নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

যে কারনে বাংলাদেশে আর জাতীয় সংসদ নির্বাচন না হওয়াই ভালো

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৮


যেমন এবার যদি নিরপক্ষ ভাবে জাতীয় নির্বাচন দেয়া হয় তাহলে বি এন পি নিশ্চিত জয় লাভ করবে।আর বি এন পি ক্ষমতায় আসা মাত্রয়ই শুরু হবে ফকরুদ্দীন থেকে শুরু করে এপযন্ত ঘটে যাওয়া নতুন অনেক বিচার।আর সেই সুযোগে যারা বিরুদ্ধ দল থাকবে তারা শুরু করবেন জ্বালাও পুরাও হরতাল,অবরধের মত নানা অন্যায় কর্মসূচি।

কারন ফকরুদ্দিন ও সেনা প্রধান মঈনউদ্দিন এবং বর্তমান ক্ষমতাশীন দলের নেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা অনেক কিছুই শিখিয়েছেন বি এন পি কে,যেমন কোনও অপরাধি যদি দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতে লুকিয়ে থাকে তাহলে
তাকে দেশে কি করে আবার ফিরত আনতে হয়।

শুরু হবে ২০০৯ সালের ২৫শে এবং ২৬শে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআরের সদর দপ্তরে পিলখানা ট্র্যাজেডিতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারানোর নতুন বিচার। একইভাবে এই সকল হত্যা কাণ্ডে যে সকল নিরঅপরাধ লোকদের জরিয়ে মামালা করা হয়েছে এবং সাজা হয়েছে তাদের প্রতিশোধ নেবার পালা।

একই ভাবে শুরু হবে ২০১৩ সালের ৫ই এবং ৬ ই মে বাংলাদেশের ঢাকায় সংঘটিত ঘটনা যার মাধ্যমে মতিঝিলের শাপলা চত্বরে অনুষ্ঠিত বাংলাদেশের তৎকালীন সদ্যপ্রসূত ইসলামী রাজনৈতিক জোট হেফাজতে ইসলামের একটি গনসমাবেশ এবং আন্দোলন এবং সেই সমাবেশে থাকা লোকদের বিতাড়িত করার জন্য কারা কারা জরিত ছিল তাদের নামে মামলা বা বিচার।

তাছাড়াও শুরু হবে সাহাবাগের আন্দলোনে কোথাও কোনও ফাকফোর আছে কিনা তা খতিয়ে দেখা এবং কোনও ফাকফোর পেলে সেটা সহ বিভিন্ন অপরাধের বিচার।

তাই সবদিক দিয়ে বিবেচনা করলে দেখা যাবে বাংলাদেশে আর কোনও জাতীয় সংসদ নির্বাচন না হওয়াই ভালো ।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: রোহিঙ্গা সমস্যার অগ্রগতি হলে হাসিনা আপা জিতবে। তবে যেই দলই ক্ষমতায় যাক "প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক" এটাই আমাদের কামনা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:১০

ব্লগ সার্চম্যান বলেছেন: প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক" এটাই আমাদের কামনা। সত্য কথা বলতে কি ভাই আমাদের দেশে এটা কখনো
সম্ভব হবে কি না জানি না ।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে বলে মনে হয় না। মাঝেমধ্যে ব্লগেও চরম রাজনীতির চাটুকারিতা চোখে পড়ে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:১১

ব্লগ সার্চম্যান বলেছেন: সহমত ।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: এখনকার নির্বাচন মানে তো তামাশা মাত্র। খামাখা পয়সা খরচ। বন্ধ হয়ে যাওয়া উচিত।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:১৪

ব্লগ সার্চম্যান বলেছেন: এখনকার নির্বাচন মানে তো তামাশা মাত্র। খামাখা পয়সা খরচ। বন্ধ হয়ে যাওয়া উচিত। অতন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন।
রাজনীতিবিদদের পকেট থেকে যদি পয়সা খরচ হতো তাহলে তারা আমাদের দুঃখ কষ্টগুলো বুঝতো ।আসলে পয়সা যা যাওয়ার
তা সবতাই জনগণের পকেটের পয়সা যায়।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৭

টারজান০০০০৭ বলেছেন: আবাল গণতন্ত্রের এই ভণ্ডামি আর ভালো লাগে না ! কি দরকার শুধু শুধু নির্বাচনের ! যেই লংকায় যাইবে সেই রাবন হইবেক! রাজায় রাজায় যুদ্ধ হইবে, উলুখাগড়ার প্রাণ যাইবে !

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:১৫

ব্লগ সার্চম্যান বলেছেন: সহমত ।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১০

পদ্মপুকুর বলেছেন: ভালোতো, ভালো না!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৩০

ব্লগ সার্চম্যান বলেছেন: সমান সমান মাইনেস।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: সহমত।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৩০

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৩

*** হিমুরাইজ *** বলেছেন: বাড়াবাড়ি সব দলই করে।এদের ভোট দেওয়াই উচিত নয়।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৩৩

ব্লগ সার্চম্যান বলেছেন: এদের ভোট দিতে গিয়ে জনগণ অনেক ধরণের সমস্যায় পরে কিন্ত এরা ভোটে জিতে কখনো সেই সমস্যাগুলো দেখে না।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

শাহিন-৯৯ বলেছেন: ব্লগের বুদ্ধিজীবিদের হাতে দেশ কি পাঁচ বছর দেওয়া যায়?

০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১২

ব্লগ সার্চম্যান বলেছেন: এটা হলে ভালো হত শাহীন ভ্রাতা।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৫

নিরাপদ দেশ চাই বলেছেন: অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার কোন প্রকার সম্ভাবনাই দেখা যাচ্ছে না। বিদেশী চাপ বা অন্য কোন কারনে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাঅলে অনেক কিছুই পজিটিভ ঘটবে আশা করা যায়। কাল টাকা আর সস্তা বুলি কপচিয়ে নির্বাচন জেতার দিন শেষ।সুতরাং বিএনপির পুরান পাপিরা আবারো ময়দানে নেমে নির্বাচন প্রভাবিত করবে আর সোসাল মিডিয়া,প্রিন্ট মিডিয়া আর হাজারো টিভি চ্যনেল অন্ধ সেজে বসে থাকবে এমনটা আশা করাটা বোকামি। উন্মুক্ত ইন্টারনে্রটের যুগে জনগন এখন অনেক বেশি শক্তিশালী।

যে কোন মূল্যে নিরপেক্ষ নির্বাচনই এখন সবার একমাত্র চাওয়া।

০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১১

ব্লগ সার্চম্যান বলেছেন: নিরপেক্ষ একটা নির্বাচন সবায় যেমন চাই
তেমন কিন্ত নিরপেক্ষ নির্বাচন দেয়ার মত মানুষ নাই
আমরা সাধারণ মানুষেরা শুধু গুনগুণিয়ে গান গাইয়া যাই।

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮

আবু তালেব শেখ বলেছেন: ১ নং মন্তব্যকারি বোকার সর্গে বাস করছে। রোহিংগা সমস্যার সমাধান করা সাধারণ মানুষ বুঝবেনা কখনো

০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ আবুতালেব ভাই অনেকদিন পর আপনার দেখা পেলাম।

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৭

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: সবার মন্তব্য পড়েই ক্লান্ত হয়ে গেলাম, তবে আমার আল্লাহু তায়ালা কি চান, তাই হোক। আল্লাহ চাইলেই শান্তি আসবেই। আমিন।।

০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ তাই যেন হয়।

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগে নাই কথাগুলো :)

০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

ব্লগ সার্চম্যান বলেছেন: পরের লেখা ভালো লাগবে।

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: আপনার লেখাটা একটা আয়রনি নাকি একটা আয়রনি???

০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

ব্লগ সার্চম্যান বলেছেন: আফনার জ্ঞান চর্চায় যা মনে হয়। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.