নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

প্রতিবেশি দেশ ভারতের কিন্তু আমাদের বাংলাদেশ ছাড়া বাঁচার উপায় নাই

১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৭


যাক এটা আমাদের জন্য অতন্ত গৌরবের কথা যে,আমাদের প্রতিবেশি দেশ ভারত আমাদের কোন উপকারে না আসলেও আমরা যে তাদের
উপকারে আসতে পারি।যেমন আমাদের বাংলাদেশে যখন পানি প্রয়োজন হয় তখন আমরা ভারতের সহযোগিতা হিসেবে তাদের কাছে পানি
চেয়ে সহযোগিতা চাই বা চেয়ে আসছি বহু বছর ধরে,কিন্তু তারা সে সহযোগিতা কখনো করেন নাই আর কখনো করবেন বলেও মনে হয় না। কিন্তু ইনশাল্লাহ আমরা এর সম্পূর্ণ বিপরিত যদি ভারতে কোন সহযোগিতা প্রয়োজন হয় বা ভারত যদি আমাদের কাছে কোন সহযগিতা
চায় আমরা তাকে সহযোগিতা বা সাহায্য করবো ।

যেমন ধরা যাক আমাদের কৃষি মৌসুমে যখন পানি প্রয়োজন তখন ভারত পানি দেয়না কিন্ত ভারতে যদি বন্যা হয় তাহলে তাদের দেশে
পানি কমাতে হলে,ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বেরিবাঁধ অর্থাত যে ফারাক্কা বাঁধ আছে তা খুলে দেয়া সারা আর কোন উপাই নাই ।
আর সে ফারাক্কা বাঁধ তখন খুলে দিলে ভারতের জন্য যেমন ভালো তেমন বাংলাদেশের জন্য মরন যদি ঐ মুহুর্তে বাংলাদেশে বন্যা হয়ে থাকে ।যেমন এখন আমাদের বাংলাদেশে বন্যা হচ্ছে অন্যদিকে ভারতেও বন্যা হচ্ছে,আর এই মুহুর্তে যদি ভারত বাঁচার জন্য তাদের দেশের পানি আমাদের দেশে ছেড়ে দেয় তাহলে আমাদের মরন ছাড়া আর কোন রাস্তা নাই ।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫২

আবু মুছা আল আজাদ বলেছেন: ভাল খবর। হ্যা বাংলাদেশ যুদি ফারাক্কার পানি রুখে দেয়ার জন্য আরেকটি বাধ দেয় তবে তো ভারতের মহা মারি অবস্থা।
তবে ফারাক্কা বাধ মুলত ভারতের সামগ্রীক স্বাথের জন্য নয়। যার বাস্তব এখন এর নেতিবাচক প্রভাব সে দেশের অনেক নেতাইাপ্রকাশ্যই বলছে। এটা ভারত করছে আন্তর্জাতিক চক্রের স্বার্থর জন্য।

তবে ভারত যদি ফারাক্কা খুলে দেয় বন্যা চলাককালীন মহুর্তে তবুও অঅমাদের জন্য ক্ষতি হবে তবে বেশী নয়। নাব্যতা সংকটের পরেও বাংলা নদীগুলোর পানি ধারণ ক্ষমতা অপরিসীম।

১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৮

ব্লগ সার্চম্যান বলেছেন: হ্যা ঠিক বলেছেন আবু মুছা আল আজাদ ভাই।যখন মরন সারা কোন রাস্তা থাকে না তখন আরেকজন এসে গলা টিপে ধরলেই
ভালো কারন তিলে তিলে মরার চেয়ে এক্কেবারে শেষ হয়ে যাওয়াতাই ভালো ।

২| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৯

ফেল কড়ি মাখ তেল বলেছেন: ক্ষমতাসীন দলের লোকজন আপনার পোস্টে নারাজ হতে পারে?? জাতির পিতার শোক পালন করুন।

কাদো বাঙালী কাদো।
মানুশ তো আর এমনি এমনি কাদবে নাহ।
তাই কস্ট দিয়ে কাদাবে।

১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৫

ব্লগ সার্চম্যান বলেছেন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে শ্রদ্ধাঞ্জলি থাকল। দোআ করি
আল্লাহু তাদের সকলকে জান্নাত বাসী করুন।

৩| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল পোষ্ট।

১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪১

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই।

৪| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৮

আখেনাটেন বলেছেন: দাদারা সেজন্যই তো গঙ্গা ব্যারেজ করতে নিষেধ করেছে। সরকার বেশ কিছু টাকা ঢেলে সমীক্ষা-টমিক্ষা করেও দাদাদের আপত্তিতে এখন চুপটি মেরেছে।

অথচ এই ব্যারেজ আমাদের মিঠাপানির ভবিষ্যৎ মজুদের জন্যও জরূরী। সব নদীতেই এরকম ব্যারেজ বাঁধ দিয়ে খরা মৌসুমে স্বাদু পানি সংরক্ষণ অতীব জরূরী।

১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৬

ব্লগ সার্চম্যান বলেছেন: সহমত এবং যুক্তিমূলক আলোচনার জন্য কৃতজ্ঞ । আমারো এই একই কথা যদি সম্ভব হয় তবে যেন এই বন্যার পানি সংগ্রহ
করে রাখে ।

৫| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো বলেছেন।

১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ হাসু ভাই।

৬| ১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ সুন্দর লেখাটির জন্য।

১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৬

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ লেখা পাগলা ।

৭| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৩:২৮

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল পোস্ট।

১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৬

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.