নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

জাহান্নামে আমাদের জন্য যে শাস্তির ব্যবস্থা করা আছে

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪১


আবু হুরায়রা রাযিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ
আমরা একদা রাসূল (সাঃ) এর সাথে ছিলাম। এমন সময় একটি বিকট শব্দ শোনা গেল। রাসূল (সাঃ) বললেন, তোমরা কি জান এটা কিসের শব্দ ? আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই এ ব্যাপারে ভাল জানেন। তিনি বললেন, এটি একটি পাথর, যা আজ থেকে সত্তর বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, আর তা তার তলদেশে যেতে ছিল এবং এত দিনে সেখানে গিয়ে পৌঁছেছে।
(সহীহ মুসলিম)
জাহান্নামের ৭০টি লাগাম থাকবে এবং প্রতিটি লাগামে ৭০ হাজার ফেরেস্তা থাকবে তারা তা টেনে আনবে। মুসলিম- ইবনে মাসউদ (রাঃ)
দুনিয়ার ব্যবহৃত আগুনের উত্তাপ জাহান্নামের আগুনের উত্তাপের ৭০ ভাগের ১ ভাগ। বুখারী, মুসলিম- আবু হুরায়রা (রাঃ)
আগুনের জুতা পরিয়ে শাস্তি দেয়ার ফলে তার মগজ টগবগ করে ফুটতে থাকবে, যা হবে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি। বুখারী, মুসলিম- নুমান ইবনে বাশীর (রাঃ)
জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে আবু তালিবের। তার পায়ে দু’খানা আগুনের জুতা পরিয়ে দেয়া হবে, ফলে তার মাথার মগজ ফুটতে থাকবে। বুখারী- ইবেন আব্বাস (রাঃ)
দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিকে জাহান্নামের আগুনে ঢুকিয়ের বের করা হবে। তাকে বলা হবে, তুমি দুনিয়াতে কখনো সুখ ভোগ করেছিলে? সে বলবে না, আমি কখনো সুখ ভোগ করিনি। মুসলিম- আনাস (রাঃ)
জাহান্নামের সবচেয়ে কম ও সহজতর শাস্তি প্রাপ্ত ব্যক্তি পৃথিবী পরিমাণ সম্পদ থাকলেও তার বিনিময়ে এ আযাব থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতো। বুখারী, মুসলিম- আনাস (রাঃ)
জাহান্নামীদের মধ্যে জাহান্নামের আগুন কারো টাখনু, কারো হাটু, কারো কোমর, কারো গর্দান পর্যন্ত পৌঁছবে। বুখারী, মুসলিম- সামুরা বিন জুনদুব (রাঃ)
জাহান্নামের মধ্যে কাফেরের এক একটি দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান, তার গায়ের চামড়া হবে ৩ দিনের সফরের পরিমাণ পুরু। বুখারী, মুসলিম- আবু হুরায়রা (রাঃ)
জাহান্নামের আগুনকে ১ হাজার বছর তাপ দিয়ে লাল, ১ হাজার বছর তাপ দিয়ে সাদা আর ১ হাজার বছর তাপ দিয় কালো করা হয়েছে। এখন তা ঘোর কালো অন্ধকার অবস্থায় রয়েছে। তিরমিজী- আবু হুরায়রা (রাঃ)
জাহান্নামের মধ্যে কাফেরের গায়ের চামড়া হবে ৪২ হাত মোটা, দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান এবং বসার স্থান হবে মাক্কা-মাদীনার মধ্যবর্তী ব্যবধানের পরিমাণ। তিরমিজী- আবু হুরায়রা (রাঃ)
কাফেরের মৃত্যুর পর কবরে তার রুহ ফিরিয়ে দেয়া হয়। দুইজন ফেরেস্তা তাকে উঠিয়ে জিজ্ঞেস করবেন, তোমার রব কে? সে উত্তর দেয়, হায় হায়! আমি জানি না। তারা জিজ্ঞেস করবেন, কে এই ব্যক্তি যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন? সে উত্তর দেয়, হায় হায়! আমি জানি না। তখন আকাশ থেকে একজন ঘোষণাকারী- ঘোষণা দেয়, সে মিথ্যা বলেছে। তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পড়িয়ে দাও এবং তার জন্য জাহান্নামের একটি দরজা খোলে দাও। রাসূল (সা.) বলেন, ফলে তার দিকে জাহান্নামের ভীষণ তাপ উত্তপ্ত বায়ূ আসতে থাকে। আহমদ, আবু দাউদ- বারা বিন আযেব (রাঃ)
জাহান্নাম থেকে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত এবং সর্বশেষ জান্নাতপ্রাপ্ত ব্যক্তিকে আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা বলবেন জান্নাতে প্রবেশ কর তোমাকে জান্নাতে দুনিয়ার সমপরিমাণ এবং তার দশগুন জায়গা দেয়া হলো- এ ব্যক্তি হবে মর্যাদার দিক দিয়ে জান্নাতীদের সর্বনিম্ন স্তরের। বুখারী ও মুসলিম- আবদুল্লাহ ইবেন মাসউদ (রাঃ)
রাসূল (সাঃ)-কে বলতে শুনেছি, “আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে ভয় প্রদর্শন করছি”- কথা গুলো উচ্চস্বরে বলতে থাকলেন। দারেমী, সুনান, ইবনে বশীর (রাঃ)
জাহান্নামের হাবহাব নামক গর্তে প্রত্যেক স্বৈরাচারী অহংকারীকে রাখা হবে। দারেমী, আবু বুরদাহ (রাঃ)
আসমান থেকে কোন গোল পাথর যমীনের দিকে ফেলে দিলে তা একটি রাত শেষ হওয়ার আগেই যমীনে পৌঁছে যাবে। কিন্তু জাহান্নামের কিনার থেকে নিচ দিকে কোন পাথর ছেড়ে দিলে ৪০ বছরেও তা তার তলদেশে পৌঁছতে পারবে না। তিরমিজী- আবদুল্লাহ ইবনে আমর (রাঃ)

মন্তব্য ২৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভয়াবহ জাহান্নাম থেকে আল্লাহ সকল মানুষেক হেফাজত করুন।

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৪

ব্লগ সার্চম্যান বলেছেন: ভ্রাতা আমারতো পড়তে আর লিখতে গিয়ে এখনি গা শিউরে উঠছে! কতইনা কঠিন দিন এবং কঠিন আযাব আমাদের জন্য
অপেক্ষা করছে ।
হে আল্লাহু আমাদের এসব কঠিন সময় থেকে মুক্তি দান করুন ।

২| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৫

চিটাগং এক্সপ্রেস বলেছেন: আমরা প্রতি পদে পদে নানা গুণাহ করে থাকি। মুক্তির উপায় কি

০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৭

ব্লগ সার্চম্যান বলেছেন: আল্লাহুর কাছে ক্ষমা চাওয়া এবং ধর্মীও রিতি নীতি মেনে সে অনুসারে চলা ।

৩| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৮

প্রোলার্ড বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবার জন্য সঠিক পথে চালিত করুন - আমিন

জাহান্নামে যাকে একবার ঢোকানো হবে তাকে কি সেখান থেকে আবার বের করে জান্নাতে নেওয়া হবে ? এ ব্যাপারে পবিত্র ক্বুরআনের কোন সূরাতে বলা আছে ( জানতে চাচ্ছি)? এদের অপরাধ কি ধরণের হবে ?

০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৮

ব্লগ সার্চম্যান বলেছেন: এদের অপরাধেরও শেষ নেই তথাপি সাজারও শেষ নাই । তবে সবকিছুরি একটা শেষ আছে । যাইহোক আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবার জন্য সঠিক পথ যেন দেখায় ।

৪| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ছবি কি প্রতীকী?

জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের তাকওয়া অর্জন করতে হবে।

৫| ০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি ভয়ানক কথা।আল্লাহু জাহান্নাম বাসীদের ক্ষমা কর ।

৬| ০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৭

ব্লগ মাস্টার বলেছেন: পাপ ক্ষমা করুন আল্লাহু।

৭| ০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩২

কলম-বাঁশ বলেছেন: আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রান দিন।

৮| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৯

জনতার আদালত বলেছেন: আল্লাহু সকলকে জাহান্নামের যাওয়ার মত কাজ থেকে দুরে রাখুক।

৯| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


"আমরা একদা রাসূল (সাঃ) এর সাথে ছিলাম। এমন সময় একটি বিকট শব্দ শোনা গেল। "

-ইনি রাসূল (সাঃ) এর সাথে ছিলেন, মক্কায় কিংবা মদীনায়; সেখান থেকে জাহান্নামে পাথর পড়ার আওয়াজ শোনা গিয়েছিল? জাহান্নাম তা'হলে আশে পাশেই ছিল?

রাসূল (সাঃ) বেঁচেছিলেন ৬৩ বছর; উনি জীবিত থাকা অবস্হায় পাথর পড়ার আওয়াজ শুনেছেন, যা ছাড়া হয়েছিল ৭০ বছর আগে; অর্থাৎ, উনার জন্মের আগেই পাথরটা ছোঁড়া হয়েছিল?

১০| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১২

কূকরা বলেছেন: আমি জানতাম এইখানে পাঁদগাজী পাঁদ মারতে আসবে। এবং আমার ধারণাই সত্য হল। একটা চুলকানি টাইপের পাঁদ সে মেরেই দিল।

১১| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৭

লেখা পাগলা বলেছেন: আমারে ব্লগে পোস্ট করতে দিচছে না।

১২| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০০

নাইম রাজ বলেছেন: সুন্দর লেখা।

১৩| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৫

কানিজ রিনা বলেছেন: হা হা হা পাদগাজী, হাসির দমকে আমি
মন্তব্য করতে পারছি না। হে চাঁদগাজী মোহাঃ
সাঃ চাঁদ ভেঙে দিখন্ডিত করেছিলেন যাদুকরের
বিশ্বাস আনার জন্য তিনিই মহানবী সাঃ
তিনি আগে ও পড়ে কি ঘটবে সব জানতেন
এবং জানাতে পারতেন। জীবরীল ফেরেস্তা
উপস্থিত থাকতেন যখন তিনি সাহাবাদের নিয়ে
আল্লাহর গুনাগুন বর্ননা করতেন। তখন
জাহান্নামের শব্দ আগে পড়ের আওয়াজ
শুনাবেন এটা অবিশ্বাসের কি আছে। একদা
নির্জন স্থানে মহানবী সাঃ আঃ নামাজে ধ্যান
রত অবস্থায় কাফেররা তাকে পিছন থেকে
ঢিল মারতে আরম্ভ করল তখন জীবরীল
উটের রুপ ধারন করে ঢিলগুল হাঁ করে খেয়ে
নিচ্ছলেন। ঢিলগুল ছিল অজস্র।
যেখানে জীবরীল উপস্থিত সেখানে শব্দ থেকে
আরও কিছু হওয়াও অসম্ভব কিছুনা।
চাঁদগাজী জন্য রয়েছে জাহান্নামের জুতা।
জুতা পড়াইলে মগজ টকবগ উঠলাবে।
অবিশ্বাসীদের জন্য অয়েল দোজক নির্ধারীত।
সব ধর্মে স্বর্গ নরক উল্লেখ আছে। ধন্যবাদ
লেখককে। সত্যিকার বিশ্বাসী মানুষ সাবধানতা
অবলম্বন করবে এই কামনা।

১৪| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:০০

করুণাধারা বলেছেন: এই শাস্তি থেকে পানাহ চাই আল্লাহ। সবসময় যেন সুরা ফুরকানের ৬৫ নম্বর আয়াত পড়ি।

১৫| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪২

শিখণ্ডী বলেছেন: দোজখে পোড়ানোর পরে আল্লাহ কি আমাদের বেহেশ্তে পাঠাবে?

১৬| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৩:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: জাহান্নামের মধ্যে কাফেরের এক একটি দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান, তার গায়ের চামড়া হবে ৩ দিনের সফরের পরিমাণ পুরু। বুখারী, মুসলিম- আবু হুরায়রা (রাঃ)
জাহান্নামের আগুনকে ১ হাজার বছর তাপ দিয়ে লাল, ১ হাজার বছর তাপ দিয়ে সাদা আর ১ হাজার বছর তাপ দিয় কালো করা হয়েছে। এখন তা ঘোর কালো অন্ধকার অবস্থায় রয়েছে। তিরমিজী- আবু হুরায়রা (রাঃ)
জাহান্নামের মধ্যে কাফেরের গায়ের চামড়া হবে ৪২ হাত মোটা, দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান এবং বসার স্থান হবে মাক্কা-মাদীনার মধ্যবর্তী ব্যবধানের পরিমাণ। তিরমিজী- আবু হুরায়রা (রাঃ)
জাহান্নামের কাফেরের চামড়ার পুরুত্বের বিষয়ে একটু ভিন্নতা দেখা যায়, একদিকে ৩ দিনের রাস্তা অন্যদিকে ৪২ হাত পুরু ।
সঠিক কি হবে জানালে খুশী হব ।

দোয়া করি আল্লাহ আমাদের সকলকে দোযখের কঠীন আযাব হতে রক্ষা করুন , সকলেই যেন সঠিক ও সত্যপথে চলতে পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন , তিনি অতি মেহেরবান ও ক্ষমাকারী ।

শুভেচ্ছা রইল

১৭| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:২২

ঠ্যঠা মফিজ বলেছেন: মন মুগ্ধ পোস্ট ভাই ব্লগ সার্চম্যান ।

১৮| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০১

মোস্তফা সোহেল বলেছেন: মহান আল্লাহ আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে দূরে রাখুন।
আমিন।

১৯| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৪

মামুন ইসলাম বলেছেন: আল্লাহ আমাদেরকে জাহান্নামের ওই কঠিন শাস্তি থেকে দূরে রাখুন।

২০| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৪

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ পোস্টের জন্য। আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন।

কয়দিন আগে এক মহিলা কাজের মেয়ের পিঠে ছ্যাকা দিতে দিতে পুরোটাই পুড়িয়ে ফেলেছিল, যেটি বাংলাদেশের প্রধান খবরে পরিণত হয়েছিল। মহিলা সম্ভবত ব্রিগেডিয়াের বৌ এবং কমিউনিটি সেন্টারের মালিক। প্রভাব খাটিয়ে এই গর্হিত কাজের সাজা থেকে পরিত্রান পেলেও, দোজখের আগুন থেকে পরিত্রান মিলবে একটি শিশুকে এমন ভয়ংকর কষ্ট দেয়ার জন্য।

২১| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৭

মাহিরাহি বলেছেন: সি এন এন হেডলাইনে ইয়াবা সংক্রান্ত খবরটি শুনে অবাক হলাম। অবস্থা খুবই খারাপ। খবরটিতে ঐশির নামও এসেছে।

ভয়াবহ অন্ধকারের দিকে তরুনদের টেনে নিয়ে যাওয়া হচ্ছে।

Yaba the dark side of Bangladesh

যুবকদের অর্ধেকই ইয়াবা ব্যবহার করছে।

অর্ধেক যুবকেরা ইয়াবা ব্যবহার করছে।
http://www.somewhereinblog.net/blog/mahirahiblog/30205810

ধর্মীয় শিক্ষা থেকে মানুষ যত দুরে সরে থাকতে থাকবে ততই বিপদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.