নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

আজ বিশ্ব কবিতা দিবস,,সকল কবিদের জন্য শুভেচ্ছা থাকল

২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৯


হে কবিতা
তুমি কবির হৃদয়ে করে নিয়েছো প্রাণ
তুমি সকল কবির মনের কথা
তুমি মিশে থাকো হৃদয় জুড়ে সুখ কি ব্যাথায়।

তুমি কবির রঙমহল
করেছো তুমি বিশ্ব জয়
তোমার মাঝে করিলে বিদ্রোহ
থাকেনা তাতে কোনও ভয় !

আজ বিশ্ব কবিতা দিবস,,সকল কবিদের কবিতায় প্রাণ খুঁজে পায় যেন এই শুভ কামনায় সকল কবিদের জন্য
শুভেচ্ছা থাকল।আগে অক্টোবর মাসে বিশ্ব কবিতা দিবস পালন করা হত। প্রথম দিকে কখনও কখনও ৫ অক্টোবর এই উৎসব পালিত হলেও বিংশ শতাব্দীর শেষভাগে রোমান মহাকাব্য রচয়িতা ও সম্রাট অগস্টাসের রাজকবি ভার্জিলের জন্মদিন স্মরণে ১৫ই অক্টোবর এই দিবস পালনের প্রথা শুরু হয়। ১৯৯৯ সালের ২১শে মার্চ ইউনেস্কো ঘোষণা করেন এই দিনটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে পালন করার জন্য । এই দিবস পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা এবং শিক্ষাকে উৎসাহিত করা। ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল, এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক এবংআন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলিকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৩

সৈয়দ ইসলাম বলেছেন:




হে কবি থেকে সৃষ্ট কবিতা,
তোমার সাহায্যে যারা ব্যক্ত করে
নিজের অনুভূতি, যে প্রেমিক
চিৎকার করে শুনায় প্রেমযুক্ত বাণী
সবার সাহায্যে তুমি সফল
আর তোমার সাহায্যে সবাই।।

দ্রষ্টব্য : ইহা কোন কবিতা না :>

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

ব্লগ সার্চম্যান বলেছেন: আমিওতো বলি নাহি ইহা কবিতা,
ইহা শুধু ব্লগে কিবোড টিপাটিপির খাতা। ;)

আপনাকে কবিতা দিবসের শুভেচ্ছা।

২| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সকল কবিকে শুভেচ্ছা।

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

ব্লগ সার্চম্যান বলেছেন: সকল কবিদের জন্য শুভেচ্ছা থাকল !
সাথে আপনাকেও কবিতা দিবসের শুভেচ্ছা জানাই ।

৩| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৮

তারেক ফাহিম বলেছেন: শুভেচ্ছা সকল কবিকে।

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১১

ব্লগ সার্চম্যান বলেছেন: ফাহিম ভাই,আপনাকেও শুভেচ্ছা জানাই ।

৪| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১২

কাছের-মানুষ বলেছেন: জানা ছিল না কবিতা দিবস সম্পর্কে। জানলাম লেখাটা পড়ে।

সকল কবিকে শুভেচ্ছা।

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১২

ব্লগ সার্চম্যান বলেছেন: ,আপনাকেও কবিতা দিবসের শুভেচ্ছা জানাই ।

৫| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা হোক সবসময় সুন্দরের প্রকাশ !

আপনাকেও কবিতা দিবসের শুভেচ্ছা

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১০

ব্লগ সার্চম্যান বলেছেন: সকল কবিদের জন্য শুভেচ্ছা থাকল !
সাথে আপনাকেও শাহরিয়ার ভাই কবিতা দিবসের শুভেচ্ছা জানাই ।

৬| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাফ করবেনঃ আপনার শিরোনাম ভুল হয়েছে। (বচনগত ভুল)

সকল কবির জন্য শুভেচ্ছা
বা কবিদের জন্য শুভেচ্ছা হবে।

ভাল থাকবেন।

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

ব্লগ সার্চম্যান বলেছেন: সকল কবির জন্য শুভেচ্ছা
বা কবিদের জন্য শুভেচ্ছা হবে।

সকল কবিদের জন্য শুভেচ্ছা থাকল

আমিও দুঃখীত এই ভুলটি সংশোধনীয় নয়;
নিজাম ভাই আপনাকে কবিতা দিবসের শুভেচ্ছা।

৭| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৫

আহমেদ জী এস বলেছেন: ব্লগ সার্চম্যান ,




কেবল কবিরাই পারেন সংক্রামক ভাবে সাড়া দিতে ।

বিশ্ব কবিতা দিবসে কবিদের পাশাপাশি শুভেচ্ছা থাকল ব্লগের সকলের প্রতি ।

২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৮

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় আহমেদ জী এস ভাই ।
শুভ শুক্ররিয় বিকেল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.