জান্নাতের দরজাসমূহ
বাব আস-সালাহ
বাব আল-জিহাদ
বাব আস-সাদাকাহ
বাব আর-রাইয়ান
বাব আল-হাজ্জ
বাব আল-কাদিমিন আল-গায়িধ
বাব আল-ইমান
বাব আয-যিকির
জান্নাতের প্রশস্ত সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহু তাআলা বলেছেন:
তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ও সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি হচ্ছে আসমানসমূহ ও যমীনের সমান, যা মুত্তাকীদের জন্য তৈরী করা হয়েছে। সূরা আল ইমরান ১৩৩

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৫

প্রোলার্ড বলেছেন: পোস্ট তো ভালই লাগছে । তবে জান্নাতের চেয়ে জাহান্নাম সমূহের নাম ও কাল্পনিক ছবি দেবেন । যাতে আমাদের মত পাপী বান্দাদের মনে ভয়ের সন্চার নয় । ভয় লাগলে পাপ কাজের পরিমান কমে আসবেভাল কাজ ছাড়া সামনে উপায় থাকবে না । ফলে জান্নাতের রাস্তা দেখা যাবে । জান্নাত সবচেয়ে কম রেন্কের হলেও তো সেটা জান্নাত । জাহান্নামের আগুন থেকে তো বাঁচা গেল !

আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন -- আমিন।

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৫

ব্লগ সার্চম্যান বলেছেন: আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন,
আর খারাপ মন্দ কাজ থেকে দূরে থাকার তফিক এনায়েত করু, আমিন।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জান্নাতের যাওয়া আকাঙ্ক্ষা আমার রয়েছে। তবে ভাল কর্ম করে (আল্লাহরর সন্তুষ্টি লাভ করে) যেতে চাই।

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৬

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভ্রাতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.