নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

৪৬ বছরেও যখন পাইনি বাঙালি তখন আগামী আরো ৭৬ রে পায় কিনা সন্দেহ

১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩২


আসলে কি আমাদের স্বাধীনতা কখনো এসেছিল ? পেয়েছিল কি এদেশের মুক্তিকামি মানুষেরা মুক্তি ?
পেয়েছিল কি এদেশের দরিদ্ররা তাদের দরিদ্রত্বা মুছে ফেলতে ?
পেয়েছিল কি তারা দরিদ্র থেকে মুক্তি ?
কোথায় হে মহান যুক্তিবাদীরা তোমাদের যুক্তি ?
যদি সত্যিকার অর্থে আমরা স্বাধীনতা পেয়েই থাকি তাহলে কেন আমরা মুক্তমত যার যার নিজের মত নিজের মতো করে প্রকাশ করতে পারিনা ?
কেন বাকস্বাধীনতা থেকে মানুষ আজ দূরে সরে যায় ?
কেন মানুষ আজ ব্লগার দেখলেই বলে ওই দেখ ওটা নাস্তিকের খাতায় নাম দিয়েছে ?
কেন রমনার বটমূলে গ্রেন্ড বিস্ফরন ঘটে ?
কে আজ এদেশের মানুষেরা আমার ভোট আমি দেবো যাকে খুশী তাকে দেবো বলে শ্লোগান দিয়ে
স্বাধীন ভাবে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে না ?
সরকারের দোষ গুণ নিয়ে কোনও মুক্ত মত করা যায় না। তাহলে পুলিশের গুলি খেতে হয়।
অন্যদিকে বিরোধী দলকে নিয়ে কিছু সেখানেও দাঁ কুড়াললের কোপ খেতে হয়।
কেন ২১শে আগষ্ট নৃশংস গ্রেন্ড হামলা ?
কেন বঙ্গবন্ধুদের মতো জাতির পিতাদের মুক্তির সংগ্রাম করে অবশেষে গুলি খেয়ে
মরতে হয় ?
কেন জিয়ামত নেতাদের মানুষের হাতে হত্যা হতে হয় ?
কেন মধ্য রাতের অন্ধকারে শাপলার চক্করে বিনা কারনে হেফাজতদের মরতে হয় ?
কেন একজন সাবেক প্রধান মন্ত্রীর বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে পথ বন্ধ করে রাখা হয় ?
এত কিছুর পরেও কি করে স্বাধীনতা পেলাম আমরা বাঙালিরা ?
আমার মনে হয় বাঙালি যখন ৪৬ বছরেও পাইনি স্বাধীনতা তখন আগামী আরো ৭৬ রেও পাবেনা ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

মানুষ বলেছেন: কারন আপনার মতো পাবলিক স্বাধীনতা অথবা বিজয় দিবস আসলেই "ইয়ে আজাদী ঝুঠা হ্যায়" বলে কাঁদেন। গাছেরটাও খাইতে চান আবার তলারটাও কুড়াইতে চান সেই কারনে।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

ব্লগ সার্চম্যান বলেছেন: নিরপক্ষ ভাবে দেশটার দিকে তাকান।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কথা।

১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৯

ব্লগ সার্চম্যান বলেছেন: নিরপক্ষ ভাবে দেশটার দিকে তাকান।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

মলাসইলমুইনা বলেছেন: তারপরেও আশা করে রই .....

১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩০

ব্লগ সার্চম্যান বলেছেন: আশা ছাড়া আর আমাদের আছে কি।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব ভাবনা ঠিক নয়। বিজয় না হলে আমরা এতদূরও আসতে পারতাম না। যেসব সমস্যা ওসব দক্ষিণ এশিয়ার সমস্যা। তবে হ্যাঁ, ঐতিহাসিক ভাবে ঘটনাচক্রে দুই পরিবারের হাতে রাজনীতি না থাকলে আরো ভালো এগুতে পারতাম আমরা...

১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩০

ব্লগ সার্চম্যান বলেছেন: নিরপক্ষ ভাবে দেশটার দিকে তাকান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.