নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

ভাই চাঁদগাজী আপনি খুশী আছেনতো এই রায়ে ?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০৯



সামহোয়্যার ইন ব্লগে ব্লগীং শুরু থেকেই গত দুই বা আরাই বছর থেকেই দেখে আসছি একজন সহ ব্লগার
চাঁদগাজী সাহেব কোন ভাবেই বিএনপি কথা শুনতে পারননা । এমনকি যদি সম্ভব হত তাহলে উনি তারেক জিয়া
খালেদা জিয়া সহ আরো অনেককেই বুরিগঙ্গা নদীতে ডুবিয়ে মারতেন B-) কিন্ত কেন সেটা আমার জানা নাই।
তাই আমার মতে আজকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঘোষিত রায়ে সারা পৃথিবীর আর কেউ খুশী হোক আর না
হোক অন্তত সামহোয়্যার ইন ব্লগের একজন ব্লগার মনে প্রাণে বেশ খুশী হয়েছেন আর তিনি হলেন বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা
জনাব চাঁদগাজী। আজ কয়েকদিন থেকেই দেখছি উনি খালেদা জিয়ার এই রায়কে লক্ষ করে বেশ কিছু লেখা পোস্ট
করেছন আর তার লেখাগুলো পড়ে মনে হয়েছে বাংলাদেশে আগে শুধুমাত্র জিয়া ভিলেন ছিলেন আর এখন শুধুমাত্র
তার স্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সন্তান তারেক জিয়াই হলেন ভিলেন। দেশের বাকী অন্যান্য রাজনীতি দলগুলো দুধে ধোয়া
তুলসীপাতা। তাই আজ বেগম খালেদা জিয়ার এই শাস্তি দেখে নিশ্চয় জনাব চাঁদগাজীর বেশ খুশী হবার কথা।কি বলেন ভাই চাঁদগাজী আপনি খুশী আছেনতো এই রায়ে ? তবে মনে রাখবেন বৈশাখ কিন্ত একবারই আসেনা একজন মানুষ যদি ৮০ বছর বেঁচে থাকেন
তাহলে তার জীবনে ৮০ বারই বৈশাখ দেখার সৌভাগ্য হয়।তবে পাঠক্য হয় শুধু এইটুকোই কখনো ইলিশ বাজা খেতে পারে
কখনো বা আলু ভর্তা।যেমন দিন বদলায় হাসি বদলায় তেমন কান্নাও বদলায় মাঝ থাকে শুধু ইতিহাস যা কখনই চূরান্ত পর্যায়
বদলানো যায় না।

মন্তব্য ৩১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৩৮

রিফাত হোসেন বলেছেন: গাজী সাহেব যা বলেন তার বেশিরভাগ ই সঠিক ও দেশপ্রেম ও জাতি ভিত্তিক, উনার অভিব্যক্তি প্রকাশ করেন। তবে যাই বলেন না কেন ৮০% ই কিন্তু হক কথা!
২০% আমার মনে হয় উনার নিজের প্রকাশ যা আমার আমাদের সাথে মিলতে নাও পারে।
যেই দুর্নীতি করবে তার রেহাই নাই।
এইটা যেমন মানা উচিত তেমনি কেউ খারাপ কাজ করার পর অনুতপ্ত হলে মাফ পাবার সুযোগ থাকে।
কিন্তু ঘাউরা মফিজের মত কেউ যদি করেও বলে করি নাই! তাকে আমার কেন, অন্যেরও ভাল লাগবে না।
বিম্পি বা ওয়ামী বুঝি না, দেশ বুঝি, জাতি বুঝি!

আজকে তার হয়েছে ইনশাল্লাহ অন্যদেরও হবে সেটা ক্ষমতাসীন ও বিরোধী সবাইকে বুঝিয়েছি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:০৬

ব্লগ সার্চম্যান বলেছেন: আসলে ঠিক কথাই বলছেন রিফাত ভাই তবে বেশির ভাগই এক তর্ফা।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৪২

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া শুধু একজন মানুষ নন, উনি একটি প্রতিষ্ঠান; উনার এতিমখানায় গত ২২ বছরে ৪৪০০ জন এতিম বছরে একবার হলেও ইলিশ ভাজী খাবার কথা ছিলো, কিন্তু সেই ফ্যান্টম ইলিশ ভাজী ওদের খাওয়া হয়নি; ইলিশ খেয়েছে খোকা, আমান উল্লাহ আমান ও ফালুরা, উনাদের মুখ দেখলে বুঝতে পারবেন ইলিশের তেল ভাসছে; আরো বছর আসবে, আবারো উনারাই ইলিশ খাবে; এতিমেরা রাস্তার ডিভাইডারে কুত্তার সাথে ঘুমাবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৩

ব্লগ সার্চম্যান বলেছেন: আপনার সরকারই বা এতিমদের জন্য কি কইরা ফালাইছে ? দয়া করে একটু বিবরণ দিবেন।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৫১

চাঁদগাজী বলেছেন:


এরশাদ সাহেবের সামান্য বিচার হয়েছে; আরো হবে। বেগম জিয়ার সামান্য হয়েছে; আরো হাজার জনের হবে; পথ খোলা হয়েছে, এটাই বড় কথা।

এই জাতি অফুরন্ত রক্ত দিয়ে স্বাধিনতা কিনেছিল ফালু, পিন্টু, শামীম ওসমান, জয়নাল হাজারীদের পবিত্র পার্লামেন্টে পাঠাবার জন্য নয়; পিন্টু, ফালু, হাজারী নিজগুণে ওখানে যায়নি; যারা এসব গার্বেজদের ওখানে পাঠায়েছে, তাদের বিচার হওয়ার দরকার আছে।

বাংলার মানুষ বউ বাচ্ছা ফেলে সৌদী মরুভুমিতে গেছে, জংগল হয়ে দক্ষিণ আফ্রিকা গেছে, নৌকায় ভুমধ্য-সাগরে ডুবেছে; ট্রলারে আন্দামানে ডুবেছে; কেহ সেসব দেশে যেতে চাহেনি; মগজহীনেরা দেশের সীমিত সম্পদ দখল করায় চাকুরী সৃষ্টি হয়নি; জাতীয় ব্যাংকগুলোকে ব্যবহার করে সব ক্যাপিটেল লুট করেছে, এজন্য মানুষের চাকুরী হয়নি দেশে; এদের বিচারের দরকার আছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:০৪

ব্লগ সার্চম্যান বলেছেন: আপনার এ মন্তব্যে আমি সহমত তবে শেষের কয়েকটা লাইনের কথা ভাবলেই মাথা নষ্ট হয় এখনো কিন্তু দেশে বেকারের
হার বাড়ছে কমছে না ।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০৩

আবু তালেব শেখ বলেছেন: বিএনপির ব্যাপারে অবশ্যই একতরপা মনোভাব। বাকীগুলো নিরপেক্ষ। হইতো জিয়া পরিবারের সাথে ব্যক্তিগত শত্রুতা আছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৪

ব্লগ সার্চম্যান বলেছেন: আমারো তেমনি মনে হয় তালেব ভাই।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৩

Sujon Mahmud বলেছেন: অন্যায় করলে শাস্তি তো পেতেই হবে....সে আজ হোক আর কাল

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাসুন একটু চা খায়।


শুভ সকাল।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৫

তানভির জুমার বলেছেন: চাঁদগাজী সাহেব মূলত চরম বিএনপি বিরোধী আওয়ামীপন্থী, মাঝে মাঝে আওয়ামীলিগের বিরোদ্ধেও কিছু বলে এটা হচ্ছে ওনার সারভাইবাল ট্রেকনিক তানাহলে মানুষ ওনার একপাক্ষিক লেখা খাবে না।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৯

হাঙ্গামা বলেছেন: বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা জনাব চাঁদগাজী
=p~ =p~ =p~

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮

কানিজ রিনা বলেছেন: চাঁদগাজীর লেখায় পড়লাম আওয়ামীলিগ চার ভাগে ভাগ হয়েছিল জাতির পিতার মৃত্যুর পড়ে তাহলে বলব তার ভিতর একদল চাঁগাজীর মত খুশি হয়েছে। উনি দলকানা হয়েগেছে কারন উনার নাকী ইদানিং চোখে
ছানি এসেছে।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৭

পলাতক মুর্গ বলেছেন: ব্লগের বিশিষ্ট বুদ্ধিপ্রতিবন্ধি হিসাবে উনার কি খুশি হওয়া অন্যায় হয়েছে?

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: উনি মেজর জিয়ার আন্ডারে যুদ্ধ করেছিলেন (অনুমান)। সেখানে হয়ত কিছু একটা হয়েছিল :P

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যে যেমন তার চিন্তাও তেমন। এতিমের টাকা মেরে খাওয়ার পরও যে আপনি ম্যাডামের পক্ষ নিয়েছেন, রায়ে অখুশি বোঝাই যাচ্ছে। আপনার মতো অনেকেই আছে, যারা এটাসেটা বলে মূল বিষয় এড়িয়ে যায়; একজনের সমালোচনা করলে অন্যজনের দালাল বলে আখ্যা দেন। এটা আপনাদের বোধে নেই প্রতিটি মানুষই চিন্তা-চেতনায় স্বতন্ত্র।

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৬

অর্ক বলেছেন: আবারও চাঁদগাজী! গতকালই তো দেখলাম একজন তাকে নিয়ে একটি তির্যক পোস্ট দিয়েছে (সে অবশ্য সরাসরি নাম নেয়নি)! ওনাকে নিয়ে লেখা পোস্ট দিয়ে রীতিমতো বইমেলায় একটি বড়সড় বই প্রকাশ করা যেতে পারতো! সেখানে আমার নিজেরও একটা পোস্ট থাকতো অবশ্য!

যাই হোক, ১ ২ ৩'র মতো সহজ ব্যাপার খালেদা জিয়া এই দুষ্কর্ম করেছেন। এতিমখানা'র জন্য প্রেরিত টাকা, অভিভাবকহীন শিশুদের কল্যাণে যে অর্থ ব্যয় করার কথা ছিল, তা তিনি সদলবলে আত্মসাৎ করেছেন! একেবারে জঘন্য, নিকৃষ্টতম একটি অপরাধ। কথাটা ভাবতেই কেমন যেন বুকের ভিতরটা খা খা করে ওঠে। সবচেয়ে বড় কথা, তিনি নিজেই তা স্বীকার করে নিয়েছেন; ২২ বছরে একটা এতিমখানা'র জন্য একটা ইটও গাঁথা হয়ে ওঠেনি! বড় বড় শিল্পপতি ধনাঢ্য ব্যবসায়ীদের টাকা আত্মসাৎ করলে, আমি নিজেই বলতাম, করেছে তো কি হয়েছে ক, খ, গ ওদের অনেক টাকা ও ধন সম্পদ। কোনও ব্যাপার না। কিন্তু এখানে এতিম শিশুদের টাকা...!

সম্পূর্ণরূপে এর দায় তাকে নিতেই হবে! শাস্তি তাঁকে পেতেই হবে।

ধন্যবাদ।

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:



@আবু তালেব শেখ,

আমি বীর শ্রেষ্ঠ নই, আমি সামান্য সৈনিক ছিলাম।
ততকালীন মেজর জিয়ার লোকদের মাঝে আমি সামান্য একজন ছিলাম; উনাকে কাছে থেকে দেখেছি, যুদ্ধের জন্য দরকার ছিল সেই রকম চরিত্র; আমরা উনার মতো হতে চেষ্টা করেছি সবাই; আমার সাথে উনার মোটামুটি ভালো সম্পর্ক ছিল; উনার সম্পর্কে "জেড ফোর্সের" লোকজনের বাহিরে সঠিক কিছু জানার ক্থা নয়; উনি নিজের সম্পর্কে কিছুই বলতেন না; তিনি একমাত্র ক্যা: মাহফুজের সাথে ৫/১০ মিনিট আড্ডা দিতেন; বাকী ক্যাপ্টেনরা উনাকে ভয় পেতেন। এক লে: ছিলেন (লে: খালেদ), উনি জিয়াকে বাঘের মতো ভয় পেতেন; এমন কি মেজর মীর শওকত আলী উনাকে ভয় পেতেন। আমার সাথে স্বাভাবিকভাবে ভালো সম্পর্ক ছিলো, আমাকে একটা গ্রুপ চালাতে দিয়েছিলেন মেজর জিয়া।

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:



@কানিজ রিনা ,

একমাত্র মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষদের আমি ভালোবাসি; আমার চোখে আওয়ামী লীগ জাতির বিজয়কে দখল করেছে, সাধারণ মানুষের স্বাধিননতার যুদ্ধের মালিকানা কেড়ে নিয়েছে; আমি এতটুকু দলকানা। আমি বিশ্বাস করতাম যে, বাংলাদেশে মিলিটারী আসা মানেই অপরাধ, এবং মুক্তিযোদ্ধরা ছাড়া জিয়াকে কেহ সরাতে পারবে না; শেখ হাসিনা ব্যতিত, সাধারণ মানুষ বেগম জিয়ার চুরি-ডাকাতীর দলকে কেহ থামাতে পারবে না।

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


@শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া),

ততকালীন মেজর জিয়ার লোকদের মাঝে আমি সামান্য একজন, উনার সাথে আমার সম্পর্ক মোটামুটি অন্য অনেকের চেয়ে ভালো ছিলো; বাংলাদেশের ক্ষমতা দখল উনার বড় অন্যায় ছিল। আমি ৩ জন ক্যাপ্টেনের অধীনে ছিলাম বিভিন্ন সময়ে; বেশী সময় ছিলাম ক্যা: মাহফুজের অধীনে; যারা জেমারেল জিয়াকে সরায়েছেন, সেই মাহফুজ ছিলেন অন্যতম; তিনিও চাননি যে, জিয়া দেশকে মিলিটারীর অধীনে রাখুক।

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২০

বিদেশে কামলা খাটি বলেছেন: বিষয়টা মনে হয় কারো খুশী হওয়া আর না হওয়া নয়। যে কেউই অপরাধ করলে তার বিচার হওয়া উচিত। তাতে অপরাধ কমে। সামনে এমন আরো অনেক বিচার দেখার অপেক্ষায় রইলাম।

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৩

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: বীরশ্রেষ্ঠ হয়েও ওনার কাছ থেকে মুক্তিযুদ্ধের উপর কোন লেখা পাই না।কোন পদের মানুষ আল্লাহ-ই ভালো জানেন।

১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: কয়েক বছর আগের এই রায়েও অনেকে সন্তুষ্ট হননি। বাঙালীর সন্তুষ্টি এতো সোজা নয়।

২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সামনে আরো অনেক কিছু ঘটবে। =p~

২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩

শিখণ্ডী বলেছেন: আমি চিন্তা করতেছি কেক কাটার কী হইবে :P

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২১

পবন সরকার বলেছেন: খামাখাই আপনারা চাঁদগাজী ভাইরে নিয়ে টানাটানি করেন, বিএনপির ক্লিন হার্টের সময় আর্মিদের প্যাদানী খেয়ে তার পিঠের চামড়া অর্ধেক নাই সেই পিঠে আপনারা লবন ছিটান এটা মোটেও ঠিক না। যে কারণে সে বাধ্য হয়ে পিঠের জ্বলুনীর চোটে আপনাদের উল্টাপাল্টা কথায় দিশেহারা হয়ে উল্টাপাল্টা কথা বলে।

২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আমার শ্রদ্ধেহ সহ ব্লগার চাঁদগাজী সম্পর্কে অনেক কিছু জানলাম।পোষ্টকারীকে ধন্যবাদ।

২৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৮

মাহফুজ বলেছেন: চাঁদগাজী সাহেব মহান মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের ক্যাটাগরি দুইটা। প্রথমটায় তোমার জান যায় যাক, দেশ গোল্লায় যাক তুমি আম্লীগ আর ইন্ডিয়া দুই নিয়া কোনো নেগেটিভ কথা বলবানা আর বিচার মানবা কিন্তু তাল গাছ নিয়া যাইতে কোনো ভুল করবানা। ১ম টায় গাজী সাহেবের শক্ত অবস্থান।

২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৬

নূর আলম হিরণ বলেছেন: আপনার কি অবস্থা, আপনি খুশি নাকি বেজার সেটা জানতে পারলে ভালো লাগতো!

২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:০২

ভবিষ্যত বলেছেন: চাদগাজী সাহেব আসলে ভারতের ...দা.....আগামী ৫ বছরে উনারা সবাই হিন্দিতে কথা বলবেন...

২৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৬

নীল আকাশ বলেছেন: মুক্তিযোদ্ধাদের ক্যাটাগরি দুইটা । একটা মার্চ থেকে ডিসেম্বর আর একটা ১৭ই ডিসেম্বরের । উনি যাদের দালালী করে এরা সবাই হলো ১৭ই ডিসেম্বরের মুক্তিযোদ্ধা । দেশে থেকে একটাও তো যুদ্ধু করেনি। করেছে কোলকাতায় বসে.. । ১৭ই ডিসেম্বরের এসে সবাই মুক্তিযোদ্ধা । যে রকম তারা সেরকমই পছন্দ করে .......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.