![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কর্মজীবিন মানেই একটা আনন্দময় জীবন। যার কর্ম নেই তার জীবনে কোনও আনন্দ ও নাই।
আমরা যারা কর্মে যত বেশি ব্যস্ত তারা ততই বেশি আনন্দিত।কর্মময় জীবন সব সময় সুখময়
হয়। বিশেষ করে আমি আমার ব্যক্তিগত অভিমতে বলতে পারি যে,আমি কাজের মাঝেই আনন্দ
পাই।আর প্রতিটা মানুষে যার যার অবস্থান অনুযায়ী তাদের ভালো কাজের সফলতা অনুযায়ী আনন্দ
খুঁজে পাওয়া। যেন তার আনন্দ পাওয়ার তাগিদেই তার কাজের এ সফলতা। আবার কেউ কেউ আছেন
যারা নিজের স্বার্থ ও নিজের লাভের আশায়ও কাজকে ভালোবাসেন।আসলে আমাদের মনে রাখতে হবে
সব কাজই শুধু নিজের উপকার লাভের জন্য করা উঁচিৎ নয়।যে কাজে আমার লাভ হবে বা স্বার্থ হাসিল
হবে,কিন্তু সমাজ ও সমাজের মানুষের ক্ষতি হবে সেরকম কাজ মোটেও কারো জন্য গ্রহণ যোগ্য নয়।আমাদে
নিজের কথা না ভেবে আগে সমাজের কথা ভাবতে হবে।আমাদের যে কাজে সমাজের মানুষ উপকিত হবে এই
সমাজ লাভবান হবে,আমাদের সেরকম কাজ করাই উঁচৎ।তবেই আমরা হতে পারবো সফল কর্ম জীবনের অধিকারিত্ব
সফল মানুষ।আমাদের মনে রাখতে হবে,কর্ম জীবনে সফলতা অর্জন করতে হলে আগে প্রয়োজন নিজের ওপর আত্মবিশ্বাসী
হওয়া। একই সাথে সমাজের মাঝে সৃজনশীল চেতনা তুলে ধরা,যাতে অন্যের মাঝেও তাদের ঘুমন্ত মেধাশ্রমগুলো জাগ্রত হয়,
বা চেতন হয়।আমাদের মনে রাখতে হবে সততা ও সত কর্মজীবনের মাঝেই আত্মমর্যাদা খুঁজে পাওয়া যায়।তাই আমাদের
নিজেদের মেধাশ্রমের পাশাপাশি অন্যের মেধাশ্রমকেও মূল্যায়ন করতে হবে এবং যতদুর সম্ভব অন্যের থেকে তাদের কর্ম
মেধার ধারনাও আমাদের লাভ করতে হবে,তবেই সকলের কর্ম জীবন সফলতার আলো দেখবে,এবং অন্যদিকে কর্মের মাঝে
নিজেকে গড়ে তোলার পাশাপাশি কর্ম জীবনের আনন্দটা সেটাও খুঁজে পাওয়া যাবে।একই সাথে ধীরে ধীরে সমাজের দরিদ্র
নামের অভিসাপও মোচন হবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৯
ব্লগ সার্চম্যান বলেছেন: যা শুরু হয়েছে ভাই তাতে অদুর ভবিষৎ আরো বেড়ে যাওয়ার সম্ভবনাই বেশি যদি রাজনীতিররদবদল না হয়।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৩৮
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে ভুল ধরণের অর্থনীতি চালু করাতে, ৩/৪ কোটী মানুষ কাজ না করে ভালো চলছে; এরা জাতিকে পেছনে টানছে
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০১
ব্লগ সার্চম্যান বলেছেন: বসে খেলে রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো বলছেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০১
ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:১৮
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লিখেছেন।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৩
মিরোরডডল বলেছেন: strongly agree
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৪
আটলান্টিক বলেছেন: ভাল বলেছেন
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০২
আহমেদ জী এস বলেছেন: ব্লগ সার্চম্যান,
যে কাজে ভালোবাসা জড়ানো থাকে তাতে সফলতা আসেই ।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৯
রাজীব নুর বলেছেন: কাজের মধ্যেই আনন্দ পেতে হবে। তাহলেই জীবনটা সার্থক হবে।
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০০
নিউ সিস্টেম বলেছেন: ভাল কথা।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেশে রাজনৈতিক পরিবেশ আর দুর্নীতি কম হলে এসব ব্যবধান কমে যেত...